বাংলাদেশী ওষুধের উপর প্রথম এনড্রয়েড এপসটি শেয়ার করছি টেকটিউনসে [শুধুমাত্র ডাক্তারদের জন্য]

[ শুধুমাত্র ডাক্তারদের জন্য]

উন্নত বিশ্বের ডাক্তারদের জন্য কত এপস মার্কেটে! বহুদিন ধরে ফিল করছিলাম দেশী ওষুধের উপর সার্চেবল অফলাইন একটি এপসের। মার্কেটে এধরেণের কোন এপস না পেয়ে শেষে নিজেই বানাতে বসলাম। কোডিং শিখলাম, এনড্রয়েড SDK নিয়ে খাটা খাটুনী করে শেষে বানিয়ে ফেলেছি একটি ড্রাগ ডেটাবেজ

এই এপসটিতে 33,000 (তেত্রিশ হাজার) এর উপরে ওষুধের ডিটেইলস রয়েছে। অর্থাৎ বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের বিবরণ মিলবে এই এপসটিতে। যেমন Napa লিখে সার্চ দিলে এপসটি দেখাবে ওষুধের জেনেরিক নাম, কোন রোগে ব্যবহৃত হয়, ওষুধের ক্লাস, ডোস ফর্ম প্রস্তুতকারক কোন কোম্পানী এবং ওষুধের দাম।


এপসটির মাধ্যমে ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টরা হাতেই মুঠোতেই পেয়ে যাবে সব ওষুধের বৃত্তান্ত সেটাও অফলাইনে অর্থাৎ বিনা ইন্টারনেট কানেকশনে!

অ্যাপটির দুটো ভার্সন তৈরী করা হয়েছে। একটি কনজুমার ভার্সন, যেটি যেকেউ ডাউনলোড করতে পারবেন এই টিউন থেকে, আরেকটি ডক্টরস এডিশন যেটি শুধুমাত্র মেডিকেল/ডেন্টাল স্টুডেন্ট ও ডাক্তারদের জন্য।

শুধুমাত্র ডাক্তার, মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্টরা জিল সফটের অফিসিয়াল পেজে https://www.facebook.com/ZilsDrugDatabase অ্যাপ পাবার জন্য আবেদন জানান। আপনার প্রোফাইল ভেরিফিকেশন করে আপনাকে মেডিকেল প্রফেশনাল মনেহলে অ্যাপটি সরাসরি পেয়ে যাবেন। (দ্রুত প্রক্রিয়া)

অথবা,

নিচের ফর্মটি পূরনের মাধ্যমে এই অ্যাপসটি বিনামূল্যে পাবার জন্য আবেদন করতে পারবেন। ফর্মে মেডিকেল/ডেন্টাল/ সম্পর্কীত কিছু প্রশ্ন থাকবে এটা যাচাই করবার জন্য যে আপনি প্রকৃত ডাক্তার/মেডিকেল/ডেন্টাল/ স্টুডেন্ট কি না। উত্তরগুলো সঠিক হলেই মেইলযোগে পেয়ে যাবেন জিলস ড্রাগ ডেটাবেসের APK ফাইল। (ধীর প্রক্রিয়া)

অ্যাপসের জন্য আবেদন করুন এই গুগল স্প্রেডশীটে

বা,

ফেসবুকে

Zils Drug Database এর অফিসিয়াল ইনফো ব্লগ

ভাল থাকুন সুস্থ থাকুন

-- নেট মাস্টার।

(যারা ফর্মে আবেদন করেছেন এবং সব প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পেরেছেন তারা দয়া করে মেইল চেক করুন। যাদের উত্তর ভুল ছিল তারা মেইল পাবেননা।) - ধন্যবাদ।
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে। আমাদের খু-উ-ব কাজে লাগবে। কিছু টাকার বিনিময়েও এই apps পেতে রাজি আছি।

@অক্ষর: কোন টাক পয়সাই আমি নেবনা। এটি আমার পক্ষ থেকে বাংলাদেশের চিকিৎসকদের জন্য উপহার!! আপনি ডাক্তার/ডেন্টিস্ট/ফামেসিস্ট হলে বিনামূল্যেই পেয়ে যাবেন। ফর্ম ফিলাপ করে পাঠিয়ে দিন।

