কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহ্মতে ভাল আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আমন একটি টিউন যার অপেক্ষায় আপনারা এত দিন ছিলেন। টেকটিউনসে অনেকেই পিসি তে android চালাবার টিউন করেছেন। কিন্তু সেগুলো ছিল সুদু অ্যাপ চালাবার জন্য। আজ আমি আপনাদের শিখাব কিভাবে পিসি তে android সেটআপ দিবেন। ত চলুন শুরু করা যাক।
বিঃদ্রঃ এই টিউন টি দেখে যদি আপনি এই কাজ টি সঠিক ভাবে না করেন তাহলে আপনার হার্ড ডিস্ক এর সমস্ত ফাইল ফরম্যাট হয়ে যাবে।।
প্রয়োজনীয় টুলসঃ
১ android setup disk image.iso(185 mb) ডাউনলোড
২ Power Iso 5.5 full. ডাউনলোড Name: Foyzur Key: BJ2N3-HBKUK-8A7BX-KAK3X-5FL1Z
৩ একটি হার্ড ডিস্ক(যেটাতে উইন্ডোজ ইন্সটল করা নেই) জায়গা লাগবে মিনিমাম ৪(চার)জিবি।(যদি এই ডিস্কে উইন্ডোজ ইন্সটল করা থাকে তাহলে আপনার উইন্ডোজ চলে যাবে)।
৪ একটি পেন ড্রাইভ external sd card তৈরির জন্য।
৫ একটি খালি(blank) ডিস্ক। সিডি হলে চলবে।
ব্যাস! তাহলে শুরু করা যাক।
android iso ডাউনলোড করে নিন। তারপর পাওয়ার আই এস ও ইন্সটল করেনিন। একটি খালি ডিস্ক কম্পিউটারে ঢোকান
তারপর পাওয়ার আই এস ও ইন্সটল করার পর এটি চালু করে open এ ক্লিক করুন তারপর android iso ফাইল টি ওপেন করুন নিচের ছবির মত
তারপর উপরের burn লেখা বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে ফাইল গুলো ক্যাসেটে ঢুকে যাবে। কমপ্লিট হবার পর পিসি restart দিন।
তারপর boot মেনুতে যাবার জন্য কীবোর্ড এর F12(অন্যান্য কম্পিউটারে এই অপশন ভিন্ন হতে পারে) তে চাপ দিতে থাকুন। boot মেনু থেকে বুট ফ্রম cd-rom এ এন্টার চাপুন।
তারপর android x86 নামের একটি সবুজ স্ক্রীন আসবে। এই স্ক্রীন আসার পর চারটি option আসবে।৪ নম্বর option(install android x86 to hard disk) এ এন্টার চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। তারপর আরেক টি স্ক্রীন আসবে। এই স্ক্রীনে আপনাকে বলা হবে কোন জায়গায় android install করবেন। ওখান থেকে আপনার খালি (উইন্ডোজ ছাড়া) হার্ড ডিস্ক সিলেক্ট করেন। এখানে আপনাকে শুধু হার্ড ডিস্ক এর নাম লেখা দেখাবে।
যদি হার্ড ডিস্ক শনাক্ত না করতে পারেন তাহলে একটি ৮ জিবির পেন ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান। তারপর রিস্টার্ট করে F12 তে চাপ দিন।
তারপর এই স্ক্রীনে এসে USB Flash Disk Drive সিলেক্ট করুন। তারপর ফরম্যাট করার জন্য বলবে। যদি আপনার পেন ড্রাইভ ফরম্যাট করা থাকে তাহলে do not format এ চাপ দিন। তা না হলে ফরম্যাট উইথ fat32 এ ক্লিক করুন। তারপর বলবে do you install boot loader GRUB? Yes চাপুন। তারপর 185000 kb ইন্সটল হবার পর বলবে run অথবা reboot করার জন্য। run এ click করুন। ১৮৫ এমবি ইন্সটল এর মাঝে যদি কোন কিছু ইয়েস করার কথা বলে তাহলে নো চাপবেন।
ব্যাস !!!!!!! হয়ে গেল আপনার Android Install তারপর মোবাইল reset করার পর যে ধাপ অনুসরন করতে হয় সেগুলো করবেন।
কাজ হলে কমেন্ট করে জানাবেন। কোন সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ। প্রথমে এখানে প্রকাশিত fck47foyzurbd.tk
আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hm Corom Hoise.