আসুন পরিচিত হই এন্ড্রয়েডের কিছু কাস্টম রম এর সাথে যারা আপনাকে দিবে আপগ্রেডেড মোবাইলের স্বাদ

"এই মোবাইল কেমনে ইউস করে!!"ইউ এস এ থেকে আপুর পাঠানো ভারী হ্যান্ডসেটটা দেখে আমার বাপ এই কমেন্টটা ই

করেছিলো।আমি কৌতুহলী হয়ে দেখি, বাবার হাতে মটরোলা মাইলস্টোন।ব্যবহার করা অনেক
কঠিন,ভারী, ইত্যাদি বলে সেদিন হাতিয়ে নিয়েছিলাম বাবার কাছ থেকে অই সেটটি।তারপর থেকে
আমার এন্ড্রয়েড ব্যবহার শুরু, যা ছিলো এন্ড্রয়েড ২.
(এক্ল্যার),মানে অনেক পুরাতন ভার্সন।পরে সেই একই হ্যন্ডসেটেই ২
.২(ফ্রয়ো),৩.২(জিঞ্জারব্র্যাড),৪.০(আইস্ক্রিম
স্যান্ডু) ও ৪
.১ (জেলীবিন) ব্যবহার করেছি।

আসসালামুয়ালাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি টিটিতে আজ আমার প্রথম টিউনটি করছি।তাই লেখার
আদবে,বানানে বা তথ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন এবং শুধরে দিবেন।আমি আপনাদের
আমার এন্ডয়েড ব্যবহারের কাহিনী এবং বিভিন্ন কাস্টম রম সম্পর্কে জানানোর চেষ্টা
করবো।

এন্ড্রয়েড সেট হাতে পাওয়ার
পরই গুগলিং করা শুরু করলাম।বিভিন্ন সফটওয়্যার, ট্রিক্স ইত্যাদি খুজতে লাগ্লাম।বুঝতে
বেশি দেরি হল না যে আমার হাতের সেটটির সফটওয়্যার আসলে অনেক পুরাতন এবং এতে অনেক
মজার, লোভনীয় সফটওয়্যারই কাজ করে না।অফিসিয়াল আপডেট করার উপায় শুধু
2.2
তে।তা ই করলাম।কিন্তু এন্ড্রয়েড দুনিয়ায় তখন আইস্ক্রিম স্যন্ডুয়েজ
4.0 নিয়ে মাতামাতি।আমিতো আমার ফোন দিয়ে পিসিতে ইন্টারনেটই
কানেক্ট করতে পারছিলাম না।সব ভালো ভালো সফটওয়্যার, ট্রিক্স শুধু জিঞ্জারব্র্যাড আর
আইস্ক্রিম স্যান্ডুর জন্য।কিন্তু আমার মোবাইলে তো জিঞ্জারব্র্যাড ও চলবে না।তারপর
খোজ নিলাম আনঅফিসিয়াল আপডেট এর জন্য।খুজতে খুজতে পেলাম কাস্টম রমের দেখা।

কাস্টম রম কি?

জানি, টিটিতে সব অভিজ্ঞ
ভাইদের আস্তানা।তবুও কিছু কিছু নতুন এন্ড্রয়েড ব্যবহারকারী আছেন যারা জানেন
না।তাদের জন্যই লেখা।কাস্টম রম হল এক কথায় আন-অফিসিয়াল ফার্মওয়্যার।এগুলো এন্ড্রয়েড
ডেভেলপাররা বিভিন্ন হ্যন্ডসেটের জন্য ডেভেলপ করে থাকে।এন্ডয়েড অপারেটিং সিস্টেমে
বিভিন্ন সংযোজন, সংশোধন
পরিবর্তন করে এইসব কাস্টম রম বানানো হয়, এমনকি পুরাতন ভার্সনের
এন্ড্রয়েড এ  নতুন ভার্সনের রম ও ডেভেলপ করা হয়।ইন্টারনেট সার্চ দিলে আপনি
অনেকগুলো কাস্টম রম পাবেন।আমি প্রধান কয়েকটি কাস্টম রমের সাথে আপনাদের পরিচয় করিয়ে
দেব।

cyanogen mod 

cyanogen mod হল সবচেয়ে
জনপ্রিয় কাস্টম রম।আন-অফিসিয়াল
রম ফ্ল্যাশ করতে চাইলে সবচে প্রথম যে নামটি আপনি পাবেন তা হল
cyanogen mod.
এর প্রধান বৈশিষ্ট হল, এটি আপনাকে অফিসিয়াল ফিচারের পাশাপাশি কিছু নিজস্ব ফিচার
দেবে যা আপনার মোবাইল ডেভেলপিং, কাস্টমাইজিং এ সাহায্য করবে।আর এই ছোটখাটো এক্সট্রা
ফিচারগুলো আপনার এন্ড্রয়েড এক্সপেরিয়েন্সকে পরিপুর্নতা দেবে।আমি নিজে এর মাধ্যমে
এন্ড্রয়েড
2.2 মোবাইলে 4.1 জেলীবিন
ব্যবহার করেছি।এর জনপ্রিয়তার আরেকটি কারন হল এর স্টেবল ভার্সন গুলো অনেক স্মুথ আর
দ্রুত।অনেক সময় অফিসিয়াল আপগ্রেডে মোবাইল স্লো হয়ে যায়।কিন্তু
cyanogen mod
এর স্টেবল রম অনেক স্মুথ। অনেক অনেক হ্যন্ডসেটের জন্য
cyanogen mod এর বিভিন্ন ভার্সন ডেভেলপ করা হয়েছে।আপ্নার সেটএর
জন্য
cyanogen mod এর রম আছে কিনা খুজে দেখুন এই ঠিকানায়-
http://get.cm

Miui rom 

miui

এই কাস্টম রম এর চমৎকার
ব্যপার হল অসাধারন কাস্টমাইজিং অপশন।এন্ড্রয়েড এর সেটিং অপশনের একঘেয়ে কালো
বা সাদা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এই
রমএ।সেই সাথে পাবেন হাজার হাজার চমতকার সব সিস্টেম থীম যেগুলোতে আছে বিভিন্ন রকম
আইকন, ট্রান্সপারেন্সি।এই রম এর আরেকটি মজার বেপার হল লক স্ক্রীন কাস্টমাইসিং।আপ্নি
ইচ্ছামত লক স্ক্রীন রাখতে পারবেন কোন অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল ছাড়া।এই রম আপনার
চিরাচরিত এন্ড্রয়েড এর লুক পরিবর্তন কয়ে দেবে।আপ্নার হ্যন্ডসেটের জন্য
miui
এর রম আছে কিনা দেখতে যান এখানে-

http://miuiandroid.com/community/

AOKP

AOKPএই রমটি (android open
kang project) আরেকটি জনপ্রিয় কাস্টম রম।এতেও আছে চমতকার সব
কাস্টমাইজিং, লক স্ক্রীন, উইডগেট কাস্টমাইজিং ইত্যাদি।এই রম অনেক স্টেবল।
AOKP
এর শুধু আইস্ক্রিম স্যন্ডু আর জেলীবিন রম আছে।এর অফিসিয়াল ওয়েবসাইট
-
http://aokp.co/

Paranoid Android

panaএটি সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা
চমৎকার একটি কাস্টম রম।এতে প্রচুর কাস্টমাইজিং অপশন আছে।সেটিং, লক স্ক্রীন,স্টেটাস
বার,লাউঞ্চার সহ আর অনেক কিছু নিজের মত সাজিয়ে নেয়ার জন্য অনেক অনেক অপশন খুজে
পাবেন এই রমটি তে।তবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক সেটের জন্য এই রম ডেভেলপ করা
হয়েছে।অফিসিয়াল ওয়েব সাইট-
http://paranoid-rom.com/

এছাড়াও আরো আছে,
Xylon, liquid smooth rom, slim rom, ইত্যাদি।কাস্টম রম ফ্লাশ করতে
আপনার হ্যন্ডসেটটি অবশ্যই রুটেড হতে হবে।আপ্নার সেট এর মডেল অনুযায়ী যথাযথ রম
ডাউনলোড করবেন।অন্য ডিভাইস এর রম ইন্সটল করতে গেলে মোবাইল নস্ট হওার সম্ভাবনা
আছে।কিভাবে কাস্টম রম ফ্লাশ করবেন জানতে এই লিঙ্ক এ যান-
http://forum.xda-developers.com/showthread.php?t=2069904

