আসসালামু আলাইকুম।
টেকটিউনস এ এটাই আমার প্রথম পোষ্ট । কোন প্রকার ভুলভ্রান্তি হলে দয়াকরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
বিষয়বস্তুঃ
কিভাবে আপনি আপনার প্রিয় এ্যান্ড্রয়েড ফোনটিকে ব্যবহার করে কোন প্রকার মডেম ছাড়া আপনার উইন্ডোজ ৭ বা ৮ এ ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
আমি hTC Sensation 4G এই এ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করছি । অনেক দিন ধরেই চেষ্টা করছি কিভাবে এই সেট থেকে আমার পিসি তে নেট ব্যবহার করবো ।
অনেক ঘাটাঘাটি করার পর অবশেষে গতকাল সফল হয়েছি । তাই যারা আমার মত এই প্রবলেমটি ফেস করছেন তারা এই টিউনটি দেখতে পারেন ।
আপনি আপনার যেকোনো ব্র্যান্ডের এ্যান্ড্রয়েড ফোনের জন্য এই পদ্ধতিটি অনুসরণ করলে আশা করছি সফল হবেন । এবার কাজের কথায় আসি......
যা যা দরকার হবেঃ
(tether .exe - for windows এবং tether.apk - for android ) সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
এবার মুল কাজ শুরুঃ
এই ফাইলগুলো ডাউনলোড হয়ে গেলে আপনার পিসিতে .exe ফাইলটি এবং .apk ফাইলটি আপনার এ্যান্ড্রয়েড ফোন এ ইন্সটল করুন ।
এখানেই কাজ শেষ না । এবার আপনাকে আপনার এ্যান্ড্রয়েড ফোনের driver সফটওয়্যারটিও ডাউনলোড করতে হবে । আপনার ফোনের driver সফটওয়্যারটি
খুজে পেতে এখানে ক্লিক করুন । যদি এই ড্রাইভার আপনার পিসিতে কাজ না করে তাহলে আপনি গুগল এর সরবরাহকৃত ড্রাইভার লিস্ট থেকে আপানার ফোনের জন্য কাঙ্ক্ষিত
ড্রাইভারটি খুজে পেতে পারেন । ড্রাইভার খুজে পেতে এখানে ক্লিক করুন ।
আপনার ড্রাইভারটি ডাউনলোড কারার পর এটিও আপনার পিসিতে ইনস্টল করুন । তারপর পিসিটি একবার রিস্টার্ট করুন ।
এবার আপনার এ্যান্ড্রয়েডকে মডেম বানানোর শেষ চেষ্টাঃ
প্রথমে আপনি আপনার এ্যান্ড্রয়েড ফোন এর setting এ গিয়ে developer option এ যান । সেখান থেকে USB debugging এ চেক বক্সে টিক মার্ক করুন ।
তারপর আপনার ফোনের মোবাইল নেটওয়ার্ক অন করে আপনার ফোনেটিকে কেব্ল এর সাহায্যে পিসির সাথে কানেক্ট করুন ।
এবার আপনি আপনার পিসি থেকে tether এই লোগো টিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন ।
অথবা স্টার্ট মেনুতে tether লিখে সার্চ দিয়ে ক্লিক করে ওপেন করুন । tether সফটওয়্যারটি ওপেন হলে আপনি নিচের মত একটি ছবি দেখতে পাবেন ।
আগের সব ইন্সট্রাকশন ঠিকমতো ফলো করে থাকলে tether এর লাল তীর চিহ্নিত স্টার্ট বাটন এ ক্লিক করুন ।
এবার সব সেটিংস ঠিক থাকলে আপনার ফোনের tether আপস টি স্বয়ংক্রিয় ভাবে চালু হবে । যদি অ্যাপসটি স্বয়ংক্রিয় ভাবে চালু না হয় তবে আপনি মেনু থেকে ওপেন করুন ।
আপনার ফোনের স্ক্রিন এ আপনি দেখতে পাবেন usb tether is not running.
এবার আপনি আপনার ফোনের স্ক্রিন এ একবার টাচ করলেই আপনার ফোনে দেখতে পাবেন নিচের মত একটি ছবি ।
এবং আপনার পিসিতে দেখতে পাবেন এরকম আরেকটি ছবি ।
ব্যাস সব কাজ শেষ । এবার আপনি আপনার পিসি এর যেকোনো ব্রাউজার ওপেন করে নেট ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ।
যদি আমার এই টিউনটি পরে কেউ সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারেন তাহলে কমেন্টস করতে ভুলবেন না যেন ।
আজ এই পর্যন্তই...... সামনে আবার আপনাদের জন্য আরও কিছু এক্সক্লুসিভ পোষ্ট নিয়ে হাজির হব । সবাই ভাল থাকুন প্রযুক্তির সাথেই থাকুন......
আমি নাজমুল ইসলাম স্বপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, This is Nazmul Islam Swapan from Dhaka the capital of Bangladesh. I have completed my graduation from Jahangirnagar University in department of Philosophy. Now I am doing masters from the same department. Besides that I'm a professional web designer and developer. I'm expert in HTML, HTML5, CSS, CSS3, Javascript,...
vai ato khahini korer ki dor ker ato sohoj kaj ta keno ato kotin korcen