খুব সহজেই বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram!! ২.৫ জিবি পর্যন্ত!!
কি অবাক হলেন?? অবাক হওয়ার কিছুই নেই! আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর Ram বাড়াতে পারবেন ! এবং খেলতে পারবেন দারুণ সব বড় বড় গেমস এবং কাজ করতে পারবেন আরোও অনেক দ্রুত গতিতে!!
কথা না বাড়িয়ে কাজে চলে আসি।
আপনার যা যা লাগবে :
১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।
২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড (নুন্যতম 8MBPS স্হপিড ওয়া উচিত)
৩) Ram Expander.
প্রথমে এইখান থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন! গুগল প্লেতে মুল্য মাত্র $9.12
এবার এপটি ইন্সটল করে অপেন করলে নিচের ছবির মতো দেখতে পাবেন।
এখন আপনার মেমোরি কার্ড যদি ৪জিবি হয় তবে সর্বচ্চ ৫১২ আর ৮জিবি হলে সর্বচ্চ ৮৫০ সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন।
দেখবেন একটি সোয়াপ ফাইল তৈরি শুরু হবে। কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। আর সোয়াপিনেস আপনি ০ থেকে ১০০ যেকোন মান ব্যবহার করতে পারেন। ০ দিলে ভার্চুয়াল মেমরি/রেম ব্যবহার করবে না! আর যত বাড়াবেন ততবেশী ব্যবহার বাড়বে। আমি ৫০ বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি।
সোয়াপ ফাইল তৈরি হলে আপনার ভার্চুয়াল রেম বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত রেম হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে। বাস্ কাজ শেষ। আমি আমার Symphony w10 এ ব্যবহার করছি। এবং সর্বমোট ১জিবি রেম!!
সতর্কবার্তা :
১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।
২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
৩) এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার।
- প্রতিদিন চমৎকার সব Paid/premium, Apps ডাউনলোড করতে ভিজিট করুন এই জনপ্রিয় সাইট টি
FREE Apk APPS FOR ANDROID- আর প্রতিদিন Paid/premium apps এর তথ্য এবং ডাউনলোড লিংক পেতে অবশ্যই এই ফেইসবুক পেইজ টি লাইক দিয়ে রাখবেন।
Premium Android Apps On Facebook
আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it
কাজের টিউন, ধন্যবাদ।