সবাই এখন android জরে আক্রান্ত তাই অনেক দিন ধরে চিন্তা করছি যে এক্তি android সেট কিনব। কিন্তু যেটা পছন্দ হয় সেটা দামে হয় না। কি আর করা ওয়েব সার্চ চালালাম। আমার আবার চায়না বিসয়ক এলারজি আছে তাই অনেকে পরামর্শ দিয়েছে চায়না সেট কেনার কিন্তু মন থেকে কেমন জানি মেনে নিতে পারছিলাম না। ওয়েব সার্চ চালিয়ে জা পেলাম তা খুবি হতাসাজনক। ভাল ব্র্যান্ডের সেতগুলর দাম আমার বাজেটের তুলনায় অনেক বেশী । তাই অবশেষে সিদ্ধান্ত নিলাম walton primo F1 অথবা symphony w60. আমি যখন সিদ্ধানহীনতায় ভুগছিলাম ঠিক তখন ২৫/০৪/১৩ এর প্রথম আলো পত্রিকায় এক্তা বিজ্ঞাপন দেখে সিদ্দান্তে আসলাম এটাই কিনব। তারপর এই সেট নিয়ে ওয়েব সার্চ সুরু করলাম এবং খুব পসেতিভে রেসাল্ট পেলাম। symphony বা walton এর সাথে এর তুলনাই চলে না। huawei taiwan এর company which is a telecom jayant. এর world এ smartphone এর marketshare ও উল্লেখযোগ্য। আমার কথ বিশ্বাস না হলে আপনি নিজাই ওয়েব সার্চ চালান। কেনার পর আমি খুব pleased with its performance. এর camera qualty খুব ভাল। flash is enough for taking pic. আমি walton symphony দুটাই দেখেছি HUWAEI এডেড় ঠেকে অনেক অনেক ভালো। আড় দাম মাত্র ১২৫০০ টাকা। এড় ফিচার ডেখটে চাঈলে এখাণে খোচা দিন।
HUAWEI Acend Y300 (http://www.gsmarena.com/huawei_ascend_y300-5386.ph)
এড় PERFORMANCE O জটিল GSMARENA তে এড় REVIEW দেখতে চাইলে http://www.gsmarena.com/huawei_ascend_y300-reviews-5386.php
HUAWEI শেট একমাত্র SINGER বাংলাদেশের বাজারে ছেড়েছে। তাই SINGER এর showroom থেকে কেনাই ভাল।
HUAWEI company অন্যান্য developed country তেই এই সেট টি ছেড়েছে। যেমন Europ, Africa...........
বাংলাদেশে এদের অনেকগুলো service center আছে। যারা warenty দেয়। এর warenty ১ বছর।
আমি Jayntomora। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo set amio etar onek proshongsha shunechi
http://financepostbd.blogspot.com/