খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram!! ২.৫ জিবি পর্যন্ত!!

খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram!! ২.৫ জিবি পর্যন্ত!!

কি অবাক হলেন?? অবাক হওয়ার কিছুই নেই! আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর Ram বাড়াতে পারবেন ! এবং খেলতে পারবেন দারুণ সব বড় বড় গেমস এবং কাজ করতে পারবেন আরোও অনেক দ্রুত গতিতে!!

কথা না বাড়িয়ে কাজে চলে আসি।

আপনার যা যা লাগবে :

১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।

২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড (নুন্যতম 8MBPS স্হপিড ওয়া উচিত)

৩) Ram Expander.

প্রথমে এইখান থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন! গুগল প্লেতে মুল্য মাত্র $9.12

এবার এপটি ইন্সটল করে অপেন করলে নিচের ছবির মতো দেখতে পাবেন।

Ram Expander

এখন আপনার মেমোরি কার্ড যদি ৪জিবি হয় তবে সর্বচ্চ ৫১২ আর ৮জিবি হলে সর্বচ্চ ৮৫০ সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন।

দেখবেন একটি সোয়াপ ফাইল তৈরি শুরু হবে। কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। আর সোয়াপিনেস আপনি ০ থেকে ১০০ যেকোন মান ব্যবহার করতে পারেন। ০ দিলে ভার্চুয়াল মেমরি/রেম ব্যবহার করবে না! আর যত বাড়াবেন ততবেশী ব্যবহার বাড়বে। আমি ৫০ বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি।

সোয়াপ ফাইল তৈরি হলে আপনার ভার্চুয়াল রেম বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত রেম হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে। বাস্ কাজ শেষ। আমি আমার Symphony w10 এ ব্যবহার করছি। এবং সর্বমোট ১জিবি রেম!!

সতর্কবার্তা :

১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।

২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।

৩) এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার।

  • প্রতিদিন চমৎকার সব Paid/premium, Apps ডাউনলোড করতে ভিজিট করুন এই জনপ্রিয় সাইট টি
    FREE Apk APPS FOR ANDROID
  • আর প্রতিদিন Paid/premium apps এর তথ্য এবং ডাউনলোড লিংক পেতে অবশ্যই এই ফেইসবুক পেইজ টি লাইক দিয়ে রাখবেন।
    Premium Android Apps On Facebook

Level New

আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন, ধন্যবাদ।

সব ফোনে কাজ করে না। মটো-মাইলস্টোন এ ব্যবহার করেছিলাম অনেক আগে।কাজ হয়নি বলে ফেলে দিয়েছিলাম।যাইহোক, হয়তো অন্যদের কাজে লাগবে।শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

সময় পেলে ট্রাই করে দেখব। সেটের সাথে ফ্রি হিসেবে যে মেমোরি কার্ড দিয়েছে সেটা দিয়ে কি কাজ চালানো যাবে? আমি প্রিমো জি১ ইউজ করছি। মেমোরি কার্ড কত ক্লাস কিভাবে বুঝব?

টিউনের জন্য ধন্যবাদ!

vai …Busybox error dakhai

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে এমন প্রয়োজনীয় একটা পোষ্ট করার জন্য। কিন্তু ভাই আমার ফোনটাতো রুট করতে পারছিনা। দয়াকরে জানাবেনকি সিম্ফনি W30 রুট করব কিভাবে?
[email protected]

সব রমে এটি কাজ করে না। আর ভাল ব্র্যান্ড যেমন Sandisk, Toshiba, Sony এসব মেমরি কার্ড সাধারণত ক্লাস ৮ বা ভাল স্পিড এর হয়। সস্তা চাইনিজ মেমরি কার্ড গুলো লো ক্লাসের হয় এবং স্পিড খারাপ হয়।

আমার বাজার দর সম্পর্কে ভাল ধারণা নেই! তবে ৫০০-৭০০ টাকার ভিতরে হবে। পাবেন আইডিবি বা ভাল শপিংমলগুলোতে। @BotMaster:

Vi sony xperia mobiler bepare karo jana thakle aktu share korben. Budget 30000-35000. Or 2013 te published hoyce emon kono android set.

