বাংলাদেশী ওষুধের উপর প্রথম এনড্রয়েড এপস: জিলস ড্রাগস কনজিউমার এডিশন সবার জন্য উন্মুক্ত!!

জিলস ড্রাগ ডেটাবেজের এই টিউনে সবার আগ্রহের কারণে এর কনজিউমার ভার্সন তৈরী করা হয়েছে। কনজিউমার ভার্সনটির মাধ্যমে রোগী, ফার্মেসীর দোকানদার, ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ও অন্যন্য সাধারণ ব্যবহারকারীগণ ওষুধের নাম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। যেমনঃ ওষুধের জেনেরিক নাম, প্রস্তুত কারক কোম্পানী ও ওষুধের দাম (৮,০০০ এর বেশী ওষুধের দাম দেয়া  আছে)

ডেটাবেজে মোট ওষুধ রয়েছে ৩৩,০০০+। বাংলাদেশে এর আগে এতবেশী ওষুধ নিয়ে কোন সফটওয়্যার তৈরী হয়েছে বলে আমার জানা নেই। মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের তথ্যই এখানে মিলবে। এটি বাংলাদেশের ওষুধের উপর নির্মিত প্রথম এনড্রয়েড অ্যাপস। সবচেয়ে বড় কথা অ্যাপসটি অফলাইন অর্থাৎ ব্যবহারের জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

ব্যবহার প্রণালীঃ

1. অ্যাপসটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে

2. অ্যাপসটি মোবাইলে ইন্সটল করুন। এটি ইন্টারনাল মেমরীতে 11MB+ জায়গা নেবে।

3. অ্যাপটি ১০০% অফলাইন অর্থাৎ কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। প্রথমবার আপনি যখন অ্যাপটি চালু করবেন তখন এটি এর নিজস্ব ডেটাবেজ এক্সট্রাক্ট করা শুরু করবে ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কিছু সময় লাগবে। আপনার মোবাইলের প্রসেসরে উপর নির্ভর করবে কত দ্রুত ডেটাবেজ এক্সট্রাক্ট কম্পলিট হবে। সার্চবারে ”Zymet” টাইপ করুন। যখন Zymet পাবেন তখন বুঝবেন আপনার মোবাইলে ডেটাবেজ পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে গেছে। না পেলে কিছুক্ষণ অপেক্ষা করে ডেটাবেজ লোড হতে দিন।

4. আপনি ডাক্তার হলে জিলস ড্রাগ এর ডক্টরস এডিশনের জন্য আবেদন করতে পারেন। এই এডিশনে ওষুধের ব্যবহার ও ক্লাস সম্পর্কে তথ্য দেয়া আছে। বিস্তারিত এই টিউনে দেখুন

দুটো ভার্সনের পার্থক্যঃ

লাইসেন্সঃ

জিলস ড্রাগ কনজিউমার এডিশন একটি ফ্রিওয়্যার। এটি বিনামূল্যে বিতরণযোগ্য। আপনি ইচ্ছে করলে এটি অন্য সাইটে আপলোড বা অন্য কাউকে শেয়ার করতে পারবেন। এটির বিতরণের উপর কোন প্রকার নিষেধাজ্ঞা নেই।

ভাল থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।

 

জিলস ড্রাগ ফেসবুক সাপোর্ট পেজঃ

http://www.facebook.com/ZilsDrugDatabase
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ।।।।

শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানানোর দেবার জন্যই log in করলাম।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা app তৈরি এবং share করার জন্য।

নেট মাস্টার ভাই আপনার এই সন্দুর এপসটি আসলেই অনেকের কাজে আসবে। আশা করি এর উন্নত ভার্সন আমরা সামনে পাবো। আমি যদিও প্রোগ্রামিং বা এন্ড্রয়েড এপস বানানো সম্পর্কে কোন রকম জ্ঞান নেই তবোও এই এপস উন্নয়নের জন্য কোন সাহায্যের প্রয়োজন হলে আওয়াজ দিয়েন।

নেট মাস্টার ভাই আমি সফটও্যার টি সেটআপ করেছি। কিন্তু সার্চে ”Zymet” টাইপ করলে আসে না। তবে এল সিরিয়াল পর্যন্ত দেখাচ্ছে। আর আপনার দেওয়া AB1 এর বিস্তারিত তথ্যের মধ্যে শুধু generic name, Manufacturer, price দেখাচ্ছে। বাকি গুলি দেখাচ্ছে না। দয়া করে সমস্যার সমাধান দিবেন।

    @শাওন: কিছুক্ষণ অপেক্ষা করুন। এর 11 MB ডেটাবেজ মোবাইলে ইন্সটল হতে সময় নেয়, তবে একবার ইন্সটল হলে আর কোন ঝামেলা করবেনা।
    generic name, Manufacturer, price নিয়ে তৈরী হয়েছে কনজিউমার এডিশন, বাকীগুলো রয়েছে ডক্টরস এডিশনে।
    স্ক্রিণশটটা ডক্টরস এডিশনের জন্য কনফিউশনে পড়েছেন। আমি আপডেট করে দেব।
    আশা করছি এতক্ষণে Zymet সমস্যার সমাধান হয়ে গেছে। না হলে L,M,N,O….Z টাইপ করে চেক করুন সব ঠিক ঠাক আছে কি না।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

