রুট/আনরুট করুন আপনার গ্যালাক্সি Y + Y duos একদম সহজ ভাবে ।।

আসসালামুআলাইকুম

সবাই নিশ্চয় আল্লাহর রহমতে ভাল আছেন... আর ভাল থাকেন এই আমার কামনা । অনেক দিন হয় টিউন করি না ....কি করবো  টেকটিউনস এ

ঢুকলে আর আগের মত টিউন পাওয়া যায় না..অনেক ভাল টিউনার দের এখন টিউন করতে দেখি না.....যাক এবার মূল টিউন এ আসা যাক

    ♣    সতর্কতা :

  • আপনার মোবাইলে কম পক্ষে ৪৫% চার্জ রাখবেন ।
  • আপনার ডাটা বেকআপ করে রাখুন যেমন (Contact,Message etc)
  • রুট করলে আপনি ওয়ারেন্টি হারাবেন ।

  •  কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্য লেখক দায়ি থাকবেনা

♠ রুট করার সুবিধা :

        → মোবাইল এর পারফরমান্স বাড়ানো যাবে  ।
        → ইচ্ছে মত অ্যাপস ইনেস্টল করতে পারবেন ।
        →ব্যাটারি ব্যাকআপ বাড়বে । (প্রসেসর ডাউনক্লোক করার মাধ্যমে ) ।
        →আপনার ইন্টারনাল মেমোরি ইচ্ছে মত বাড়ানো যাবে( link 2 Sd) এর মাধ্যমে ।

♦ ধাপ সমুহ :

      ◊ প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে সুপার ইউজার আ্যপস ইনষ্টল করবেন ( এখানে )
      ◊ রুট ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখুন । তারপর মেমোরিতে সেন্ড করুন ।
      ◊ এর পর  আপনার মোবাইল সুইচ অফ করুন । তার পর আপনার মোবাইলের মেনু+পাওয়ার সুইচ+ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখুন যতখন না রুট মেনু আসে নিচের ছবি গুলো দেখুন.........

                                      ↓                                           ↓

       ◊ এরপর এরকম আসলে Wipe data/factory reset এ গিয়ে রিসেট করুন (ভলিউম কি আপ উপরে এবং ডাউন নিচে এবং মেনু বাটন Enter হিসেবে কাজ করবে )

{মনে রাখবেন তখন কিন্তু টাচ কাজ করবে না}

        ◊ রিসেট করার পর Select “apply update from sdcard” আপনার মেমোরি কার্ড থেকে আপডেট ফাইলটি সিলেক্ট করে দিন ।
        ◊ তারপর Select “reboot system now”

        ◊ রিবোট হওয়ার পর সুপার ইউজার আ্যাপস টি ওপেন করুন তার পর Binarie update দিন ।

😎  এখন আপনি সুপার ইউজার একজন রুট করা মোবাইলের মালিক     😎

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ♥ আনরুট করার নিয়ম :

   →   আনরুট ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখুন । তারপর মেমোরিতে সেন্ড করুন ।
   →এর পর  আপনার মোবাইল সুইচ অফ করুন । তার পর আপনার মোবাইলের মেনু+পাওয়ার সুইচ+ভলিউম আপ বাটন চাপ দিয়ে রাখুন যতখন না রুট মেনু আসে উপরের ছবি গুলো দেখুন.........
   → Select “apply update from sdcard” আপনার মেমোরি কার্ড থেকে আনরুট ফাইলটি সিলেক্ট করে দিন ।
   → তারপর Select “reboot system now” কেল্লাফতে আবার আনরুট হয়ে গেল  😀

♣বি:দ্র :      ( যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন....আমি সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি জানি না কতটুকু পেরেছি...কারো উপকার হলে অনেক খুশি হব )

   ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ আল্লাহ হাফেজ ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

Level 0

আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

( যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন….আমি সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি জানি না কতটুকু পেরেছি…কারো উপকার হলে অনেক খুশি হব )———– Okkk apni tahole sobar choto vai… No problem chotovai torey maf koira dilam (Tui koira bollam after all choto vai boila kotha) 😛

Level 0

Andriod Version Updet Korar khono Uupay aachay

Jeamon 2.3.6 > 4.1 or 4.0

Amar jana mote nai……

Samsung Galaxy Mini S5570 Europian version e kaj korbe?

galaxy Y series jonno eta projojjo…Ami sure na Try kore dekhte paren :/

Level 0

VAI SYMPHONY XPLORAR W30 KIVABE ROOT KORBO???VAI PLESSE HELP ME!AMAR KONO PC NAI!

Level 0

R E VAI KI LINK DILEN?
EI LINK E TO E SOMPORKE KICUI LEKA NAI!DOYA KORE AKTA BANGLA LINK DEN.PLEASE!

Level 0

R E VAI KI LINK DILEN?
EI LINK E TO E SOMPORKE KICUI LEKA NAI!DOYA KORE AKTA BANGLA LINK DEN.PLEASE!@MUNSI

Level 2

প্রথমে আমার সেটটিকে ভালই ভালই রুট করতে পেড়েছি, সবই ঠিক ছিল….যখনই
আমার Galaxy Y Duos সেটটিতে Custom Install করতে যাই তখন এটা Brick করে , এখন শুধু মাত্র Galaxy Y Duos Logo ছাড়া আর কিছুই আসছেনা এবং সেট কিছুতেই Boot হচ্ছে না। আমি কি করে পূর্বের অবস্থায় আবার ফিরে যেতে পারি। বড্ড চিন্তায় আছি।
দয়া করে টেকি ভাইয়েরা আমাকে Help করেন।