    @নেট মাস্টার: ফরম ফিলাপ করেছি। তবে ‘OSPE'”-এর অর্থ সঠিক হয়েছে কিনা জানিনা। ওটা ভুল হলেও apps টা please পাঠাবেন

ভাই এই এ্যাপটি কি এমনিতে পাওয়া যাবে না ? প্লিজ আমাকে আমার ইমেইলে যদি কেউ এই এ্যাপটি সেন্ড করে দিতে পারতেন অনেক উপকৃত হতাম।
email : [email protected]

    @এলিন: এপসটি ডাক্তারীবিদ্যার অনেক সেনসিটিভ ইনফরমেশন ক্যারি করে বিশেষত ওষুধ সম্পর্কে। তাই এর ব্যবহারের উপর কিছুটা বিধিনিষেধ আরোপ করেছি। শুধুমাত্র মেডিকেল/ডেন্টাল/ফার্মেসীর স্টুডেন্টরা এটা ব্যবহার করতে পারবেন, তাদের প্রফেশনাল প্রয়োজনে। আশা করছি লজিকটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      @নেট মাস্টার: ঠিক আছে। সমস্যা নাই। আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ সুন্দর করে রিপ্লাই করার জন্য। 🙂

বহুদিন পর আপনার টিউন পাইলাম (সত্যিই আপনার টিউন গুলো অনেক কাজের)

Level 0

এপস টা সবার জন্য ঊন্মুক্ত করা উচিত। যে ব্যাবহার করবে তার নিজ দায়িত্বে করবে।

    @জনী: বিষয়টি বিবেচনা করে রাখব। তবে এপসটি শেয়ারের আগে আমি বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছি, তারা সবাই পাবলিকলি শেয়ারের বিপক্ষে মতামত দিয়েছেন। এর কিছু কাস্টমাইজেশন করে সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা ভার্সন তৈরীর পরিকল্পনা রয়েছে।

      Level New

      @নেট মাস্টার: Apps share na korle tune koren kan? amon vab koren jano ekhane shobai murkho. karo nunnotomo shadharon gan nai. apps dekhe oshudh khey felbe. ajaira foul chinta vabna. a dhoroner tune kora theke pls biroto thaken.

        @adil647: টিউনের টাইটেলেই বলা হয়েছে “ডাক্তার/ডেন্টিস্ট/ফার্মসীস্টদের জন্য”। টিউনের শুরুতেই বলা হয়েছে “[ হেল্থকেয়ার প্রফেশনালদের জন্য]”
        সুতরাং টাইটেল দেখেও আপনি যদি চলে আসেন তো আমি কি করতে পারি? আর এপসটির ডেভলোপার হিসাবে এটাকে ফ্রি তে দেব, পেইড হিসাবে দেব, নাকি GPL লাইসেন্সের আওতায় দেব তা পুরোপুরি নির্ভর করছে আমার উপর। অ্যাপস কোন লাইসেন্সের আওতায় দেয়া হবে সে ব্যাপারে আপনি বলছেন কোন লজিকে? আপনি কি এর ডেভলোপার?

        আমার অ্যাপস ফ্রি, যদিও এই অ্যাপস বিক্রি করা সম্ভব কারণ বাজারে এর চাহিদা রয়েছে। আমি কোন বেচা বিক্রি করে পয়সা নিতে চাইনা, যাদের প্রয়োজন মাথায় রেকে বানিয়েছে তাদের শেয়ার করছি। ধন্যবাদ।

অ্যাপস পাঠানো শুরু হয়েছে। যারা সঠিকভাবে আবেদনপত্র পূরন করতে পেরেছেন সবাইকে মেইলে অ্যাটাচমেন্টে APK ফাইল পাঠানো শুরু হয়েছে। দয়া করে মেইল চেক করুন। যাদের কোন উত্তর ভুল হয়েচে তাদের মেইল পাঠানো হয়নি।

