টেকটিউনস থেকে আমি অনেক কিছু পেয়েছি।সকল টিউনার ভাইয়ারা অনেক কয্ট করে টিউন করে।
আমাদের টেকটিউন পরিবারের সকলকে ধন্যবাদ।
এই বিষয়টা নিয়ে আগেও অনেক টিউন হয়েছে ।এটা আমার প্রথম টিউন।আসিফ ভাই, মাহমুব ভাই, রনি, মুকুল,হিমু XDA'র The Droid Master সকলকে ধন্যবাদ।
আমার টিউনটা একটু অন্যরকম।কোন ফাইল download এর প্রয়োজন নেই।
আমার প্রিমোটা আপডেট করার সময় বিদ্যুৎ চলে যায়।আর কিছুই করতে পারিনি। 😥
আমার প্রিমোটা আগেই রুট করেছিলাম। download মোড এ on হচ্ছে কিন্তু ফাইল download হচ্ছে না।First boot recovery মোড এ on হচ্ছে না। 😥
জানি ওরেন্টি পাবোনা তবুও servic senter এ নিয়ে গেলাম।ওরা দেখে বললো কাল আসেন।
পরবত্রী দিন যাওয়ার পর দেখি আমার প্রিমোটা ICS v.4.0.4 আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করে দিয়েছে।
তাহলে servic senter এ নিয়ে আপনার প্রিমোটা ICS v.4.0.4 আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করুন।
কয্ট করে পড়ার জন্য ধন্যবাদ।।।
আমি মো:আল-আমিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি আমার নাম লিখে থাকেন তবে বানান ভুল লিখেছেন।
আমার করা টিউনের সফটওয়্যার এ ভুল ছিলো।সেটার জন্য প্রায় সবার সমস্যা হয়েছে এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী।