আপনার সিম্ফোনি ডব্লিউ ২৫ কে আইসক্রিম সেন্ডুইচ (ICS) এ আপডেট করুন ও সাথে থাকছে ফ্রী রুট ।

সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামুআলাইকুম। অনেক দিন ধরে ভাবছি টেকটিউনস এ কিছু লিখব কিন্তু ভাল কোন বিযয় ছিল না। আর যা কিছু আছে তা নিয়ে আগেই লিখা 
হয়ে গেছে। আজ একটা প্রয়োজনিয় জিনিস নিয়ে লিখতে বসলাম যেটা আগে কেউ লিখেনি। এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন। আমি আজ আপনাদের দেখাব 
কিভাবে সিম্ফোনি ডব্লিউ ২৫ কে আইসক্রিম সেন্ডুইচ (ICS) এ আপডেট করবেন ও সাথে থাকছে ফ্রী রুট।

     

         

এটা অনেক সহজ একটা প্রসেস। আশা করি চেষ্টা করলে সবাই পারবেন। আমি নিজে এটা ব্যাবহার করছি এবং প্রায় ১০-১২ টা ফোন নিজে আপডেট করেছি। তাহলে শুরু 
করা যাক। প্রথমে নিচের ফাইল গুলা ডাউনলোড করে নিন। সব গুলাই মিডিয়া আগুন লিংক।

1. AP & BP for ICS S01

4. Symphony ICS stable

clockworkmod_rainwalker.7z.002

6. 7-zip

Password:- jabadbd24
ডাউনলোড করার পর সব ফাইল গুলা extract করে এক ফোল্ডারে রাখুন। এবার  “(AP+BP)_ICS_S01\(AP+BP)_ICS_S01\ICS_S01” ফোল্ডারে যান এবং এখান
 থেকে “NPRG7627A.zip” ফাইল টি extract করুন। Extract করারপর “NPRG7627A.hex” নামের একটি ফাইল পাবেন এটি “591357_8376_WCDMA_V0005”
 এর ভেতর পেষ্ট করুন। এবার আপনার ফোন বন্ধ করুন। সিম ও মেমোরি 
বের করে নিন। বন্ধ অবস্থায় ভলিওম ডাউন+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন “QPST Entry Download” না আসা পর্যন্ত। এবার ডাটা কেবল এর মাধ্যমে ফোন পিসির সাথে 
কানেক্ট করুন। একটি পপ আপ দেখতে পাবেন। এটি ক্লোজ করে দিন এবং কম্পিউটার মেনেজমেন্ট থেকে ড্রাইভার টি ইন্সটল করুন।

ড্রাইভার টি ইন্সটল করার সময় ফাইল  “S01_Drivers\drivers\Driver\HK11-VB717-27\HK11-VB717-27_1.0.56\Win32\x86\free” এর লোকেশন 
দেখিয়ে দিন। ড্রাইভার টি ইন্সটল হলে নিচের মত দেখতে পাবেন। আমার এখানে পোর্ট ৩ দেখাচ্ছে আপনার টাতে অন্য কোনো একটা দেখাতে পারে।

এখন “S01_flash_tools\fast_boot” ফোল্ডারে যান এবং “fastboot1.0.2.4.exe” ওপেন করুন। এবার BP ব্রাউজ এ ক্লিক করে

“(AP+BP)_ICS_S01\(AP+BP)_ICS_S01\ICS_S01\591357_8376_WCDMA_V0005″ সিলেক্ট করুন ও BP পোর্ট এ ইন্সটল করা ড্রাইভার এর পোর্ট

নাম্বর বসান। তারপর ডাউনলোড এ ক্লিক করুন।

ডাউনলোড শেষ হবার পর “fastboot1.0.2.4.exe” অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এবার ফোন পিসি থেকে খুলে বন্ধ করুন। আবার বন্ধ অবস্থায় ভলিওম আপ+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন গ্রিন স্কিন না আসা পর্যন্ত। আবার ডাটা কেবল এর মাধ্যমে ফোন পিসির সাথে কানেক্ট করুন। নতুন একটি পপ আপ দেখতে পাবেন। এটি ক্লোজ করে দিন এবং পূর্বের মত ড্রাইভার টি ইন্সটল করুন। ড্রাইভার টি ইন্সটল করার সময় ফাইল “S01_Drivers\drivers\Driver\adb_driver” এর লোকেশন দেখিয়ে দিন। ড্রাইভার টি ইন্সটল হওয়ার পর “S01_flash_tools\EMMC_AP” ফোল্ডারে যান এবং "vcredist_x86.exe” ইন্সটল করুন তারপর “QUALFAST2.0.4(Factory).exe” ওপেন করুন। 

এবার সেল পেথ এ ক্লিক করে 
“AP+BP)_ICS_S01\(AP+BP)_ICS_S01\ICS_S01\TBW591357_9999_V0001_2″ সিলেক্ট করে OK করুন । প্রথম “Waiting Decices…” compleate 
হওয়ার পর আপনার ফোন পিসি থেকে খুলে বন্ধ করে চালু করুন।