দয়া করে ডাক্তার/ডেন্টিস্ট/ফার্মেসীর স্টুডেন্ট না হলে অ্যাপসটির জন্য আবেদন করবেন না।

App পাঠানোর জন্য আবারো ধন্যবাদ। ব্যবহার করে feedback জানাবো।

Vai, Apnar tune er jonno dhonnobad. Ami kono medical student noi. Ami just akta fermesi ase, but ami bosi na. Ar akjon ata chalai. Aps ti pele amar kub upokar hoto. Plz plz vaiya. My email id **[email protected]**

Level 2

Ami form fillup koresi. [email protected]
Ans na holeo reply koren.

Level 0

Thank you for this application….i’ve filled the form. Hope i’ll get the apps very soon. Onekei deklam apps use korte cae. but apnak donnobad appsta sobar jonno open na korate. Ai info eto available hole tratment nie onk confusion create hoto……

    @lenins: আপনার বিবেচিত ও সদূরপ্রসারী মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার উত্তরগুলো সঠিক/ভুল হয়ে থাকলে ইতিমধ্যেই মেইল পেয়ে গেছেন।

ধন্যবাদ আপনার টিউনটির জন্য। বেশকিছু দিন আগে আমার এক ফার্মাসিস্ট বন্ধু অফলাইনে ব্যাবহার করা যায় pharmachy নিয়ে এইরকম একটি অ্যাপ আমার নিকট চেয়েছিল।আপনার অ্যাপটি ওকে দিতে পারলে নিশ্চিত রুপে উপকার হতো। যদি সম্ভব হয় তাহলে আমাকে একটি এপিকে ফাইল পাঠাবেন। কথা দিচ্ছি পাবলিকলি ডিট্রিবিউট করব না। আর না পাঠালেও সেটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা.আপনার কাজের জন্য শুভ কামনা রইলো 🙂 [email protected]

    @Ahmed Mohammad Rasel: অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধুর সহায়তা নিয়ে ফর্মটি পূরণ করে ফেলুন, প্রশ্নগুলোর সঠিক উত্তর তার কাছেই পেয়ে যাবেন। উত্তর সঠিক হলেই অ্যাপসটি বিনামূল্যে পেয়ে যাবেন। এখন পর্যন্ত ফার্মেসীর মাত্র ১ জন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অ্যাপস নিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন। ফার্মেসীর রিকোয়েস্ট সবচেয়ে বেশী, কিন্তু প্রশ্নের উত্তর সবারই ভুল!!

Level 0

ভাই, আপনার এই App কোন মেডিকেল / ডেন্টাল / ফার্মেসির Student পেলে সে এমনিতেই শেয়ার করবে। আমাদেরকে হয়তো তাদের কাছ থেকেই নিতে হবে। আর একটা কথা, জ্ঞান-বিজ্ঞানকে মানুষ ভাল কাজেও ব্যাবহার করতে পারে, খারাপ কাজেও। এটা ব্যাক্তি-বিশেষের উপর নির্ভর করে। যার দরকার সে হয়তো কোন Medical Student এর দ্বারাও ওই ফর্ম পূরণ করিয়ে নিতে পারবে। …… যাই হোক, আপনার তৈরি App, তাই আপনি যা খুশি তাই করতে পারেন। আমি শুধু Real Fact টা লিখলাম।

    @redoceans: হ্যা তা নিতে পারে, তবে যে এত কষ্ট করে নেবে তার জন্য বাহবাহ। আমি অ্যাপসটি বিনামূল্যে দিচ্ছি তবে গণহারে নয়। অ্যাপসটি পেতে হলে কিছু মস্তিস্কগত পরিশ্রম করতেই হবে । যাদের নেবার ইচ্ছে একটু মাথা খাটিয়ে নিক, বুদ্ধির প্রাকটিসটাও হয়ে যাবে সাথে!

