walton primo এর ICS 4.0.4(অফিসিয়াল) রম এ যে বেসব্যান্ড ব্যবহার করা হয়েছে তার Internal মেমরী ১৫১ মেগা্বাইট। কয়েকটা app ইন্সটল করলেই মেমরী Low. এটা আমার কাছে মনে হয় মহা বিরম্বনা। তাই অনেক দিন থেকে খুজতে থাকি Internal মেমরী বাড়ানোর উপায়। XDA ফোরাম এ ঘেটে পেলাম । কিন্তু আমার কাছে কেন জানিনা একটু কঠিন মনে হল। তাই আর একটু ঘেটে সামান্য সহজ করে নিলাম। এই ট্রিক টি সঠিক ভাবে শেষ করতে পারলে আপনার মোবাইল এর Internal মেমরী ২০ মেগা্বাইট বেড়ে যাবে। প্রথমে একটি ফাইল ডাউনলোড করতে হবে।
প্রথমে আমার এই পোস্ট টি দেখুন। তারপর এই ফাইল টি ডাউনলোড করুন। ডাউনলোড করা ফাইল টি ICS BP মানে TBW5913_ICS_WCDMA_V000003 বেসব্যান্ড এর ফোল্ডার এ paste করুন। তারপর পোস্ট অনুসরন করে ফ্লাস করুন ।ব্যাস হয়ে গেল। XDA এর লিঙ্ক।
তেমন কোন কঠিন কাজ না। মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম(+)বাটন একসাথে চেপে ধরুন।সবুজ পর্দা আসলে বাটন ছেরে দিন। ডাটা ক্যাবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন। ডাউনলোড করা ফাইল ২ টি Extact করুন। প্রথমে ডাউনলোড১ এর Click to Flash Appsboot.bat এ ডাবল ক্লিক করুন। তারপরে নিচের চিত্র গুলি অনুসরন করুন। যদি ডাউনলোড১ এর কারনে আপনার মোবাইল এ কোন সমস্যা হয় তবে ডাউনলোড২ এর Partition.bat এ ডাবল ক্লিক করুন। তারপরে নিচের চিত্র গুলি অনুসরন করুন। যদি তারপরেও কোন সমস্যা হয় তবে পদ্ধতি ১ apply করুন।আশা করি হয়ে যাবে।
সব ঠিক থাকলে আপনার মোবাইল এর Internal মেমরী ২০ মেগা্বাইট বেড়ে যাবে। ১৫১ থেকে ১৭২ হবে। কোন সমস্যা হলে জানাবেন। ভাল হোক আর খারাপ হোক টিউমেন্ট করতে মানে কমেন্ট করতে ভুলবেন না।
আমি সঞ্জয় সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Primo G2 root korar purno niom ta janale khushi hobo…