আপনার Symphony w90 কি রুট করার ইচ্ছা আছে? থাকলে আসুন একটু দুস্টুমি করি। দুস্টুমি করতে করতেই রুট হয়ে যাবে।

কোন পোস্ট শুরু করার আগে কি খবর কেমন আছেন বলা টা একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তাই এসব বাদ। আসল আলোচনায় চলে আসি। আজ আমি দেখাবো কি করে আপনি আপনার পছন্দের Symhony 90 সেটটি রুট করবেন।

এখানে ক্লিক করে ড্রাইভার টি ডাউনলোড করুন।

এখানে ক্লিক করে রুটিং সফটওয়ারটি ডাউনলোড করুন।

ডাউনলোডের ঝামেলা চলে গেলো, চলুন এখন শুরু করি কাজের ঝামেলা।  😆

এখন ড্রাইভার টা extract করুন।

আপনার মোবাইলে USB Debugging মোড অন করুন। ( Menu- Settings- Developer Options- Mark USB Debugging mode )

আপনার মোবাইলটি পিসি তে কানেক্ট করুন।

এখন পিসি তে device manager এ গিয়ে আপনার সেট এর ড্রাইভারটি পাইয়ে দেন। ( মাই কম্পিউটার এর উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন, ম্যানেজ এ ক্লিক করুন ,ডিভাইস ম্যানেজার সিলেক্ট করুন, এখানে দেখুন আপনার সিম্ফোনি ডিভাইসটি আছে। এখন আপনার ডিভাইসের নামের উপর ক্লিক করুন, এখন ড্রাইভার আপডেট এ ক্লিক করুন, এখন আপনি যে ড্রাইভার টি ডাউনলোড করে এক্সট্রাক্ট করেছিলেন ওই ফোল্ডারে ঢুকে winusb.inf টি সিলেক্ট করে নেক্সট করুন। আপনার সেট এর জন্য ড্রাইভার ইন্সটল কমপ্লিট।

এখন রুটিং সফটওয়ার টি extract করুন।

এক্সট্রাক্ট করা ফোল্ডারে ঢুকুন।

runme ফাইল টা ওপেন করুন

এখন ১ লিখে এন্টার দিন

এখন আর কত পিসির দিকে তাকিয়ে থাকবেন, একটু আপনার মোবাইলের দিকেও তাকান। দেখেন আপনার মোবাইল আপনার কাছে অনুমতি চাচ্ছে রিস্টোর এর জন্য।  😉

 

তাকে অনুমতি দিন রিস্টোর হওয়ার জন্য।

রিস্টার্ট হওয়ার পর মেনু তে দেখুন SuperSU এপস যোগ হয়েছে।

যাক বাচা গেলো। আপনার সেটটাও রুট হয়েছে।

 

রুট যেহেতু করে দিলাম। তাহলে তো এখন আপনাদের কৃতজ্ঞতা জানানোর পালা। কিভাবে জানাবেন? এখন এরকম একটা সময় যাচ্ছে বুঝলেন, খালি কথায় চিড়া ভিজে না। ঠিক আছে। আমি নিচে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখুন, হয়তো আপনাদের কাজে লেগেও যেতে পারে।

১- বাংলাদেশী এন্ড্রয়েড ফোরাম

২- বাংলাদেশী নিলামে কেনা বেচার সাই

৩- আমার সাইট

এই ৩ টাতে আপনাদের পদধূলি দিয়ে আমাকে বাধিত করবেন।

যদি আরও কিছু করতে চান তাহলে আমার এই ফেসবুক পেজ এ একটা লাইক দিয়ে দেন। বর্ণ২৪

আর কোন সময় যদি কোন কারনে আমার উপর অনেক রাগ উঠে যায়, যদি আপনার মনে হয় আমাকে একটু ধমক দেয়া দরকার তাহলে আমাকে ফেসবুকে পাবেন।

ফেসবুকে আমি

তাহলে আমি বিদায় নেই। আপনারা রুট করেন। আর রুট করার সময় ভয় পাওয়ার দরকার নেই। নির্ভয়ে রুট করুন। আমি ভরসা দিলাম। ১০০% সফল হবেন।

 

 

 

 

Level 0

আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai unroot kora jai naki?

ভাই kingstar t50 কি একই পদ্ধতিতে রুট করা যাবে?

Bhi amar Symphony W30…root korbo kamna jana thakla janayin…..

    Level 0

    @সাদি: আপনি এই টিপস দিয়ে আপনার সিম্ফোনি w ৩০ রুট করতে পারবেন। ধন্যবাদ।

Vai ami HTC Desire X root korte chai….kindly help koren

Level 0

winusb.inf ফাইলটি দেখানো যাচ্ছে না। শুধু ফোল্ডার পর্যন্ত দেখানো যায়। কিভাবে করব?

Level 0

অবশেষে নিচের লিংক অনুসারে রুট করতে পারলাম। সেট যখন পাসওয়ার্ড চাইবে তখন ১১২২ দিতে হবে।
http://shoutfest.blogspot.com/2013/03/how-to-root-your-symphony-w90-android.html

    Level 0

    @mmcbangla: ধন্যবাদ লিঙ্ক টা শেয়ার করার জন্য। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন স্ক্রীনশট গুলো তাহলে দেখতে পাবেন যে আমি যে টিপস দিয়েছি আর আপনি যেই লিঙ্ক দিয়েছেন এই দুইটা অপশন প্রায় একই রকম। শুধু ড্রাইভার টার বেলায় আলাদা।

ধন্যবাদ লিঙ্ক টা শেয়ার করার জন্য।

Level 0

রুট করার পর ওয়ারেন্টি বাতিল হয়ে যায়???

Level New

একটা w90 কিনব কে বিক্রি করবেন?

@Carzon – ভাই winusb.inf ইহা পাইয়ে দেয়া যায় না । শুধু ২ তা ফোল্ডার পায় । কি টিউন করিলেন ? ?
১০০% গ্যারান্টি কিভাবে দিলেন ??

@mmcbangla – ভাই, ওই লিংক এর driver টা ডাউনলোড করতে পারছি না । দয়াকরে আপনি নিজে আমাকে mediafire লিংক দিন অথবা আপনার কাছে থাকা driver সফট টা আমাকে আপলোড করে দেন ।

শেষ পর্যন্ত চায়না দের সাহায্যেই করে ফেললাম রুট

http://shoutfest.blogspot.com/2013/03/how-to-root-your-symphony-w90-android.html
অনেক হেল্প করছে – তবে driver গুলা অন্য জায়গা থেকে মানেজ করলাম

Level 0

Show Some Respect Man.
U can’t just demand it as yours methods without giving me or the toolkit creator bin4ry some credit.

original thread

http://forum.xda-developers.com/showthread.php?t=2193847

Pranto Roy