আস-সালামু-আলাইকুম
যারা Walton Primo R1 ব্যবহার করছেন তাদের জন্য সুখবর. গত কয়েকদিন থেকে আমি টেকটিউনস,Waltonforum এর পেইজে প্রিমো আর1 জন্য JELLY BEAN 4.1.2 কাস্টম রম খুজতে খুজতে মোটামুটি ভাবে পেইজ গুলো মুখস্ত করে ফেলেছি. কিন্তু ফলাফল শূন্য।তারপর অনেক কস্টে একটা আন-অফিসিয়াল রম পেয়েছি । আমি এটা ব্যবহার করছি। এই রম ব্যবহার করে এখন অনেক আরামে আছি।কারন এখানে কোনো বাগ (Bug) নাই।।ক্যামেরা সম্পুর্ন ভালো ভাবে কাজ করে।ফোন হ্যাং করেনা।
এবার জেনে নিন কিভাবে JELLY BEAN 4.1.2 কাস্টম রম ওয়ালটন প্রিমো আর ১ এ ইন্স্টল করবেন। যেসকল ফাইল লাগবে ১. MTK ড্রাইভার http://www.4shared.com/rar/yQBcE8Hs/Guide_wth_driver.html? ২. Flash Tool http://www.4shared.com/zip/4vPFYaIy/SP_Flash_Tool_exe_v3121602.html ৩. JELLY BEAN 4.1.2 কাস্টম রম http://www.mediafire.com/?0fjl8gf5l3b0920
এবার জেনে নিন কিভাবে কি করতে হবে।তার আগে কিছু জিনিস মনে রাখবেন।
যেসকল ফাইল লাগবে ১. MTK ড্রাইভার ২. Flash Tool ৩. JELLY BEAN 4.1.2 কাস্টম রম একটা কথা: যখন কোন কাস্টম রম ইন্স্টল করবেন, তার আগে আপনার চলতি রম এর ব্যাক-আপ নিতে ভুলবেন না কিভাবে করবেন ১. প্রথমে আপনার কম্পিউটারে ড্রাইভার ইন্স্টল করুন। ২. Flash Tool Extract করুন 3. রম Extract করুন চিএ তে যেভাবে দেখানো হয়েছে https://dnc.techtunes.io/tDrive/tuner/mizan1605/205203/rom.png ৪.Flash Tool এ গিয়ে Sp Flash Tool.exe run করান। ৫. Satter-loading অপশন এ ক্লিক করে রম এর ফোল্ডার ব্রাউজ করে "MT6577_Android_scatter_emmc.txt" সিলেক্ট করূন https://dnc.techtunes.io/tDrive/tuner/mizan1605/205203/sp.png ৬. এরপর ফোন অফ করে ব্যাটারি খূলে ফেলুন. Flash Tool এ Download এ ক্লিক করে ফোন ক্যাবল দিয়ে কানেক্ট করুন এবং এরপর ব্যাটারি ফোনে কানেক্ট করুন। ৭. বাকি কাজ ফ্লাশ Tool একাই করবে, কাজ শেষ হলে চিএ এর মত হবে। https://dnc.techtunes.io/tDrive/tuner/mizan1605/205203/New-Bitmap-Image.jpg
দয়া করে প্রথম লিংক থেকে ড্রাইভার ডাউনলোড করুন. লিংকে বিস্তারিত দেয়া আছে।
উপভোগ করুন JELLY BEAN 4.1.2 আপনার ওয়ালটন প্রিমো আর ১ এ।
আল্লাহ হাফেজ।
আমি mizan1605। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই পদ্ধতিতে অনেক আগেই আপডেট করেছি । এটা হাইমাক্স পিউর নামে এক ইন্দনেশিয়ান কোম্পানির রম । কিন্তু এই রম এ একটাই সমস্যা । সেটা হোলো র্যাম অনেক ফ্রী থাকে……………