আসসালামুআলাইকুম
সবাই নিশ্চয় আল্লাহর রহমতে ভাল আছেন... আর ভাল থাকেন এই আমার কামনা । অনেক দিন হয় টিউন করি না ....কি করবো টেকটিউনস এ
ঢুকলে আর আগের মত টিউন পাওয়া যায় না..অনেক ভাল টিউনার দের এখন টিউন করতে দেখি না.....যাক এবার মূল টিউন এ আসা যাক
♣ সতর্কতা :
আপনার মোবাইলে কম পক্ষে ৪৫% চার্জ রাখবেন ।
আপনার ডাটা বেকআপ করে রাখুন যেমন (Contact,Message etc)
রুট করলে আপনি ওয়ারেন্টি হারাবেন ।
কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্য লেখক দায়ি থাকবেনা
♠ রুট করার সুবিধা :
→ মোবাইল এর পারফরমান্স বাড়ানো যাবে ।
→ ইচ্ছে মত অ্যাপস ইনেস্টল করতে পারবেন ।
→ব্যাটারি ব্যাকআপ বাড়বে । (প্রসেসর ডাউনক্লোক করার মাধ্যমে ) ।
→আপনার ইন্টারনাল মেমোরি ইচ্ছে মত বাড়ানো যাবে( link 2 Sd) এর মাধ্যমে ।
♦ ধাপ সমুহ :
◊ প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে সুপার ইউজার আ্যপস ইনষ্টল করবেন ( এখানে )
◊ রুট ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখুন । তারপর মেমোরিতে সেন্ড করুন ।
◊ এর পর আপনার মোবাইল সুইচ অফ করুন । তার পর আপনার মোবাইলের মেনু+পাওয়ার সুইচ+ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখুন যতখন না রুট মেনু আসে নিচের ছবি গুলো দেখুন.........
↓ ↓
◊ এরপর এরকম আসলে Wipe data/factory reset এ গিয়ে রিসেট করুন (ভলিউম কি আপ উপরে এবং ডাউন নিচে এবং মেনু বাটন Enter হিসেবে কাজ করবে )
{মনে রাখবেন তখন কিন্তু টাচ কাজ করবে না}
◊ রিসেট করার পর Select “apply update from sdcard” আপনার মেমোরি কার্ড থেকে আপডেট ফাইলটি সিলেক্ট করে দিন ।
◊ তারপর Select “reboot system now”
◊ রিবোট হওয়ার পর সুপার ইউজার আ্যাপস টি ওপেন করুন তার পর Binarie update দিন ।
😎 এখন আপনি সুপার ইউজার একজন রুট করা মোবাইলের মালিক 😎
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
♥ আনরুট করার নিয়ম :
→ আনরুট ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখুন । তারপর মেমোরিতে সেন্ড করুন ।
→এর পর আপনার মোবাইল সুইচ অফ করুন । তার পর আপনার মোবাইলের মেনু+পাওয়ার সুইচ+ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখুন যতখন না রুট মেনু আসে উপরের ছবি গুলো দেখুন.........
→ Select “apply update from sdcard” আপনার মেমোরি কার্ড থেকে আনরুট ফাইলটি সিলেক্ট করে দিন ।
→ তারপর Select “reboot system now” কেল্লাফতে আবার আনরুট হয়ে গেল 😀
♣বি:দ্র : ( যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন....আমি সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি জানি না কতটুকু পেরেছি...কারো উপকার হলে অনেক খুশি হব )
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ আল্লাহ হাফেজ ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
( যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন….আমি সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি জানি না কতটুকু পেরেছি…কারো উপকার হলে অনেক খুশি হব )———– Okkk apni tahole sobar choto vai… No problem chotovai torey maf koira dilam (Tui koira bollam after all choto vai boila kotha) 😛