আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু
সময় এখন অ্যান্ড্রয়েডের, আমরা সবাই এখন স্মার্ট, কারন আমাদের সাথে আছে স্মার্টফোন। স্মার্টফোনগুলো এখন আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে এসে গেছে, আমাদের মধ্যে এখানে অনেকে রয়েছে যারা স্যামসাং, সনি, এইচটিছি, এলজি, মটোরলা ব্যাবহার করছে, আবার অনেকে সিম্ফনি, ওয়ালটন, মাইক্রোম্যাক্স ব্যাবহার করছে। আবার অনেকে রয়েছে যারা এখনও কিনেনি বা কিনবে . . . . .
এবার আসি মূলকথায়।
বাজারে ব্র্যান্ডের মোবাইলের পাশাপাশি দেশি ব্র্যান্ডের (চাইনিজ রিব্র্যান্ড) অনেক মোবাইল রয়েছে, ব্র্যান্ডের পাশাপাশি দেশি ব্র্যান্ডগুলো ভালই চলছে, এবং অনেক চাহিদা রয়েছে। আমার মতে অ্যান্ড্রয়েড আসল মজা পেতে হলে আপনাকে অবশ্যই ব্র্যান্ডের (দাম একটু বেশি) ব্যাবহার করতে হবে। তবে অনেকের বাজেটের মধ্যে থাকেনা যার কারনে দেশি ব্র্যান্ডের মোবাইল ব্যাবহার করতে হয়, (দুধের সাধ ঘোলে মেটানো)।
দেশি ব্র্যান্ডের সুবিধা
# দাম কম, নাগালের মধ্যে, মাত্র ৪.৮হাজার থেকে শুরু।
# অ্যান্ড্রয়েডের সীমিত মজা।
আমি আর কোন সুবিধা দেখি না।
অসুবিধা
# অপেরেটিং সিস্টেম আপডেট, আপনার মোবাইলে যা দেওয়া থাকবে তাই, সবার আপডেট করা যদি হয়ে যায় তারপর আপনার পালা, তাও আপনাকে খুজে বের করতে হবে, কয়েক মাস লাগতে পারে।
# ড্রাইভার সমস্যা, ড্রাইভার আপনাকে খুজে বের করতে হবে, কয়েক মাস পর পেতে পারেন।
# ওয়েব সাপোর্ট, আপনি আপনার সমস্যার কথা বলবেন কিন্তু কোন উত্তর পাবেন না, আপনার প্রশ্ন, প্রশ্নই থেকে যাবে।
# ফোন রুট করা।
# ক্যামেরা, আপনি কখনও ক্যামেরায় সন্তুষ্ট হতে পারবেন না, কেন যারা ব্যাবহার করছে তারাই জানে।
অনেকে এই দেশি ব্র্যান্ডের মোবাইল ব্যাবহার করছে, কেউ সন্তুষ্ট আবার কেউ অসন্তুষ্ট, এখন আপনি পছন্দ করুন কোনটা কিনবেন।
আমি কিন্তু দেশী ব্র্যান্ডের বিরুদ্ধে বলছি না, কারন আমি মনে করি ১০-১২হাজারের বেশি দিয়ে দেশি ব্র্যান্ডের মোবাইল কেনা মানে বোকামি, কারণ এখন ১২হাজার থেকে ব্র্যান্ডের মোবাইলগুলো পাওয়া যায় (যদিও প্রসেসর, রেম, গ্রাফিক্স, ডিসপ্লে একটু কম তারপরও অনেক ভাল)। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে ব্র্যান্ডের মোবাইল কিনবে নাকি দেশী ব্র্যান্ডের মোবাইল, আমি বলতে চাই আপনারা কিছু টাকা বেশী দিয়ে ব্র্যান্ডের মোবাইলগুলো কিনুন।
(বিদ্রঃ জিনিস যেটা ভাল দাম তার একটু বেশী )
সিম্ফনি, ওয়ালটনের বেশ কিছু সমস্যা রয়েছে। আশা করছি আমাদের দেশি ব্র্যান্ডগুলো তাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে, তারা রিব্র্যান্ড না করে নিজেদের ডিজাইনে তৈরি করবে, এবং ভাল মোবাইল আমাদের দিবে। আমাদের যেন নিরাশ না হতে হয়। এবং সবার আগে আমি থাকব।
https://www.facebook.com/easines (my profile)
https://www.facebook.com/onlytrue.es (like this page)
https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@মুহাম্মদ ইয়াসিন ইসলামঃ ভাই আমি symphony 25 ব্যবহার করি।প্রায় ৬ মাস হল।galaxy y এর থেকে মনে করি এটা অনেক ভাল।সামান্য কিছু অসুবিধা ছারা বড় কোন অসুবিধা এটায় নেই।camera ও galaxy থেকে ভাল।আমার মনে হয় Brand এর থেকেও China ভাল করছে।Android এ China/ brand এগুলা ধরা উচিত না।