আগে একটা কথা, কোন বাটনে না বুঝে ক্লিক করবেন না, করেছেন তো আপনার সেট মরেছে!!!এই প্রসেস টা অনেক ঝামেলার এবং যে কোন সময় আপনার ডিভাইস ব্রিক (Dead) হয়ে যেতে পারে। তাই বুঝেশুনে ব্যাবহার করবেন এবং আপনার সেটের কোন কিছু হলে আমি কোনাভাবেই দায়ী নই।
- প্রথমে সেট বন্ধ করে ব্যাটারি খুলে আবার লাগান কিন্তু সেট অন করবেন না!
- তারপর SP TOOLS ওপেন করবেন। মেনু থেকে Scatter Loading সিলেক্ট করে, রিকভারী ফোলডারে একটা Scatter ফাইল আছে ওইটা সিলেক্ট করবেন, তারপরে দেখবেন সব ব্লক লোড হবে।
- Recovery'র উপরে ডাবল ক্লিক করে রিকভারী টা সিলেক্ট করবেন, তারপর Download বাটনে চাপবেন।
- এরপর ফোন বন্ধ অবস্থায় ক্যাবল কানেকশন দিবেন। দেখবেন একটি ডিভাইস ডিটেক্ট করবে। ওইটা হল Preloader USB, ড্রাইভার ফোল্ডারের প্রিলোডার ড্রাইভার ফোল্ডার থেকে অই ড্রাইভার টা ইন্সটল করবেন।
- তারপর দেখবেন যে ফাইল্টা ডাউনলোড হলে সবুজ গোল একটা আইকন আসবে। তারপর আপনার ফোন চালু করবেন।
- চালু করে Unknown Sources, Usb Debugging এই দুইটা অন করবেন। তাহলে দেখবেন একটা ডিভাইস পাবে W20. অইটা ইন্সটল করবেন Google USB v7 ড্রাইভার দিয়া।
- এরপর MTK Root & Tools ওপেন করলে দেখবেন আপনার ডিভাইস পাবে। পেলে Reboot অপশনে গিয়ে Reboot Recovery দিবেন। তাহলে ফোন TWRP তে রিবুট হবে।
- তারপর TWRP থেকে reboot>system করবেন, তখন SU ইন্সটল করবেন কিনা জিজ্ঞাসা করবে, আপনি ইয়েস করবেন।
- এরপর মোবাইল রিস্টার করবেন, করলে দেখবেন একটা বক্স আসবে ইন্সটল করার, ইন্টারনেট কানেক্ট করে TWRP সিলেক্ট করবেন। একটু পরেই দেখবেন রুট ইন্সটল হয়ে গেছে রিকভারী মোড থেকে।
-ডিটেইলস এবং ছবিসহ লেখা উচিত ছিল। কিন্তু সময়ের অভাবে লিখতে পারলাম না।
- TWRP Recovery & Scatter-File : http://www.mediafire.com/?sb6531r2sl7bhms
- Drivers & Software (SP Flash Tool & MTK Tools) : http://www.mediafire.com/?k9u46ehkwfmeh02
ভাই আমি এই সেট ব্যবহার করি । দয়া করে আরেকটু বিস্তারিত বলবেন কি? আর এর চাইতে যদি সহজ অপশন থাকে তাহলে একটু জানান । আমার খুব প্রয়োজন …………