যা লাগবেঃ
১. অ্যান্ড্রয়েড ৪ ( ICS );
২.রুট উইথ রিস্টোর বাই বাইনারি ;
৩.ফ্লাশ টুল;
৪.6.1.1.B.1.10 এবং 6.1.1.B.1.54 স্টক কার্নেল ।
যেভাবে করবেনঃ
প্রথমে বাইনারির স্ক্রিপ্ট দিয়ে চেস্টা করুনঃ
১.বাইনারীর স্ক্রীপ্ট টি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।
২.আপনার মোবাইলে USB Debugging এনাবল করে নিন।
৩. এবার RunMe.bat চালু করুন , আর নির্দেশনা অনুসরণ করুন।
বিস্তারিত এখানে দেখুন।
উপরের পদ্ধতিতে কাজ না হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১.ফ্লাসটুল ইন্সটল করুন , C:\Flashtool\drivers\ “Flashtool-drivers.exe” রান করুন আপনার ফোনের ড্রাইভার সিলেক্ট করে দিয়ে ইন্সটল করুন।
২.কার্নেল ২ টি ডাউনলোড করুন , এগুলো কপি করে “C:\Flashtool\firmwares” এ রাখুন।
৩.ফ্লাশটুল চালু করুন , নিচের দেখানো বাটনে ক্লিক করুন, এবং ফ্লাশ বুট মুড সিলেক্ট করুন ।
৪.এবার xperia u ics 4.0.4 সিলেক্ট করে অকে চাপুন।
৫.ফোনটির সুইচ অফ করুন , ভলিওম মাইনাস চেপে রেখে USB কেবল লাগান , যদি নিচের LED এর রঙ নীল হয়ে যায় তবে ছাড়ুন , ফ্লাশটুলে ফ্লাশ ১০০ % হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬. এবার ফোন অন করে আবার বাইনারীর সিস্টেম এপ্লাই করুন ।
৭.কাজ হয়ে গেলে ফোন ৩ বার রিস্টার্ট নেবে।
৮.এবার বার ফোন অফ করুন ফ্লাশটুল চালু করুন , নিচের দেখানো বাটনে ক্লিক করুন, এবং ফ্লাশ বুট মুড সিলেক্ট করুন ।
৯.এবার xperia u 6.1.1.B.1.54 ওয়ার্ল্ড সিলেক্ট করে অকে চাপুন।
১০. ফ্লাশ হয়ে গেলে আপনি ফোন অন করুন এবং রুট চেক দিয়ে চেক করুন রুট হয়েছে কিনা।
এবার নতুন ফার্মওয়ারঃ
১.ডাউনলোড করুন এখান থেকে।
২.প্রথমে 6.1.1.B.1.10 ( ICS 4) দিয়ে ফ্লাশ করুন আগের পদ্ধতিতে।
৩. এবার ফার্মওয়ার টি (XPU_6.1.1.B.1.54.ftf) C:\Flashtool\firmwares eএ কপি করুন।
৪.ST25i bodafone দিয়ে ফ্লাশ করুন আগের পদ্ধতিতে।
৫.ফ্লাশ হলে গেলে আবার xperia u 6.1.1.B.1.54 ওয়ার্ল্ড দিয়ে ফ্লাশ করুন , তাহলেই নতুন ফার্মওয়ার সেটাপ কমপ্লিট হয়ে যাবে। আর রুট করতে চাইলে আগের পদ্ধতিতে রুট করুন।
**আপনাকে WINDOWS XP / 7 ব্যবহার করে এই কাজ গুলো করতে হবে , কারন ৮ এ ড্রাইভার গুলো সাপোর্ট করে না।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi ei phone dam koto ektu bolben?jodi jana thake