যুগটা এখন এন্ড্রয়েডের। এন্ড্রয়েড ফ্যানদের জন্য আমি আবার কিবোর্ডে আঙুল ছোঁয়ালাম। আজ আমি ফ্যান্ড্রয়েডদের জন্য জেলি বিনের কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি কারো না কারো কাজে লাগবে। ২০১২ সালের জুলাই মাসের ৯ তারিখে গুগল এন্ড্রয়েড ভক্তদের জন্য বাজারে আনে নতুন ভার্সন জেলি বিন ৪.১ । ৪.২ আনে ১৩ নভেম্বর। অল্প কিছুদিন বাদেই ২৭ নভেম্বর চলে আসে ৪.২.১ । ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারী বাজারে আসে জেলিবিন ৪.২.২ । এন্ড্রয়েড ৪.০ ভার্সন “আইসক্রিম স্যান্ডুইচ” থেকে বর্তমান ভার্সন জেলিবিন এর পরিবর্তন সামান্য হলেও চমৎকার কিছু ফিচার একে অনন্য করে তুলেছে।
সমস্যাঃ Wi-Fi সংযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা সংযোগ না পাওয়া।
নানাবিধ কারণে এই সমস্যাটি হতে পারে। প্রধানত নির্দিষ্ট রুটার অথবা সেটিংসের কারণে এই সমস্যা দেখা দেয়। আপনার ডিভাইসে যদি ওয়াই-ফাই সংযোগ না পায় অথবা বারবার বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে নিচের তরিকা অবলম্বন করতে পারেন।
সমস্যাঃ বারবার রিবুটিং বা হ্যাং হয়ে যাওয়া।
অনেকসময় দেখা যায় জেলিবিনে নবায়ন (আপডেট) করার পর সেট হয় হ্যাং করে না হয় বারবার রিবুট করে অর্থাৎ নিজে নিজে বন্ধ হয়ে আবার নিজেই সচল হয়। সাধারনট ইনকমপ্যাটিবল এপ্লিকেশনের জন্য এরকম হয়। সাধারনত নবায়নের সময় সফটওয়্যার আপডেট হয় কিন্তু এপগুলো হয় না। ফলে অসাঞ্জস্যতার সৃষ্টি হয়। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তবে নিচের সমাধান অনুসরন করতে পারেন।
সমস্যাঃ ব্যাটারীর সল্পায়ূ।
স্যাংসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস কেনার পর চার্জ সমস্যায় আমি খুব বিব্রত বোধ করি। এত দ্রুত চার্জ ফুরালে কিভাবে হয়। আর চার্জিং পোর্টে সবসময় কি চার্জার লাগিয়ে বসে থাকা যায় নাকি! “চার্জ থাকেনা” এই অপবাদ থেকে স্মার্টফোনগুলো আর বের হতে পারছে না। তবে কেউ যদি মনে করেন যে জেলিবিনে আপডেট হবার পর আগের চেয়ে দ্রুত ব্যাটারির চার্জ ফুরিয়ে যাচ্ছে তাহলে প্রথমে আপনি সেটটিকে রিবুট করে দেখতে পারেন। নির্দিষ্ট কিছু এপস ও সারভিসের জন্য এই সমস্যা ঘটতে পারে। রিবুটে সমাধান না হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
সমস্যাঃ ব্লুটুথ কাজ না করা।
জাভা, সিম্বিয়ান, এন্ড্রয়েড, উইন্ডোজ সব ডিভাইসেই নীল দাঁত বা ব্লুটুথ এখন অপরিহার্য অংশ। জেলিবিনে আপডেট হওয়ার পরে দেখা যায় অনেক ডিভাইসে ব্লুটুথ ঠিক ভাবে কাজ করেনা।
এবং
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
thanks bro
https://www.facebook.com/pages/Cool-Free-Apk/454680671284857