আপনারা অনেক সময় বড় বড় গেইম ডাউনলোড করার পর মোবাইল এ না চললে অনেক হতাশ হন। অনেক সময় এবং এম.বি খরচ করার পর গেইম না চললে বা না ইন্সটল হলে হতাশ হওয়াটাই স্বাভাবিক।
তাই HD গেইম গুলো ডাউনলোড করার পুর্বে কিছু জিনিস খেয়াল রাখা উচিত।
১) সাধারণত HD গেমস গুলো ৫১২ এম.বি রেম, জিপিইউ এবং নুন্যতম ১ গিগা হার্টজ প্রসেসর হলে ভাল ভাবেই চলে। তাই যদি এই তিনটি কনফিগারেশন আপনার মোবাইলের না থাকে তবে বিশেষ ভাবে চিন্তা করে গেইম গুলো ডাউনলোড করা উচিত।
১) এই নুন্যতম কনফিগারেশন না থাকলেও বেশির ভাগ গেইমই চেইনফায়ার থ্রিডি + রেম এক্সপেনডার (রুটেড) দিয়ে খেলা যায়।
৩) যাদের উপরের দুই ধাপের কোনটাই নেই তারা HD গেইম না ডাউনলোড করাই ভালো। তবে কিছু কিছু গেইম ঐগুলা ছাড়াও চলে।
৪) কিছু কিছু গেইম শুধু Armv7 এ চলে। ঐসব গেইম Armv6 (উদাহরণ গেলাক্সি ইয়াং, সিম্ফোণী w10) মোবাইলে ডাউনলোড করে কোন লাভ নাই!
৫) বড় গেইম ডাউনলোড করার সময় আপনি প্রথমে শুধু apk ফাইলটা ডাউনলোড দিয়ে একটি ট্রায়াল দিয়ে দেখবেন ইন্সটল হয় কিনা, যদি ইন্সটল হয় তাহলে ডাটা ফাইল ডাউনলোড দিবেন। তাহলে গেইম চলার সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন।
ধন্যবাদ!
- চমৎকার সব Paid/premium, Apps ডাউনলোড করতে ভিজিট করুন এই জনপ্রিয় সাইট টি
FREE PAID APPS FOR ANDROID | ANDROID APK ™- প্রতিদিন Paid/premium apps এর তথ্য এবং ডাউনলোড লিংক পেতে অবশ্যই এই ফেইসবুক পেইজ টি লাইক দিয়ে রাখবেন।
Premium Android Apps On Facebook
আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it
vai symphony w125 set ta kin te chai kemon hobe jana ben pls