Level 0

আমি বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ami se live with walkman use kori,4.1 a jete chai,cause my blutooth ar problem,,jodi my jonne ful solution ta diten taile khub upokrito hoitam,custom rom khuje pailam na

Level 0

Vai ami ekta help cai.Amar symphony w90 er jonno CWM recovery r kono niyo, jana thakle amake janan please.Ami onekdin dhore ei problem e asi.

    @rakibboss: আমার জানা মতে চাইনিজ সেট গুলার জন্য কাস্টম রম এখনো নাই।তবে আপনি গুগলে খোজ নিতে পারেন। আর CMW এর জন্য আপনি rom manager সফটওয়্যার টি ডাউনলোড করুন

Level 2

এই রম গুলা আপনি কোন কোন কি কি android version – set এ use করসেন ??

    @cracker007: আমি motorola milestone (2.1) ব্যবহার করতাম। এই সেটেই cyanogenmod 7 (android 3.2), Miui (android 3.2), cyanogenmod 9 (ics), cyanogenmod10 (jellybean) ব্যবহার করেছি।আমার সেটের জন্য অন্য রম পাইনি।কিন্তু খুজছিলাম, তাই অন্য রম গুলার ইতিহাস ও মোটামুটি জানি।

w 30 root karbo….help cai

    @hasan sabuz: এই লিঙ্ক থেকে androot সফটওয়্যার টি নিন।http://www.4shared.com/android/7sm5zMZp/Universal_Androot.htm । এটা দিয়ে রুট করতে পারবেন আশা করি 🙂

Level 0

vai ami aponar cell no chai,dawa jabe ki????? বাপ্পা

Level 0

vai ami htc desire hd chalai 3.2.6 ami aita k kivabe ki korbo????

    @fuad: google e khujlei onk paben.tobe puropuri na bujhle kichu korte jaben na.
    apni android 4.0 ba 4.1 use korte chaile cyanogen mod 9 ba 10 khuje dekhun apnar seter jonno

Level 0

Vai nw andriod user ph mmx cnvs 2…ami ph e customzation gula ki warenty por korbo naki akhn thkei suro korbo…suggestion plz

ভাই walton primo এর জন্য cyanogen mod করা যাবে কিনা? গেলে আমাকে একটা লিংক দিন।

    @শাওন: vai amar mone hoy na walton er jonno rom pawa jabe.r walton e cusom rom bebohar na korai valo.emnitei ora kom dame valo configuration er set ditese

Thanks

vai apnar cell number ta dile khub upokar hoito

Level 2

motorolla , samsung , htc সেট গুলা অনেক ধকল সইতে পারে 🙂 @ bappa

Level 0

Symphony w50 te Custom Rom korte hole … Brother … amake ke korte hobe bolben plz! Im wait to hear from you at this article & also at [email protected]

vai samsung galaxy ace 2 ( 800 Mhz dual core pro 768mb ram os gimgerbread) ai seta ki jellyben use kora jabe jodi jai tahole help korun please
[email protected]

Level 0

vi ami walton primo c1 use kori.pc te modem hishebe use korar janno etar kono usb driver pelam na.blooth diya try korsi hoyna.but symphony w 20 te blooth diya connect kora jay.w20 halo android 2.3.6 r amarta 2.3.5.ekhon katha halo c1 ki gingerbr 2.3.5 er karone blooth diye net er sathe connect hoyna naki c1 a modem nai?.

vai u to my fb ar sms reply dissen na

Level 0

great…. onek kisu shikhte parlam.
Thanks for the tune……
Next time aro valo kisu Chai……

great tune bro. এই রকম আরো টিউন চাই। thnx

Level 0

আমি HTC Desire HD মোবাইল ব্যবহার করছি।Android version 2.3.5 আমি কিভাবে এটা Root করবো এবং কিভাবে জেলিবিন Install করবো, Please help me.