 আপনার ফোনটি ফরেন ভাষায় চালু হবে। এবার CWM-English ইন্সটল করতে হবে। ফোন বন্ধ করুন। সিম ও মেমোরি প্রবেশ করান। ভলিওম আপ+পাওয়ার বাটন চেপে 
ধরে রাখুন গ্রিন স্কিন না আসা পর্যন্ত । এবার ডাটা কেবল এর মাধ্যমে ফোন পিসির সাথে কানেক্ট করুন ডাউনলোড করা ফাইল গুলো থেকে CWM-English ফোল্ডার টি 
ওপেন করুন। ফোল্ডাার এর ফাকা জায়গায় কি বোর্ড এর ডান শিফ্ট বোতাম+মাউস এর ডান বোতাম একসাথে চাপুন ও ওপেন কমান্ট প্রোম্ট সিলেক্ট করুন। কমান্ট প্রোম্ট 
এ Fastboot devices টাইপ করুন তারপর এন্টার দিন আবার fastboot boot recovery-english.img টাইপ করুন ও এন্টার দিন। দেখবেন আপনার ফোনে 
বুট হয়েছে। এবার ফোন থেকে “wipe data/factory reset” সিলেক্ট করুন এবং YES চাপুন। উপরে নিচে জাবার জন্য ভলিউম আপ ডাউন এবং সিলেক্ট করার জন্য 
পাওয়ার বাটন ইউস করুন। আবার “wipe cache partition” সিলেক্ট করুন এবং YES চাপুন। এর পর “mount & Storage” এ যান এবং “Mount Usb Drive” 
সিলেক্ট করুন। আপনার ফোনটি পিসি তে মাস স্টোরেজ হিসেবে কানেক্ট পাবে। এবার ডাউনলোডও এক্সট্রাক্ট করা ফালই থেকে “clockworkmod_rainwalker\clockworkmod” 
ফোল্ডারটি সরাসরি মেমরি কার্ডে কপি করুন। কপি করা শেষ হলে ফোন থেকে “Unmount” সিলেক্ট করুন তারপর “Go back” সিলেক্ট করুন তারপর 
“Backup and Restore” সিলেক্ট করুন এরপরRestore” সিলেক্ট করুন।Restore” অপশন থেকে “ICS_W25_Stable” সিলেক্ট করে করুন। অপশন টি না আসলে 
প্রসেসটি পুনরায় করুন। “Restore” শেষ হলে রিস্টার্ট হয়ে ফোন চলু হবে। এবার দেখুন আপনার ফোনটি সম্পূর্ণ ইংরেজি ভাষায় চালু হবে।

বি: দ্র: কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আপনার কোনো ভুলের কারনে আমাকে দ্বায়ি করবেন না। উইনডোজ সেভেন এ করলে সবচেয়ে ভাল হয়। 
আর মেমরি কার্ড খালি  করে নিলে ভাল হয়।

পূর্বে প্রকাশিত এইখানে 
আমার ব্লগ টা একটু দেখে আসতে পারেন আশা করি ভাল লাগবে ।

Level 0

আমি jabad bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Jotil ek khan tune korsen. 🙂

Level 0

Thanks vai for your comment @farhadjoy@

Chomokkar Tune. Risk nissi. Kothao atke gele comment kore janabo. Help koiren plz.

Level 0

vaia plz bolben ki atate bangla language support korbe ki.

    Level 0

    @mdkutub: এই রমে বাংলা ভালমত আসবে না। রেন্ডারিং প্রবলেম আছে।

Level 0

ami symphoney xplorer w 30 kinechi,but usb tar diye pc te connect korate parchi na.jodi keo janen plz aktu help korben. plz

Level 0

@Alamin Hossain@ don’t worry its really simple. if any problem then knock me.

Level 0

@iftikhan@ you need to install your usb drive 1st.

Level 0

@mdkutub@ i didn’t try yet.

Level 0

how can i get it? i dont know about it, plz help @ jabad bd vai

Level 0

@iftikhan@ You can search in xda developer foram

Level New

আমার সিম্ফনি w50 ও এর বুট লোডার আনলক করা আছে।সেইখান থেকে রুট করা যাবে কি?যেভাবে স্যামসাং গ্যালাক্সি ওয়াই করা যায়।অর্থাৎ update from sd card এই নিয়মে।কারো জানা থাকলে জানায়েন।

Level 0

@nayonb@ may be , but i am not sure. i didn’t use w50.

symphony w5 e ics update kora jabe ??? Plz bro janan

Level New

ভাই…. (AP+BP)_ICS_S01.7z.002 ফাইলটি ২বার ডাউনলোড করেছি কিন্তু আনজিপ হয়না। অনেকবার চেষ্টা করেছি। এখন আমি কি করতে পারি……?????

