সালাম সবাইকে। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে ভাল আছেন……………
তো প্রথমে একটু কাহিনী বলি । কালকে আব্বু আমার জন্য আমার জন্য একটা samsung galaxy y পাঠাইসে সারা রাত টিপ্পা মনের স্বাদ মিটল না
কারন বাংলা ফন্ট নাই আরও অনেক কিছু নাই + বাংলা ফন্ট দিতে গেলে কয় permission নাই
তাই সকালে উইঠা বসলাম রুট করতে , সফল হইয়া এখন আইসি আপনাগো লগে শেয়ার করতে……………………………………
তাইলে শুরু কইরা দেইঃ
১ম ধাপঃ মোবাইললের বেটারি কে ৫০% এর মত চার্জ করুন ।
২য় ধাপঃ কিছু ডাটা ব্যাকআপ রাখুন যেমন contacts, messages, apps যা আপনি চান (Optional)
৩য় ধাপঃ নিচের লিঙ্ক থেকে জিপ ফাইল টা ডাউনলোড কইরা সোজা sd card এ চালান কইরা দেন ।
=========================[এখন মেন কাজ শুরু]==============================
৪র্থ ধাপঃ মোবাইলটারে অফ করেন।
৫ম ধাপঃ এখন Home button ,power button , volume up button চাইপা ধরেন। নিচের ছবির মত
এখন নিচের মত একটা স্ক্রীন আসব। ঐখান থেকে apply update from SD card সিলেক্ট করে Home button চাপুন ।
(recovery mode এ টাচ স্ক্রীন কাজ করবে না )
৬ষ্ঠ ধাপঃ এখন SD card এর ভিতর জিপ ফাইল তা সিলেক্ট করুন এবং home button চাপুন তাহলে আপনি অন্য একটি স্ক্রীনে চলে যাবেন ।
৭ব ধাপঃ এখন ঐ স্ক্রীন থেকে reboot system now সিলেক্ট করুন
ব্যাস আপনার কাজ শেষ
৮ম ধাপঃ এখন ফোন স্টার্ট হবার পর আপনার অ্যাপ থেকে super user নামে একটি অ্যাপ খুজুন । খুজে পেলে এখন থেকে আপনি একজন রুট ফোনের মালিক
৯ম ধাপঃ এখন super user অ্যাপটি ওপেন করুন আর binarie update দিন ।
তো এখন আপনি একজন রুট করা মোবাইলের মালিক এবং সিস্টেম ফাইলের ও পুরোপুরি মালিক
ভাল থাকুন আর ভালোবাসার মানুষ কে সব সময় ভালোবাসুন
আমি ManiAc_BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai amarta Galaxy y dous Lite GT-S5302 model e ke kaj korbe…ar Amar ekta Cherry Tab (Made in China) reset deyar por internal memory show korse na….kono solution thakle janaben plz.