[ শুধুমাত্র ডাক্তারদের জন্য]
উন্নত বিশ্বের ডাক্তারদের জন্য কত এপস মার্কেটে! বহুদিন ধরে ফিল করছিলাম দেশী ওষুধের উপর সার্চেবল অফলাইন একটি এপসের। মার্কেটে এধরেণের কোন এপস না পেয়ে শেষে নিজেই বানাতে বসলাম। কোডিং শিখলাম, এনড্রয়েড SDK নিয়ে খাটা খাটুনী করে শেষে বানিয়ে ফেলেছি একটি ড্রাগ ডেটাবেজ
এই এপসটিতে 33,000 (তেত্রিশ হাজার) এর উপরে ওষুধের ডিটেইলস রয়েছে। অর্থাৎ বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের বিবরণ মিলবে এই এপসটিতে। যেমন Napa লিখে সার্চ দিলে এপসটি দেখাবে ওষুধের জেনেরিক নাম, কোন রোগে ব্যবহৃত হয়, ওষুধের ক্লাস, ডোস ফর্ম প্রস্তুতকারক কোন কোম্পানী এবং ওষুধের দাম।
এপসটির মাধ্যমে ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টরা হাতেই মুঠোতেই পেয়ে যাবে সব ওষুধের বৃত্তান্ত সেটাও অফলাইনে অর্থাৎ বিনা ইন্টারনেট কানেকশনে!
অ্যাপটির দুটো ভার্সন তৈরী করা হয়েছে। একটি কনজুমার ভার্সন, যেটি যেকেউ ডাউনলোড করতে পারবেন এই টিউন থেকে, আরেকটি ডক্টরস এডিশন যেটি শুধুমাত্র মেডিকেল/ডেন্টাল স্টুডেন্ট ও ডাক্তারদের জন্য।
শুধুমাত্র ডাক্তার, মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্টরা জিল সফটের অফিসিয়াল পেজে https://www.facebook.com/ZilsDrugDatabase অ্যাপ পাবার জন্য আবেদন জানান। আপনার প্রোফাইল ভেরিফিকেশন করে আপনাকে মেডিকেল প্রফেশনাল মনেহলে অ্যাপটি সরাসরি পেয়ে যাবেন। (দ্রুত প্রক্রিয়া)
অথবা,
নিচের ফর্মটি পূরনের মাধ্যমে এই অ্যাপসটি বিনামূল্যে পাবার জন্য আবেদন করতে পারবেন। ফর্মে মেডিকেল/ডেন্টাল/ সম্পর্কীত কিছু প্রশ্ন থাকবে এটা যাচাই করবার জন্য যে আপনি প্রকৃত ডাক্তার/মেডিকেল/ডেন্টাল/ স্টুডেন্ট কি না। উত্তরগুলো সঠিক হলেই মেইলযোগে পেয়ে যাবেন জিলস ড্রাগ ডেটাবেসের APK ফাইল। (ধীর প্রক্রিয়া)
বা,
Zils Drug Database এর অফিসিয়াল ইনফো ব্লগ
ভাল থাকুন সুস্থ থাকুন
-- নেট মাস্টার।
(যারা ফর্মে আবেদন করেছেন এবং সব প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পেরেছেন তারা দয়া করে মেইল চেক করুন। যাদের উত্তর ভুল ছিল তারা মেইল পাবেননা।) - ধন্যবাদ।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে। আমাদের খু-উ-ব কাজে লাগবে। কিছু টাকার বিনিময়েও এই apps পেতে রাজি আছি।