USB tethering (Usb cable এর মাধ্যমে) ঃ
১.প্রথমে Usb ক্যাবল এর মাধ্যমে এন্ড্রয়েড স্মার্টফোনটি সংযুক্ত করুন
২.তারপর সেটিংস এ গিয়ে Wireless & networks এর More এ প্রবেশ করুন
৩.Tethering & Portable wifi hotspot নামে Option পাবেন
৪.Usb Tethering এ মার্ক করুন
৫.কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন কানেক্ট হয়ে গেছে
WiFi Tethering (Portable hotspot) :
আপনি ইচ্ছে করলে আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটি Wifi Hotspot করে ফেলতে পারেন( WiFi-zone) এর মতো। আপনার ডিভাইস এর রেঞ্জ অনুযায়ী আশেপাশের সবাই আপনার ডিভাইস এর মাধ্যমে WiFi connect করতে পারবে। কানেকশন সিকিউর করে রাখবেন পাসওয়ার্ড এর মাধ্যমে 😀 কানেকশন ওপেন করে রাখলে আপনার অজান্তেই সবাই WiFi কানেক্ট করতে পারবে
১. Tethering & Portable hotspot এর মেনুতেই আপনি Hotspot করার option পাবেন
২.প্রথমে Setup WiFi Hotspot এ গিয়ে পাসওয়ার্ড আর কানেকশন টাইপ সিলেক্ট করে নিন আপনার পছন্দ মতোন
৩.Portable WiFi hotspot মার্ক করে দিন
৪.অন্য ডিভাইস থেকে WiFi সার্চ দিন
৫. আপনার ডিভাইসটি পাবে
৬.পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন
Desktop এ WiFi কানেক্ট করতে হলে আপনার কম্পিউটার এ WiFi ডিভাইস থাকা লাগবে। খুব কম মুল্যেই আপনি WiFi Dongle কিনতে পারেন ।
আমি TP-Link এর TL-WN727N ব্যবহার করি। কিনেছিলাম ৮০০ টাকা দিয়ে
Bluetooth Tethering:
১.প্রথমে আপনি আপনার SmartPhone আর Computer এ Bluetooth Pairing করে নিন
২.উপরের ছবির মতোই আবার Tethering & Portable hotspot এ যান
৩.Bluetooth tethering এ মার্ক করুন
৪. কম্পিউটার এর টাস্কবার এ Bluetooth আইকনে রাইট ক্লীক করে Join a personal network এ ক্লীক করুন
৫.আপনার ফোন Show করবে এইখানে
৬.ফোন এর আইকন এর উপর Right Click করে Connect using Access Point এ ক্লীক করুন
৭.ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে
Note:Gingerbread এ আপনি Bluetooth tethering Option পাবেন না,এটি শুধুমাত্র IceCreamSandwitch আর Jellybean এর জন্য
আমি nvidia™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো হইছে। প্রিয় তে নিলাম।