যারা Walton Primo-X1 এর Camera নিয়ে চিন্তিত তাদের জন্য এই পোস্ট

আশা করি সবাই ভাল আছেন।

আমি তিন দিন আগে Walton Primo-X1 মোবাইল কিনি। বিল্ট ইন ক্যামেরা আউটডোরে ভালই কাজ করে; কিন্তু নাইট মুডে এবং ম্যাক্রো-মুডে ভাল কাজ করে না।

লো-লাইটে ছবি তুলার জন্য UCam Ultra Camera Pro / UCam Ultra Camera ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন।

কামেরার আর একটি ভাল applicatino হল Snap Camera HDR. এটা Use করে ম্যাক্রো-মুডে চমৎকার ছবি তোলা যায়।

 

Level 0

আমি মুফতি ভূইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

…..কিন্তু ম্যাক্রো-মুড এবং নাইট মুড এ ভাল কাজ করে না। ভাইয়া এই কথা গুলো ঠিক বুঝলাম না। আপনার কাছে অনুরোধ আপনি যেহুতু সেটটা ব্যবহার করেছেন তাই আপনার অভিজ্ঞতা থেকে এই সে্টের উপর একটা বিস্তারিত টিউন করলে উপকৃত হতাম

আমি বলতে চেয়েছি, বিল্টইন ক্যামেরা USE করে ম্যাক্রো-মুড এবং নাইট মুড এ ভালো ছবি আসে না। তাই এই দুই মুডে ছবি তুলার জন্য সফটওয়্যার USE করতে।

খুবই দরকারি পোস্ট। আমিও X1 ইউজার। কিন্তু ক্যামেরা নিয়ে আমি সন্তুষ্ট না। যাই হোক আমি Snap Camera, Camera Zoom, Pro HDR camera ইউজ করেছি, কিন্তু সমস্যা হল প্রতিবারই এই ক্যামেরা অ্যাপ্লিকেশানগুলতে ঢুকে Scene Mode অটো থেকে Landscape এ change করতে হয় নতুবা অনেক অন্ধকার দেখা যায়। এমনকি এই মোড সেভ করে রাখলেও কাজ হয় না, প্রতিবার ঢুকে একবার করে change করতে হয়। তবে স্টক camera app এ এই সমস্যা হয় না।

Level 0

ধন্যবাদ আমিও এইরকম একটা সফট খুজছিলাম

Level 0

X1 Skype video call a camera. কালো আশে আপনাদের হয়