রুট করে নিন আপনার প্রিমো আর ১ এবং সিম্ফনী ডব্লিউ৬০ (পরীক্ষিত )


কেমন আছেন সবাই ?? সৃষ্টিকর্তার অসীম রহমতে আশা করি সবাই ভাল আছেন । আজকে আপনাদের মাঝে আমি সবচে সহজ উপায়ে প্রিমো আর১ এবং সিম্ফনী ডব্লিউ৬০ রুট করা শেখাব । এই দুটি ফোনই আমি নিজে রুট করেছিলাম ।

আমি ততোটা অ্যাডভান্স আন্ড্রয়েড ইউসার না । তবুও আমি এই পদ্ধতি দ্বারা খুব সহজেই রুট করতে পেরেছি । তো আশা করছি নতুন ইউসারদেরও এই পদ্ধতিতে রূট করতে সমস্যা হবে না 🙂

যে বিষয়গুলো মনে রাখতে হবে :

  • ১। রুট করলে আপনি ওয়ারেন্টি হারাবেন ।
  • ২। কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্য লেখক দায়ি থাকবেনা ।তবে সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি মাত্র ।


রুট করার সুবিধা :

রুট করার অসংখ্য সুবিধা থাকলেও নিচে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হল :

  • ১। রুট করে আপনি ড্রয়েড ভিপিএন দিয়ে ফ্রী নেট চালাতে পারবেন । :p 😛 😛
  • ২। মোবাইল এর পারফরমান্স বাড়ানো যাবে ।
  • ৩। ব্যাটারি ব্যাকআপ বাড়বে । (প্রসেসর ডাউনক্লোক করার মাধ্যমে )
  • ৪। ইন্টারনাল মেমোরি সমস্যার সমাধান করতে পারবেন ।

কি কি লাগবে ????

  • ১। ইউএসবি কেব্‌ল
  • ২। মোবাইলএর ড্রাইভার ।
  • ৩।যে ফোন টি রুট করবেন ।
  • ৪। কিছু পরিমান সাহস :p

ধাপ সমুহ :

  • ১।ইউ এস বি কেব্‌ল দ্বারা আপনার মোবাইল কে পিসি'র সাথে কানেক্ট করুন ।
  • ২।মোবাইল এ ইউএসবি ডিবাগিং মূড চালু করুন । (Settings>Developer option>USB debugging)
  • ৩। Ranme.bat নামক ফাইলএ ডবল ক্লিক করে ওপেন করুন ।
  • ৪। 1 কি লিখে এন্টার টিপুন ।
  • ৫। এবার মোবাইল এ স্ক্রীন এ একটি লেখা দেখতে পাবেন । সেখানে রিস্টোর চাপুন ।
  • ৬।এবার আপনার ফোন রিস্টার্ট নিবে । রিস্টার্ট নিতে একটু টাইম বেশী নিলেও ভয়ের কিছু নাই । এবার ফোন চালু হওয়ার পর আপনি অ্যাপ্লিকেশান মেনুতে দেখতে পাবেন আপনার বহু আখাঙ্খিত "Superuser" 😀 😀 😀

টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ । রুট করার জন্য প্রয়োজনীয় ফাইলগুলো নিচ হতে ডাউনলোড করে নিন ।

বি.দ্র : উপরক্ত পদ্ধতি দ্বারা আই সি এস চালিত সিম্ফনী,মাইক্রম্যাক্স এবং ওয়াল্টন এর ফোন গুলো রুট করা সম্ভব ।

প্রয়োজনীয় ফাইলসমুহ

Level 0

আমি Noor Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কি সপ্ন নাকি বাস্তবতা ???


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

android primo te ki ics dite parbo

vai ei rule dia symphony w90 root kora jabe?

    Level 0

    @small randy: যাওয়ার তো কথা। এই পদ্ধতি দ্বারা এটি সম্ভব কিন্তু আমার দ্বারা পরীক্ষিত নয় । আপনি বরং একজন ডব্লিউ ৯০ ইউসারের সাথে যোগাযোগ করুন ।

Level 0

bhai Primo R1 er Review Chai Kothay Pabo ? R1 ta kinte chassi kemon hobe janaben please.

