FaceBook Home for android (4.0 to up)

জানি আপনারা সবাই ভালোই আছেন। আমার আগে এই পোস্ট ২ বার হয়সে। আমি ৩য় বার করলাম।  এখন কাজের কথা শুনুন।

বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলাম ফেসবুক হোম টা আমার সিম্ফোনি w90 তে ব্যবহার করার জন্য। আমি ডাউনলোড করলা কিন্ত ফেসবুক হম শুধু US জন্য । কিন্ত আমরা বাঙ্গালী। ফেসবুকের বাঁধা ভেঙ্গে দিয়ে আমরা বাংলাদেশে ফেসবুক হোম ব্যবহার করবো। শুধু বাংলাদেশে করবো তাই না যে কোনো এন্ড্রয়েড ডিভাইসে ফেসবুক হোম ব্যবহার করবো।

বাঙ্গালীদের কেউ কখনো রুখতে পারে নাই। আর ফেসবুক রুখবে কিভাবে? আমরা হলাম বাঁধ ভাঙ্গা বাঙ্গালী।

আসুন কিভাবে করবো তাই দেখি।

প্রথমে এই তিন টি ফাইল ডাউনলোড করে নিন।

১- com.facebook.katana ( এটা ফেসবুক অ্যাপ )

২- com.facebook.home ( এটা ফেসবুক হোম অ্যাপ )

3- com.facebook.orca ( এটা ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ )

এইবার আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার, ফেসবুক হোম রিমোভ করে নিন। ( যদি ইন্সটল করা থাকে )

সিরিয়াল মত এখন ইন্সটল করুন

১- com.facebook.katana ( এটা ফেসবুক অ্যাপ )

২- com.facebook.home ( এটা ফেসবুক হোম অ্যাপ )

3- com.facebook.orca ( এটা ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ )

এখন আপনার মোবাইলের মেনু তে ঢুকে ফেসবুক হোম ওপেন করুন। ১০ সেকেন্ড অপেক্ষার পর দেখবেন ফেসবুক অ্যাপ ওপেন হয়েছে এবং লগিন এর জন্য আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন হওয়ার পর লোড হওয়ার জন্য সময় দিন। লোড হওয়ার পর দেখবেন আপনাকে দেখাচ্ছে যে আর এক ধাপ আছে ফেসবুক হোম ইন্সটলের জন্য। নিচে ফিনিস সেটাপ লিখা আছে ওইটাতে ক্লিক করুন।

ব্যস আপনার মোবাইলে ফেসবুক হোম চলছে।

আশা করি আপনারা সবাই করতে পেরেছেন। কোন সমস্যা হলে বলবেন

আমার ফেসবুক হম পিকচার - 6 pic ..

আমি ফেসবুক  Galib Qurihsi

Level 0

আমি galib32। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ফেসবুক হোম জিনিস টা কি বুঝিয়ে বলেন

ভাই, গ্যালাক্সি পকেটে (Android 2.3.6) তো ২ নম্বরটা মানে হোমটা ইনস্টল হয় না। কোন বুদ্ধি থাকলে দেন।

Vai amr canvas 2 ph e fb system app remove korte paru na ki korum..unroot ph e tips den plz

Level 0

FaceBook Home for any android . ভাই এই যে লিখলেন, এইটার মানে কি? আমি ত হাজার চেষ্টা করে ও আমার GALAXY Y এ এটা সেটআপ করতে পারলাম না। তাহলে ANY ANDROID লিখার মানে কি। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। এইটারে আর তিতা বানাইয়েন না।

FaceBook Home er shubidha ki ki???

Level 0

Facebook Home holo facebook er new apps … ai ta android ice cream sandwich aa cholebee…

https://www.facebook.com/home

ai website ta dekle clr hoyee jaben Facebook Home apps ta..

Help me plz, Amar Set e play store kaj korche na . Bar bar connection timed out dekai ke je kori…..

Wow boss its working on my w70 . But share button koi? Shudhu like r coment button