ভাই আমি Walton Primo তে সেটআপ করেছি। কিন্তু র্কানেল সাপোর্ট করছে না। আমি এন্ড্রয়েড ৪.০.৪ আপগ্রেড করেছি। এই জন্যই কি কাজ করছে না? দয়া করে কারো কাজ করলে জানাবেন।

Level 0

2 android ok
vai application ta ki jb4.1.1 e kaj korbe na. Because zip file open korle kono installation file paoa Jae na. Installation file bade r sob i to ase

    @Biplob: কোন zip ফইল ডাউনলোড হল রিনেম করে. zip এর জায়গায়. apk লিখে ফাইল অপেন করতে হবে।

Level 0

vai file ta install to korlam, kintu karnel error dekhai. ki kora jay??

Level 0

8 জিবি মেমরি ছাড়া কি কাজ হবে না……… যেমন 4 জিবি দিয়ে, জানাবেন অবশ্যই……..

taile amar ekhon 1gb rom and 1gb ram. 😀

Level 0

vai file ta install to korlam, kintu karnel error dekhai. ki kora jay??

Level 0

vai keo ki amake symphony w60 er stock rom ta dite parben?

vai ok hoyse bojboki vabe

Level 0

vai Symphony w10 root korta parchi na ki vaba korbo aktu bolban plz ?

Level 0

keu ki successfully primo g1 root koresen? Ami try koresi but ,failed!
Kindly janaben

Level 2

does not work in primo r1

Level 0

ADMIN VAI SWAP FILE CREATE KORE BUT NOTIFICATION DEY- KERNEL IS NOT SUPPORTED

অসংখ্য ধন্যবাদ!! খুব কাজের একটা জিনিস পোষ্ট দিয়েছেন। আগে যে সব গেইমস খেলতে পারতাম না এখন ‍সেগুলো খেলতে পারি। আবারো ধন্যবাদ।

bhai amar memory sandisk er…size 16 gb…free space 780 mb……..ami swap zize koto dibo??phone w90

vai w25 e hobena….?
pls kisu bole….n

w20 te ki hobe?

ভাই, এটা আশলে ৯০% মোবাইল এ কাজ করে না । তাই ব্যবহার করার আগে জেনে বুঝে করুন । আমি এই পোস্ট দেখে খুব এ খুশি হয়ে গেছিলাম । কিন্তু আমি যখন ব্যবহার করতে গেছি তখন এই অ্যাপ থেকে বলেছিল যে আমার মেমরি ভাল না, অর্থাৎ ক্লাস কম । আমি ভাই আমার ১৬ জিবি চাইনা মেমরি বাদ দিয়ে ১৬ জিবি Trancend এর ক্লাস ১০ মেমরি কিনি ১৩০০/১৪০০ দিয়ে । অনেক আশা ছিল । কিন্তু এখন এই অ্যাপ বলতেছে আমার নাকি Karnel সাপোর্ট করে না , Swap সাপোর্ট করে না । আমি Sympony W90 তে ব্যবহার করে বলদ হয়েছি । এর পর এক বড় ভাইয়ের Samsung Grand এও ট্রাই করে বিফল হই । ওই ভাইয়া বলল, এটা আশলে সাপোর্ট করে না ম্যাক্সিমাম মোবাইল এ ।

তবে এই অ্যাপ এর Developer অন্য একটা ফ্রি অ্যাপ বানিয়েছেন টেস্ট করার জন্য যে আপনার ফোন এ সাপোর্ট করবে কিনা এটা জানতে । ওটা ট্রাই করে দেখুন আগে ।

ধন্যবাদ

Level 0

samsung 8 gb memory card a hobe naki ..

plz akto janaben

Level 0

symphony w20 te hobe vai root