আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন। এটি টেকটিউন্সে আমার ৩য় টিউন। আমার পূর্বের টিউন গুলো দেখুন নিচে।
দেশের বাজারে এখন অনেক সস্তায় এন্ড্রয়েড স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে। আমরা অনেকেই হয়তো স্মার্ট হওয়ার জন্য কিনে ফেলেছি এন্ড্রয়েড স্মার্ট ফোন। আপনার স্মার্টফোন এর ক্যামেরাটি হয়তো আপনার অনেক পছন্দের। কিন্তু বাধ সাধল ঠিক তখনি যখন আপনি দেখলেন আপনার ক্যামেরায় আপনার প্রয়োজনীয় অংশ টুকু নিতে পারছেন না, কিছু অংশ বাদ থেকে যাচ্ছে।
কি চিন্তার বিষয় না। এই জন্য আধুনিক ক্যামেরায় রয়েছে Panorama Mode. আপনারা অনেকেই হয়তো Panorama সম্পর্কে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি Panorama হচ্ছে ক্যামেরার একটি বিশেষ মোড যার মাধ্যমে আপনি আপনার ক্যামেরাটিকে ৩৬০' কোনে ঘুরিয়ে ছবি তুলতে পারবেন, যাতে আপনার চারপাশের কোন অংশ বাদ না পরে। এটি মূলত বিভিন্নও কোন থেকে অনেকগুলো ছবি তুলে পরে এক সঙ্গে একটি লম্বা ছবি তৈরি করে। এক কথায় Panoramic Image মানে ছবির কোয়ালিটি একই রেখে অনেক লম্বা ছবি তোলা। এইরকম ছবি দেখতে গুগলে Panoramic Image লিখে সার্চ দিন।
আমরা যারা লো এন্ড এর স্মার্ট ফোন ব্যবহার করি তাদের কারও ফোনেয় এই Panorama mode টি নেই। হাই এন্ড অনেক ফোনেরও এই মোডটি নেই। কিন্তু এন্ড্রয়েড ও এস থাকতে নো চিন্তা। আজ আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দেয়ার জন্য নিয়ে এলেম একটি এন্ড্রয়েড সফটওয়ার Photaf Panorama Pro.
সফটওয়ারটির গুগল প্লে স্টোর লিঙ্ক এইখানে।
সফটওয়ারটির 4Shared লিঙ্ক এইখানে।
বিঃ দ্রঃ যারা 4Shared থেকে ডাউনলোড করতে পারেন না, তারা প্রথমে এইখানে যান। তারপর 4Shared ফাইলটির লিঙ্ক বক্সটিতে দিয়ে ডাউনলোড এ ক্লিক করুন।
এরপর আপনার এন্ড্রয়েড ফোনে সফটওয়ারটি ইন্সটল করুন। সফটওয়ারটি ইন্সটল হলে লাঞ্চার থেকে অ্যাপটি লাঞ্চ করুন।
সফটওয়ারটি লাঞ্চ হওয়ার পর এইরকম একটি স্ক্রীন আসবে।
এইখান থেকে Create Panorama সিলেক্ট করুন। এরপর Image Capture mode সিলেক্ট করুন। এক্ষেত্রে No দিলে পরে আপনাকে ছবি তোলার সময় প্রতিবার শট নিতে হবে। আর Yes সিলেক্ট করলে অ্যাপসটি নিজে থেকেই শট নিবে। তবে এইভাবে ছবি তোলা একটু কষ্টকর। আপনি No সিলেক্ট করে যেখান থেকে শুরু করতে চান সেখান থেকে একটি শট নিন। এরপর আপনি একটু ডানে সরিয়ে পূর্বের ইমেজ এর সাথে মিল করে আবার শট নিন। এইভাবে ৩৬০ ডিগ্রি কোনে ঘুরিয়ে ছবি তুলে Finish এ ক্লিক করুন। এরপর অ্যাপসটি একটু সময় নিবে আপনার তোলা ছবিটি সেভ করতে। সেভ করা হয়ে গেলে দেখুন আপনি একটি Panonamic Image করতে পেরেছেন।
এরপর ছবিটি শেয়ার করতে চাইলে অথবা ব্যাকআপ রাখতে চাইলে অপশন থেকে Export all panorama to sd সিলেক্ট করুন। এরপর আপনি গ্যালারী তে গেলে আপনার Panoramic Image টি পাবেন।
টিউনটি কেমন হল সে সম্পর্কে আপনাদের মন্তব্য আশা করছি। সবাই ভাল থাকবেন। খোদা হাফেজ।
ফেসবুকে আমাকে পাবেন এখানে।
আমার স্কাইপ আইডি ঃ moin...khulna
আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Panaroma vy osthir jinish
Ami Xperia use kori, etat kie build in deya ase
apnar ki mone hoi download dibo?