সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। টেকটিউনস এ আছি অনেক দিন হল । প্রথম টিউন, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
ওয়াল্টন প্রিমো এন১ হচ্ছে এই সিরিজের সবচেয়ে বড় ৫.৩ ইঞ্চি আকারের ডিসপ্লে সম্পন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস। একে দেশীয় ব্র্যান্ডের প্রথম “ফ্যাবলেট”-ও বলা চলে। প্রিমো সিরিজের আর১, এফ১, জি১ এবং জি২-এর মতোই দেখতে প্রায় একই ধরনের বিল্ড কোয়ালিটিতে তৈরি করা হয়েছে ওয়াল্টন প্রিমো এন১, যা নিয়ে অনেকদিন ধরেই অ্যান্ড্রয়েডপ্রেমীদের মধ্যে আগ্রহের কমতি ছিল না।
CPU
Walton N1-এ রয়েছে Mediatek এর MTK6589 (Cortex A7) কোয়াড-কোর সিপিইউ যা ১.২ গিগাহার্জ গতিতে চলবে। গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে থাকছে PowerVR SGX544MP। আরও থাকছে ১ গিগাবাইট RAM। কিন্তু এখানে একটি ব্যাপার দেখে আমরা বেশ অবাক হয়েছি। সেটটিতে ১ গিগাবাইট RAM-এর মধ্যে ৯৭৬ মেগাবাইটই ইউজার অ্যাভেইলেবল বা ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীমাত্রই জানেন যে, সেটে যতটুকু RAM থাকে, তারচেয়ে কিছুটা কম ব্যবহারোপযোগী হয়ে থাকে। এ পর্যন্ত আমার দেখা এটাই প্রথম ফোন যেটায় ১ গিগাবাইট RAM-এর মধ্যে এতো ব্যবহার করা যায়। নিঃসন্দেহে এর ফলে বিভিন্ন গেমস ও অ্যাপ্লিকেশনে বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
DisplaY
এন১ এ থাকছে বিশাল আকারের ৫.৩” ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 960 X 540(qHD) পিক্সেল এবং PPi বা (পিক্সেল পার ইঞ্চি) ২৪০পিপিআই। যদিও ৫.৩ ইঞ্চি ডিসপ্লের জন্য 960 X 540(qHD) রেজুলেশন একটু কম হয়ে যায়, তবুও ডিসপ্লে শার্পনেস বেশ ভালোই মনে হয়েছে। তাই তুলনামূলক কম রেজুলেশন চোখে লাগবে না খুব একটা।
এ ফোনটিতে চলবে অ্যান্ড্রয়েড ৪.১.২ বা জেলি বিন।
Games
শুরু শেষ পর্যন্ত সব গেমই চলে এই মোবাইলে। এমন অনেকে আছেন যারা গেম খেলতে পছন্দ করেন, তাদেরকে বলছি এই সেই কম দামের মোবাইল ফোন যার জন্য আপনি এতদিন দেরি করছিলেন!
ক্যামেরার দিক দিয়ে হয়তো সেরা ফোন হবে না , এটির ক্যামেরা ৮ মেগাপিক্সেল, তবুও এর কোয়ালিটি সত্যিই সন্তোষজনক। অবশ্যই একটি মোবাইলের ক্যামেরার সঙ্গে ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবির তুলনা করতে যাবেন না। এর ছবি তুলনা করতে পারেন স্যামসাং Nokia C5, Xperia Mini,Micromax A110 -এর সঙ্গে।
এটিতে থাকছে একটি 3০০০ mAh এর ব্যাটারি। রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, জিপিএস ও ব্লুটুথ ৪.০, Micro-ইউএসবি ২.০ পোর্ট থাকলেও এইচডিএমআই পোর্ট নেই। সেহেতু ব্যবহারকারীরা এইচডিএমআই সুবিধা পাবেন না। আমাদের মতে, এমন একটি ডিভাইসে এইচডিএমআই পোর্ট থাকা প্রয়োজন ছিল।
হার্ডওয়ার, ডিজাইন দেখে তো মনে সবাই এটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন , মত এক দিক দিয়ে একটু বেশিই এগিয়ে আছে এবং তা হলো এটির দাম।
এখন হইতো চিন্তা করছেন দাম কত হবে? আমরা যতদূর জানি এটির দাম 17000 হাজার BDT(official price) । মন্তব্যের ঘরে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ একটি সম্পূর্ণই নতুন ফোনের কথা জানলেন, তাই না?
Note: Some of information collect from Androidkothon.
আমি emonuoda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Be professional
ধুত্তরি!! কখন যে হাতে কিছু টাকা আসবে? টাকা থাকলে এই সেট টা আজকেই কিনে নিতাম। দারুন ফিচার। আপনার সাথে একমত। রেজলুশন আরও বেশি হলে ভালো হত আর এইচ ডি এম আই পোর্ট থাকলে ভালো হত। তবে ব্যাটারি, প্রসেসর, র্যাম আর ওএস বিবেচনায় দারুন একটা স্মার্টফোন। টাকা আর সুযোগ পেলেই কিনে নিব। ধন্যবাদ এই সেটটা সম্পর্কে জানানোর জন্য।