প্রথমে ছালাম নিবেন। টিটিতে আমি শুধু নতুন তা নয়, কোন জায়গা লেখা বলতেও এটা আমার প্রথম পোস্ট। যা হোক এবার আসল কথায় আসিঃ
আমার Sony Ericsson Xperia Pro(ICS) ফোনটি রুট করতে চাই। ROOT করার পর যদি ব্যাবহারীক সুযোগ খুব বেশী না বাড়ে সে ব্যপারেও মন্তব্য চাই। বুঝতেই পারছেন আমি কতটা আনাড়ী তাই একটু ডিটেলস জানাতে ভুলবেন না। মূলতঃ ফ্রী নেট (VPN) ব্যবহার করার জন্য ROOT করতে চাই। ধন্যবাদ সবাইকে।।
আমি শহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Sony Mobile নিয়ে এখন থেকে নিয়মিত লিখবো। যেমন Root, Faemware, Hardware ইত্যাদি। আশা করি আমার লেখা গুলো আপনাদের জ্ঞানের ভান্ডারকে আরো মজবুত করবে।
ভাই আপনি এক কাজ করেন। http://bdandroid.barno24.com এই সাইটে গিয়ে সাহায্য চান। আশা করি ১ ঘন্টার মাঝে আপনি আপনার সেট রুট করতে পারবেন।