সস্তা একটা smartphone কিনতে চাই

আচ্ছা ভাইরা , আমি একটা smartphone কিনতে চাচ্ছি। বাজেট ১০,০০০-১২,০০০. কোনটা ভাল হয় ?primo f1 or primo g1 or symphony explorer w70। ক্যামেরা হতে হবে ৫ মেগাপিক্সেল , HD ভিডিও দেখা যাবে আর দ্রুতগতির internet চালান যাবে। battery backup ভিডিও চালানো অবস্থায় কমপক্ষে ৭-৮ ঘণ্টা হতে হবে। ভাল মানের গেমস খেলা যাবে (temple run, vice city etc)।

Level 0

আমি aasif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিন্তু আমার মতে যদি পারেন বাজেট বাড়িয়ে Xperia P কিনতে পারেন ২১,৫০০. কারণ একবার সেট কিনলে বারবার কেনা হবেনা। তখন আফসোস হবে আরও কিছু বাড়িয়ে নিলে ভাল সেট পেতাম। না পারলে Primo G2 কিনতে পারেন। সেটটা ভালই। ভাইস সিটি মনে হয়না খেলতে পারবেন।

আপনি সেলবাজারে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল খোজার চেষ্টা করেন।

10/12 হাজার টাকায় এর তেকে ভালো কিছু হবে না্

HTC wildfire s kinte paren.but gaming er jonno valona

Level 0

আচ্ছা symphony আর walton এর মধ্যে কোনটার ক্যামেরা কোয়ালিটি ভাল? Primo F1 এর ব্যাটারি ব্যাকআপ কেমন (নেট চালানো/গেম খেলা অবস্থায়) ?