পাঠক , ইতিমধ্যেই এন্ড্রয়েড জয় করে নিয়েছে কোটি মানুষের আস্থা । জাভা, সিম্বিয়ান,উইন্ডোজ,আইফোন কে ফেলে রেখে দ্রুত এগিয়ে যাচ্ছে বর্তমান গুগল মালিকানাধীন এন্ড্রয়েড স্মার্ট ফোন অপারেটিং সিসটেম টি । আমাদের দেশেও এখন অনেক কম দামে বহুবিধ ফিচার সম্বলিত ফোন বাজার জাত করছে বিভিন্ন কোম্পানি । এন্ড্রয়েড এর জনপ্রিয়তা বৃদ্ধির হার দেখে বিশ্ব খ্যাত গ্রাফিক্স ডিজাইনার বানাচ্ছে বিভিন্ন মজাদার ছবি । এর ভিতর থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম অনেক খ্যাত এবং আমার প্রিয় এন্ড্রয়েড সম্পর্কিত ৩০ টি বেস্ট মজাদার ছবি । ছবিগুলো আপনি আপনার ফোন/কম্পিটার এর এর স্ক্রিন ইমেজ অথবা বন্ধুরের দেখিয়ে আনন্দ পেতে পারেন । ১ এন্ড্রয়েড ধিরে ধিরে খেয়ে ফেলছে আপেল কে । মানে স্টিভ জবস এর এপল কোম্পানি কে । ২ উইন্ডোজ এবং এপল মারা গিয়েছে দেখে এন্ড্রয়েড চরম খুশিতে এখন । ৩ এন্ড্রয়েড ধিরে ধিরে ম্যাকবুক কে খেয়ে ফেলছে । ৪ সজরে এন্ড্রয়েড এপল এর গায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে । ৫ এপলের বাকি অংশ এন্ড্রয়েড পূরণ করে দিচ্ছে । ৬ এন্ড্রয়েড স্টিভ জবস এর প্রয়োজনীয়তা পুরণ করে দিচ্ছে । ৭ এন্ড্রয়েড বিন এর ভিতর মাথা ঢুকাচ্ছে জনগণ ৮ এন্ড্রয়েড এর কঙ্কাল । ৯ ব্যাট ম্যান এর জোকার এন্ড্রয়েড কার্ড হাতে । ১০ ছেলে এবং মেয়ে এন্ড্রয়েড পাশা পাশি :D ১১ সকালের নাস্তা হিসেবে এন্ড্রয়েড এপল কী বেশি পছন্দ করছে । ১২ এন্দ্রয়েড দাদা । ১৩ খুদার্ত এন্ড্রয়েড । ১৪ মর্যাদা । ১৫ ক্যাপশন নিষ্প্রয়োজন । ১৬ এন্ড্রইড আপেল কে পি করে দিচ্ছে । ১৭ টার্গেট এপল । ১৮ লেজার এট্যাক ! ১৯ এলিয়েন স্টাইল এ যুদ্ধ ২০ এন্ড্রয়েড এভ্যুলুশেন । ২১ এপল এর জায়গা কেড়ে নেয় এন্ড্রয়েড ২২ এপল এখন ডাস্টবিনে । ২৩ এপল এর যুদ্ধ ২৪ এন্ড্রয়েড ভুত ২৫ এন্ড্রয়েড খেয়ে নিচ্ছে বাকিসব অপারেটিং সিস্টেম কে । ২৬ এন্ড্রয়েড ! ২৭ এন্ড্রয়েড ফানি পোশাকে । ২৮ :D ২৯ এন্ড্রয়েড এর চাকুগিরি । ৩০ পালাবি কোথায় ? * সব গুলো ছবি শুধু মজা করার জন্য ব্যাবহৃত এবং গুগল থেকে সংগ্রহীত । কোন ব্রান্ড কে প্রকৃত ছোট করা কাম্য নয় । এন্ড্রয়েড সব লেটেস্ট এপ্স কালেকশন নিয়ে করা আমার ব্লগ ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে । www.appsforapk.com ধন্যবাদ ।
আমি Apps For Apk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My android related site: www.appsforapk.com
খুবই ভাল লাগলো ছবি গুলো দেখে