কোন পোস্ট শুরু করার আগে কি খবর কেমন আছেন বলা টা একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তাই এসব বাদ। আসল আলোচনায় চলে আসি। আজ আমি দেখাবো কি করে আপনি আপনার পছন্দের Symhony 90 সেটটি রুট করবেন।
এখানে ক্লিক করে ড্রাইভার টি ডাউনলোড করুন।
এখানে ক্লিক করে রুটিং সফটওয়ারটি ডাউনলোড করুন।
ডাউনলোডের ঝামেলা চলে গেলো, চলুন এখন শুরু করি কাজের ঝামেলা। 😆
এখন ড্রাইভার টা extract করুন।
আপনার মোবাইলে USB Debugging মোড অন করুন। ( Menu- Settings- Developer Options- Mark USB Debugging mode )
আপনার মোবাইলটি পিসি তে কানেক্ট করুন।
এখন পিসি তে device manager এ গিয়ে আপনার সেট এর ড্রাইভারটি পাইয়ে দেন। ( মাই কম্পিউটার এর উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন, ম্যানেজ এ ক্লিক করুন ,ডিভাইস ম্যানেজার সিলেক্ট করুন, এখানে দেখুন আপনার সিম্ফোনি ডিভাইসটি আছে। এখন আপনার ডিভাইসের নামের উপর ক্লিক করুন, এখন ড্রাইভার আপডেট এ ক্লিক করুন, এখন আপনি যে ড্রাইভার টি ডাউনলোড করে এক্সট্রাক্ট করেছিলেন ওই ফোল্ডারে ঢুকে winusb.inf টি সিলেক্ট করে নেক্সট করুন। আপনার সেট এর জন্য ড্রাইভার ইন্সটল কমপ্লিট।
এখন রুটিং সফটওয়ার টি extract করুন।
এক্সট্রাক্ট করা ফোল্ডারে ঢুকুন।
runme ফাইল টা ওপেন করুন
এখন ১ লিখে এন্টার দিন
এখন আর কত পিসির দিকে তাকিয়ে থাকবেন, একটু আপনার মোবাইলের দিকেও তাকান। দেখেন আপনার মোবাইল আপনার কাছে অনুমতি চাচ্ছে রিস্টোর এর জন্য। 😉
তাকে অনুমতি দিন রিস্টোর হওয়ার জন্য।
রিস্টার্ট হওয়ার পর মেনু তে দেখুন SuperSU এপস যোগ হয়েছে।
যাক বাচা গেলো। আপনার সেটটাও রুট হয়েছে।
রুট যেহেতু করে দিলাম। তাহলে তো এখন আপনাদের কৃতজ্ঞতা জানানোর পালা। কিভাবে জানাবেন? এখন এরকম একটা সময় যাচ্ছে বুঝলেন, খালি কথায় চিড়া ভিজে না। ঠিক আছে। আমি নিচে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখুন, হয়তো আপনাদের কাজে লেগেও যেতে পারে।
২- বাংলাদেশী নিলামে কেনা বেচার সাইট
৩- আমার সাইট
এই ৩ টাতে আপনাদের পদধূলি দিয়ে আমাকে বাধিত করবেন।
যদি আরও কিছু করতে চান তাহলে আমার এই ফেসবুক পেজ এ একটা লাইক দিয়ে দেন। বর্ণ২৪
আর কোন সময় যদি কোন কারনে আমার উপর অনেক রাগ উঠে যায়, যদি আপনার মনে হয় আমাকে একটু ধমক দেয়া দরকার তাহলে আমাকে ফেসবুকে পাবেন।
তাহলে আমি বিদায় নেই। আপনারা রুট করেন। আর রুট করার সময় ভয় পাওয়ার দরকার নেই। নির্ভয়ে রুট করুন। আমি ভরসা দিলাম। ১০০% সফল হবেন।
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai unroot kora jai naki?