Hotspot এর ব্যাপারে সাহায্য করুন!

ভাই আমি  Android ICS (4.0.4)  ব্যবহার করি। আমি  Computer  এর ইন্টারনেট আমার মোবাইলে ব্যবহারের জন্য অনেক চেষ্টা করি কিন্তু পরিনায়। আমি  Connectify , Merify, Virtual Hotspot , mhotspot  ইত্যাদি ব্যবহার করেছি কিন্তু পারিনায়।  আমি যখন  Connectify , Merify, Virtual Hotspot , mhotspo  আমার Toshiba ল্যাপটপ install করে কাজ করি তখন প্রথমে আমার মো্বাইলে  ইন্টারনেট  আসে   কিন্তু কিছুক্ষন পর authentication problem দেখান আর ইন্টারনেট কাজ করেনা কিন্তু এই সব  Hotspot  Software "Acer" ল্যাপটপে কাজ করে । তবে acer একটা সমস্যা হয় , মাঝেমধ্যে নেটওয়াক খুজেপায় না । পড়ে laptop restart করলে আবার নেটওয়াক আসে ।  । ক্ভিাবে আমি আমার  Toshba settliteL510 ( Connectify , Merify, Virtual Hotspot , mhotspot) এই সব  Hotspot  কাজ করবে ? কারে জানা থাকলে উপকার করবেন। my mail adress: [email protected]

Level 0

আমি smollah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

u can try via usb cable…..

Level 0

@jabad bd ki vabe korbo

Level 0

ভাই আপনি Virtual Router (latest) অথবা Conectify Dispatch ব্যবহার করে দেখতে পারেন । আর আপনি কি নেট ব্যবহার করে যা শেয়ার করতে চাইছেন ? Citucell Zoom Ultra ? যদি Citycell হয় তাহলে Virtual Router কাজ করবেনা সেক্ষেত্রে আপনাকে Connectify Dispatch ব্যবহার করতে হবে ।

যদি কোন error দেখায় সেটা google করেন আশা করি হয়ে যাবে 🙂

    Level 0

    @anirban014:
    ভাই আমি Virtual Router and Connectify ব্যবহার করেছি কিন্তু install করে কাজ করলে কিছুক্ষন কাজ করার পর authentication problem দেখায়। এছড়া আপনার কাছে Conectify Dispatch আছে কি?

Level 0

আমি TOSHIBA Satellite C600 এবং ওয়াই ফাই হটষ্পট software হিসাবে Connectifyট এবং QUBEE এর নেট ব্যাবহার করি। কোনও সমস্যা হয় না। আর আমার মোবাইল সেট হচ্ছে Symplony W60. এই সেটে ইন্টারনেট খুবই ভালো চলে। আপনি চাইলে Virtual Router Manager v1.0 ব্যাবহার করতে পারেন। এটার performance ও খুবই ভালো।

    Level 0

    @Hafij2005:
    ভাই আমি Virtual Router বা connectify ব্যবহার করেছি কিন্তু কাজ হয়না ।কিন্তু install করে কাজ করলে কিছুক্ষন কাজ করার পর authentication problem দেখায়। আর আমার আমার Toshba settliteL510 । কিন্তু একটা বিষয় এই Software কিন্তু Acer এ কাজ করে। আমি আমার Colleague এর Acer Laptop এ Connectify Install করে ব্যবহার করেছি কিন্তু আমার Bad Luck .

    Level 0

    @sohelg:
    vai েএট তো Hotspot Shield VPN । এটার ব্যবহার কি ? কিভাবে করবো?

আপনি mhotspot ব্যবহার করেন । আমার কাছে এইটাই সেরা । তবে মাঝে মাঝে কাজ করে না । পিসি রিস্টার্ট করা লাগে । তবে কানেক্ট হবে প্রতিবার ই, কিন্তু নেট পাবেন না সবসময় ।
আমি বাংলালাওন দিয়ে symphony W90 টে নেট চালাই

cmd (command) theke virtual hotspot baniye nen…valo kaj korbe … e bisoye bes kichu tune ache ekhane..