Level 0

ভালো প্রচেষ্টা, আপনাকে স্বাগত জানাই।
আর একটু ভাল হত যদি প্রয়োজনীয় ঔষধের দাম সমেত লিস্ট .pdf দিতেন, তাহলে অনেক মানুষের উপকার হত।
সবার তো এনড্রয়েড ফোন নেই। দাম জেনে গরীব মানুষ প্রয়োজনীয় ঔষধ কিনতে পরত।এই এক জায়গায় সাধারণ মানুষ ঠকে যায়।
উদাহরণ:-
জ্বরের ঔষধ = প্যারাসিটামল
জ্বরের যত ঔষধ তার নাম — দাম
১/
২ /
৩/

বোঝাতে পারলাম কিনা জানি না, আমি তো ডাক্তার নই, ধন্যবাদ।

    @abdul: স্বাগতম! আপনি যা চাচ্ছেন তা গুগলে খোজাখুজি করলেই পেয়ে যাবেন।

amio just Ekta Thank you bolar jonno log in korlam…

ভাই আমাদের তো এনড্রয়েড নেই তাই যদি পিছিতে ব্যাবহারের ভার্সন দিতেন তবে আমাদের উপকার হত।

blue stacks use kore pc te use korte parben @Amir Hossain

    @Mushfiqur Farabiz< ভাই আমার কাছে তো blue stacks নেই দয়া করে সাহায্য করেন ।

নাপা লিখসি ১ ta আসলো ৫ টা….কোনটা অসল নাপা? @dev….choto manush bujhte partesi na…bujhaye bolle khushi hobo….r app er download size ta khubi choto tar jonno arek bar thanks…

    @Mushfiqur Farabiz: সবগুলাই আসল। একটা অষুধের অনেক ফর্ম থাকে, যেমন নাপা ট্যাবলেট, সিরাপ, সাপোজেটরী ইত্যাদি। ফর্মগুলো আলাদা করে এসেছে বলেই লিস্টে কয়েকটা দেখেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

google e search den dekhen 1st link ei blue stacks er official page ase…oita te jeye windows version ta download kore then…install koren…r install er shomoy mone hoy net lage…@Amir Hossian

যাক,ডক্টরস এডিশন সবার জন্য রিলিজ করেননি জেনে ভাল লাগল।এতে অপব্যবহার অনেক কমল।আচ্ছা ডক্টরস এডিশনে আর কি কি বেশি আছে যা মানুষ অপব্যবহার করতে পারে?

Level 0

Netmaster vai Apanar ai alur consumer edition app dia sudu generic name r dam dia puplic alu korbo jodi na jane medicine er bebohar. techtunes holo sobar jonoo apnar doctor vaider doctor site khoijja vahir koren aikhane ken post korcen? ata to technologyr site.

    @net_pagla: 140 জন ডাক্তার এখন পর্যন্ত পাওয়া গেছে টেকটিউনস থেকে। কনজিউমারদের যা কাজ তার উপর নির্ভর করে কনজুমার ভার্সন বানানো হয়েছে। কোন অষুধের কি ব্যবহার তা শিখতে হলে লেনজ কিনে পড়ার পরামর্শ থাকল। এই টুলটি হল প্রফেশনাল কাজের জন্য, কোনকিছু শেখানোর জন্য নয়।

Level 0

netmaster vai.. kisu bolar nai likhe moner vabta porapori prokas korte partecina. kisu r bolar nai. vhalo thakben.

Level 0

thanks

Level 2

Thanks!

ভালো প্রচেষ্টা, আপনাদেরকে ধন্যবাদ জানাই।
সাথে আর একটা অনুরোধ, আপনারা এমন একটা অ্যাপস তৈরি করুন যাতে বাংলাদেশের সকল পাস করা ডাক্তারদের ডাটাবেজ থাকবে, মানে ভুয়া ডাক্তার ছাড়া। তারা কে কোন বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কিকি ডিগ্রী আছে ইত্যাদি। এবং ডাক্তারদের প্রেকটিস শুরু করার আগে যে অফিস থেকে নিবন্ধিত হতে হয় তাদের ওয়েব সাইটে থেকে যাতে নতুন ডাক্তার নাম ও ডিগ্রী সহ সকল তথ্য আপডেট নিতে পারে। এতে করে ভূয়া ডাক্তারদের দ্বারা প্রতারিত হবার সম্ভবনা কমে যাবে। বর্তমানে স্মার্টফোন অনেকের হাতেই আছে, তাই স্মার্টফোনের জন্য এরম একটি অ্যাপস খুবই জরুরী। আশাকরি জনস্বার্থে আপনারা এরকম একটা অ্যাপস তৈরী করবেন।
আবারও আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য।

    @মাসুদুর রহমান: আপনি যা চাচ্ছেন তা এই ওয়েবে পাবেনঃ http://bmdc.org.bd/?page_id=383

      @নেট মাস্টার: ধন্যবাদ আপনাকে লিংকটি শেয়ার করার জন্য। যদি সম্ভব হয় সম্ভব হয় তাহলে একটা অ্যাপস আপনাদের কাছে দাবী রইল। অ্যাপস যদি কারো স্মার্টফোনে ইনস্টল থাকে তাহলে কোন ডাক্তারের চেম্বারে গিয়ে বা চেম্বারে যাবার আগেই তার নাম দিয়ে সার্স দিলেই আসল ডাক্তার কিনা তা জানা যাবে এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। এতে মনে হয় অনেকেরই উপকার হবে।

Level 0

দারুন একটা জিনিস শেয়ার করলেন ভাই। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনার এই ডাটাবেজ সম্ভবত ২০১৩ এতে করা হয়েছিল। কিন্তু এখন ২০১৪। পণ্যের দামও অনেক বেড়েছে। তাহলে নতুন বর্ধিত দাম এডিট করার উপায় কী?