আপ-কামিং Walton Primo X1 [Quad-Core] এর তথ্যাদি (রি-ব্রান্ডিং সংক্রান্ত)

সুপ্রিয় টিউনারগণ, ওয়ালটনের প্রিমো সিরিজের জনপ্রিয়তা লাভের পর ওয়ালটন এন্ড্রয়েড প্রেমীদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করার জন্য কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ এবং ৫.৩'' ডিসপ্লে বিশিষ্ট ওয়ালটনের প্রথম ফ্যাবলেট Walton Primo N1 প্রদর্শন করে।যদিও এটি এখনও ওয়ালটনের আপ-কামিং ডিভাইস লিস্টে রয়েছে।এই ফ্যাবলেটের রিলিজ না হওয়ার আগেই ওয়ালটন ঘোষণা দিল কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ তাদের নতুন আপ-কামিং এন্ড্রয়েড ডিভাইসের।আর সেটি হচ্ছে Walton Primo X1

বরাবরের মতই, ওয়ালটনের এই হ্যান্ডসেটটি ও চাইনিজ একটি ব্রান্ডের রি-ব্রান্ডিং করা। Walton Primo X1 মূলত চাইনিজ মোবাইল Gionee Dream D1 এর রি-ব্রান্ডিং করা।তাহলে আসুন দেখে নেই এর রি-ব্রান্ডিং সর্ম্পকিত কিছু তথ্যাদি।

মূল প্রস্তুতকারক দেশঃ চায়না
ব্রান্ডের নামঃ Gionee
মডেল নং: Dream D1 / GN878

স্পেসিফিকেশনঃ

এর আরও ফিচারস

ছবিসমূহঃ

এর ৮ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবিঃ

নরমাল মুডঃ

HDR মুডঃ

বেঞ্চমার্ক (সিস্টেম ইনফো):

এছাড়া Gionee Dream D1 রিভিউ পড়তে এখানে ক্লিক করুনঃ Gionee Dream D1

রি-ব্রান্ডিং করা দেশ ও মোবাইল ব্রান্ড

দেশঃ বাংলাদেশ
ব্রান্ডঃ Walton
মডেল নং: Primo X1
সাইটের লিংকঃ Walton Primo X1

ছবিসমূহঃ

Enjoy up to 60% DISCOUNT on pre-order !!!

Walton Primo X1 will be available for experience & pre-order at WALTON PLAZA (Bashundhara City) from 12th April and CTG (517/533, Dewan Hat (Noor Tower), Sheikh Mujib Road) from 14th April. and will be released on the mid of May (approximately)

এই হল ওয়ালটনের আপ-কামিং কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ নতুন এন্ড্রয়েড হ্যান্ডসেট Walton Primo X1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত তথ্যাদি।এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন রি-ব্রান্ডিং তথ্যাদি পেলে অবশ্যই শেয়ার করব।

ধন্যবাদ

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi secondary camera to mane hoy 2 mp.

প্রিমোর চার্জের অবস্থা খুবই খারাপ

    Level 0

    @imran ahmed:
    vai primo kon model apnar …android phone pray sobguloi charge er obostha kharap

Level 0

ভাই একটা জিনিসের উত্তর দেন … রি ব্রান্ডিং টা কি … যে কম্পানি মুল তৈরি করে ওইটাই অন্য কম্পানি সাপ্লাই দেয় …নাকি নিজেরাও পরিবরতন করে নেয় … আর এক্স ১ এর ফ্রন্ট ক্যামেরা ২ মেগা পিক্সেল এতার তো দেখি ১

Level 0

এইটার সাথে X1 এর কিছুটা পার্থক্য আছে। যাই হোক I hope X1 is the best rebanding mobile set in bangladesh. Hopefully i will buy it. It’s really very nice set, specially specification. টিউনার ভাই, Benchmark কিভাবে বের করতে হয় একটু বলবেন কি?

Symphony W125 সেটের দাম ১৪৯৯০ টাকা… আর আমার জানা মতে বর্তমানে কম দামের সব থেকে ভাল স্মার্ট ফোন এটি… সুতর্রং মার্কেট নিজের অনুকূলে নেয়ার জন্য Walton কে কাছাকাছি মূল্যে Walton X1 দিতে হবে… যেহেতু দুইটোই একই ব্রান্ডের রি-ব্রান্ডিং করা সেট… আর Symphony W125 থেকে Walton X1 যেহেতু আপডেট মডেল সেহেতু কিছুটা বেশি মূল্য ধরে ১৫০০০-১৬০০০ টাকায় মার্কেটে আনতে হবে… নয়তো আমাদের মত অল্প আয়ের মানুষ শুধু ভাল একটি সেটের স্বপ্নই দেখে যাবে আর কেনা হবে না… সেক্ষেত্রে Walton এর সেটও মার্কেট পাবে না… আমি নিজের কথাই বলতে পারি যদি ১৬০০০ টাকার মধ্যে Walton X1 পাই তবে আমি মার্কেটে আসার সাথে সাথেই এটি কিনবো…