Level 0

ভাই আমি নিজে আর১ ইউস করি । এই দামের মধ্যে সবচে পাওয়ারফুল সেট । কিনতে পারেন টাকা লস হবেনা 🙂

Level 0

vai, ami apnar kotha moto root disi amar W60 te. Root hoice kintu start hower por koek bar gapps.process…. ki jeno error ase. play store e dhukte parchi na.
Amake aktu help korben?
Amake ki Symphony W60 er Rom file ta diben?
Ar kivave Rom ta install korbo atao janaben,
Please vaiya.

    Level 0

    @Imran khan: ভাই আমি নিজে দব্লিউ৬০ ইউসার না । এই পদ্ধতিতে আমি আমার স্যারের টা রুট করে দিয়েছি । আপনি ভাই ডব্লিউ ৬০ ইউসসারের সাথে কথা বলে দেখতে পারেন । রম ফাইল টা আমার কাছে নেই । 🙁

ভাই symphony w90 করতে চাই
হেল্প প্লিজ

ভাই G1 এর ড্রাইভার কোথায় পাই ? একটু হেল্পান .

Level 0

ভাই জি১ এর দড্রাইভার কথায় পাবেন তা ঠিক বলতে পারব না। তবে Moborobo নামের এক্তা পিসি সুইট ইন্সটল করে মোবাইল পিসি তে কানেক্ট করলে অটমেটিক্যালি ড্রাইভার ইন্সটল হবে 🙂

Level 0

vsi, kono w60 advanced user akhane asen? amake aktu help koren, PLEASE

Level 0

10 din holo প্রিমো আর ১ kinlam….akhoni root kora uchit hoba ki na???? r root korar process ki??? apnar daya প্রয়োজনীয় ফাইলসমুহ link kaj korcha na, (File Belongs to Non-Validated Account. The resource you are trying access belongs to an account that has not yet been validated.)
messege dakhay

Level 0

ভাই এবার চেক করে দেখেন প্লিজ ……,

সবাই সিম্ফনি w10,60,90,70 কীভাবে রুট করতে হয় সেটা নিয়ে টিউন করে আমার আফসোস কেউ আমার সিম্ফনি w50 নিয়া কিছু বলে না!!! 🙁 🙁 🙁 আমারো তো আপডেট হতে মন চায়। 🙁 🙁

    Level 0

    @মুশফিক:আরে ভাই আপনি কোন দুনিয়ায় আছেন ??? 😛 আপনার ডব্লিউ৫০ এর একজন মারাত্তক আডভান্স ইউসার আছে তার সাথে যোগাযোগ করুন । https://www.facebook.com/sakib.the.gamer । এভাবে না হলে এই গ্রুপে যোগ দিয়ে পোস্ট করলেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন 🙂 https://www.facebook.com/groups/androidkothon/

আমার সেট হচ্ছে HTC Desire A 9191.এটা কি ভাবে রুট করব ও ICS এ আপগ্রেড করবো দয়া করে কেউ কি জানাবেন?

Level 0

please anyone give G2 CWM

    Level 0

    @abuilla: ভাই একটু ওয়েট করেন । জী১ এবং আর১ এর CWM রিলিজ পেলেও জি ২ এর জন্য মনে হয় এখন রিলিজ পায়নি ।

How to install CWM in my w70…….? plz help…! nice tune… tnx…!

primo R1 কিনলাম 3 দিন হলো।রুট করা কি উচিত হবে।

Level 0

আমি এই system এ আমার r1 টা root করছি,plz unroot করার way কি বলতে পারেন?…plz janaben

Vaia, ami primo c1 user. ai process a ki c1 root korte parbo? CWM ki? root korte ki ata lage?

Level 2

ধন্যবাদ ভাই। কাজ হইয়েছে!!!

Level 0

ভাই, স্টক রমটা খুব দরকার৤ সেট ব্রিক হইয়া গেছে৤ আপনার কাছে থাকলে প্লীজ আপলোড করেন৤ W60G,

Level 0

ভাই, স্টক রমটা খুব দরকার৤ সেট ব্রিক হইয়া গেছে৤ আপনার কাছে থাকলে প্লীজ আপলোড করেন৤ W60