এন্ড্রোয়েড Expart-রা এই দিকে আসেন…আমাকে হেল্প করেন

আমার Symphony W5 এর একটা সেট আছে আমি ওইটাকে কাষ্টোম রম ইনস্টাল করি কিন্তু এখন ফোন আর ওপেন হচ্ছে না। ফোন অন করলে ডিস্প্লেতে Symphony লেখা উঠে বসে থাকছে। এটা করা আগে আমি ফোনের রম ব্যাকাপ নিছিলাম কিন্তু এখন তা কাজ করছে না। Restore দিলে বলে md5 মিছম্যাচ। এখন আমি কি করবো, যদি কেউ এর সমাধান জানেন দয়াকরে আমাকে একটু সাহায্য করেন। আমার এটা যে ঠিক করে দিতে পারবে তাকে মিষ্টি খাওয়াতে না পারি তার প্রতি আমি চির কৃতঘ্য থাকবো।

Level 0

আমি দীপক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন এসিও এক্সপার্ট। আমি আজ তিন বছর ধরে সফলতা সাথে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amar o samsung galaxy y te custom rom nea problem hocce. apni dekhen apnar set er jonno net a original frimware pan kina? Na pele Symphony er customer care a jete paren.

apni google e symphony w5 er custom rom likhe search din….oikhan theke jekono akta custom rom namiye mobile e instal korun dekhun kaj hoy kina

apnar mobile a new firmware install den!!! ar na paile kernel change koren

    @James: ভাই আমি রিকুয়েষ্ট দিছি…………. depok.sarkar.5

ভাই আপনে data wipe করে দেখতে পারেন।

    @phychic_waif: ভাই আমি ওইটা টিউন করার আগে করে দেখছি। অন্য কোনো উপায় থাকলে বলুন।

আপনার সমস্যাটির নাম বুট লুপ (Boot Loop)। এ সমস্যায় ফোন ফ্লাস দিলেই ঠিক হয়। স্যামসাং এ ফ্লাস দিতে হয় ODIN ব্যবহার করে পিসি থেকে। সিম্ফনী কি দিয়ে দেয় জানিনা। কাস্টম রম নিয়ে নারাচাড়া করলে রেগুলার এই প্রব্লেম এ পড়বেন। কাস্টমরম মূলত সেট নির্ভর। যেমন গ্যালাক্সী Y এর কাস্টমরম শুধু গ্যালাক্সী Y তেই চলবে, জিঞ্জারব্রেডে চলে এমন সব ফোনে চলবেনা। আপনি সম্ভবত বুটম্যানেজার/ক্লকওয়াইস দিয়ে ফ্লাস দিতে চাচ্ছেন এভাবে হবেনা, হার্ড ফ্ল্যাস দিতে হবে পিসিতে ফোন লাগিয়ে।

    @নেট মাস্টার: হ্যা, ভাই আমি বুটম্যানেজার/ক্লকওয়াইস দিয়ে ফ্লাস দিতে চাচ্ছি। এখন আমি কি করতে পারি দয়াকরে উপায় থাকলে বলুন।

Level 2

আপনার সেট Brick খাইসে । এটা আগের অবস্তায় নিয়ে যাওয়াই better .. এজন্য সেট flash মারেন , নতুন করে firmware দেন ।

    @cracker007: বুঝলাম, কিন্তু এখন আমি কি ভাবে সেট flash মারবো, নতুন করে firmware দিব । প্লিজ হেল্প করুন……

Level 2

hmmm …. net এ ঘাতাঘাতি করেন !! নেটেই পাবেন … xda developer লিখা সার্চ দেন