@Net master, আমি ফর্ম পূরণ করেছি । আমি CoMC তে I/D. quimp16 এর. pdf version. টা কি কষ্ট করে ম্যানেজ করতে পারবেন. , আমার কাছে 14 pdf টা আর 16 হার্ড কপি আছে । আমার ইমেইল [email protected]

Level 0

@নেট মাস্টার , হাহাহা, ভালই বলেছেন 😀

@ redoceans, ভাই মনে হয় না কেউ লেম্যান দের সাথে এই স্পেশালাইজড এপ টা শেয়ার করে অন্যের ক্ষতির কারণ হয়ে দাড়াবে । কারণ জানেনিতো, অল্প বিদ্যা ভয়ংকরী ।

    @mountain boy: হা হা! আপনি মেইল বক্স চেক করুন। আপনার কাছে মেইল অনেক আগেই চলে গেছে।

আমার মনে হয় জ্ঞান সবার জন্য উন্মুক্ত থাকা উচিত…বিশেষ করে ওষুধ বিষয়ক জ্ঞান… কারন, আজকাল অনেক ওষুধ বিক্রেতা নিজেদের ইচ্ছা মত ওষুধ দেয়…ভুল ওষুধ দেয়…যা সাধারন মানুষের বুঝার কথা না…কই দিন আগের কথা…আমার মায়ের জন্য ওষুধ নিলাম একতা দোকান থেকে…বেশ কিছু দিন পর জানতে পারছি ওষুধ ভুল ছিল…আমার মা এতো দিন ভুল ওষুধ খেয়েছেন… ব্যাপারটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন?
আর তাছাড়া, আপনি এইটা উন্মুক্ত না করে একটা নিষিদ্ধ আগ্রহ সৃষ্টি করছেন, যা আপনার উদ্দেশ্য নয়…

    @রেহান খাঁন: হুম। আপনি ঠিক বলেছেন। আমি পেশেন্টদের জন্য আলাদা একটি ডেটাবেজ তৈরীর কথা ভাবছি। সাধারণ মানুষের জন্য সহজবোধ্য এবং ড্রাগ চেকের অ্যাপস। এটা নিয়ে কিছুদিন ভেবে একটা প্লাটফর্ম তৈরী করতে পারব আশা করছি।

অনেক অনেক ধন্যবাদ। আমি ফর্ম ফিল আপ করেছি। একটা confusing question ছিল। উত্তর ভুল হলে জানাবেন please. [email protected]

আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। অনেকেই না বুঝে নানা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। কিন্তু তারপরেও মনে করি বিদ্যা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। ছুরি কিংবা আমাদের প্রিয় টেকটিউন্স এর কথায় ধরুন। এতে হ্যাকিং বিভাগে এমন কিছু টিউন আছে যার মাধ্যমে যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি করা সম্ভব। কিন্তু তা কিন্তু হচ্ছে না। কারন একই সাথে ওই ব্যাক্তি বা প্রতিষ্ঠান অইসব ব্যাপারে সতর্ক হতে পারছে। তাই বিদ্যা বা নলেজ এসেছে ছড়িয়ে দেবার জন্য, আবদ্ধ রাখার জন্য নয়। তবুও আপ্নাকে অসংখ্য ধন্যবাদ জানায় এই আ্যপটির ডেভেলপ করার জন্য। ভাল থাকবেন।

ভাই আমাকেও শেয়ার করুন [email protected]

apps te sobar jonno unmuktoo korla valo hoy…

Level 0

dear brother,,,,

maybe you don’t believe,but it is really true that i am a medical student…but main problem is that i study in CHINA….so i don’t know the first 2 question…if you don’t believe then you ceeck my facebook [email protected],,,,,,,please send me this application in this [email protected],,,,,,,,,,,,,,if anyone send this then i will be so much happy…..

Bro i m not a medical student but my brother is if u please give me those apps its very kind of u. my id is [email protected]

Level 0

ডাক্তার নই। তবে একটা ঔষুধের ফার্মেসী আছে। এটা নওগাঁতে। যদি পারেন ফাইলটি শেয়ার করবেন, প্লিজ। [email protected]

Level 0

vivajoner proyojon ki? j keo doctor der version upload kore dile ki r bibhajon thakbe?