“installer_r20.0.3-windows.exe” file ta 5% er besi download hosse na. koekbar try korlam. kaj hossena. @ jabad bd
7zip file ta install korar por ogula khulte pare @ Chad

Level 0

vai potome 2ti app install korar por download hocce na red mark kora golo to show kore na. plz vai help me. onek kostro kore sokol file download koreci plz plz plz jabad vai. apnar blog ar post ti deklam.

Level 0

@ Alamin Hossain@ its not important. follow the next steps.

Level 0

@ mdkutub@ its not important.
follow the next steps.

Level 0

@chand@ download 2 part and after unzip u will get 1 folder…..

Vai root korar por ki wifi ar manual proxy, port setting paoa jabe?

Level 0

many many tnx bro .my symphony w25 update ICS successful. Ami phone take comment korlam. very first and userfriendly .but bangla not proper support.

Level 0

@mdshibluhasan@ yes.

7z920 install Debar Por, (AP+BP)_ICS_S01.7z.001 & clockworkmod_rainwalker.7z_2.001 unzip Hoyeche kintoo ICS_S01.7z.002 & clockworkmod_rainwalker.7z_2.002 unzip hocche Na…. help me…..:(

    Level 0

    @Salvation786: ap+bp 2 part mile 1 ta folder & clockworkmod 2 par mile 1 ta folder hobe.

Jabad vi amito kono file e extract korte parcena. 7zip install korar poro ogula ager motoi ase

Etogula file namailam. ekhn jodi root na korte pari….

extract korte parce vi. ekhn next step a jassi.

Salvation786 vi er moto amaro eki obosta!!!
7z920 install Debar Por, (AP+BP)_ICS_S01.7z.001 & clockworkmod_rainwalker.7z_2.001 unzip Hoyeche kintoo ICS_S01.7z.002 & clockworkmod_rainwalker.7z_2.002 unzip hocche Na…. help me…..:(

thanks brother. ami sodhu wifi manual proxy, port ar jonno age amar officer wifi ti use korte parcilam na. akhon mone hoi parbo. Ar apnar ai osamanno tune ar jonno donnobad.

Level 0

via Samsung galaxy ace s5839i the ICS korar jonno ki ai ta use kora jabe .na onno kono tunes thakle janaben.

ভাইজান, 7z920 install করার পর (AP+BP)_ICS_S01.7z.001 & clockworkmod_rainwalker.7z_2.001 unzip Hoyeche kintoo ICS_S01.7z.002 & clockworkmod_rainwalker.7z_2.002 unzip হচ্ছে না…. help me…..:(

    Level 0

    @Salvation786: ap+bp 2 part mile 1 ta folder & clockworkmod 2 par mile 1 ta folder hobe.

আমি পরিস্কার বুঝতে পারলাম না।

    Level 0

    @Salvation786: (AP+BP)_ICS_S01.7z.001 & (AP+BP)_ICS_S01.7z.002 ai 2 ta file extract korle 1 ta file paben
    clockworkmod_rainwalker.7z_2.001 & clockworkmod_rainwalker.7z_2.002 ai 2 ta file extract korle 1 ta file paben

Level 0

ভাইয়া আমি sony xperia ray st18i use করি। আমি যখন সেট টা কিনি তখন config chk করি। জাবা use করা জাবে। via midp emulator. কিন্তু আমি অনেক চেস্টা করার পর ও পারচিনা। আমার সেট এর এন্ড্রইড version gingerbread 2.3.4। জাবা সব emulator instl করে দেখেচি। এক্টাই xtrct হতেই থাকে। কুন কাজ র হইনা। অন্ন গুল force close বলে। কিভাবে use করব জাবা, কারো জানা থাক্লে পিলিজ জানান। উপকার হবে অনেক।।।

ভাইজান, আমি .(AP+BP)_ICS_S01.7z.001 এবং clockworkmod_rainwalker.7z_2.001 আনজিপ করে যথাক্রমে (AP+BP)_ICS_S01 নামে এবং clockworkmod নামে একটি করে ফোল্ডার পেয়েছি। ২য় ফাইল দুটি’ কি আনজিপ করা লাগবে না..??? দয়া করে উত্তর দিবেন।-ধন্যবাদ।

আমার সকল ফাইল ডাউনলোড শেষ। তাহলে আমি কি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো…???

“ইন্সটল করার পর ওপেন করে ছবির মত লাল মার্ক করা ফাইল দুটো ডাউনলোড করুন।” vai lal mark kora kisui asenai amr. Dan pase green color er likha Not installed . Vai apner fb id ta jodi diten tobe screenshot dite partam.

ভাইজান আমি আইসক্রিম স্যান্ডুইচ ইনস্টল হইল কিন্তু ইংরেজী ভাষায় আনতে পারছি না। দয়া করে এই পার্টটুকু ক্লিয়ার করবেন….ধন্যবাদ।

আমি সফলভাবে আইসক্রিম স্যান্ডুইচ ইনস্টল করতে সক্ষম হয়েছি। আইকন এতো কম কেন…? এ্যাডবি রিডার, জিমেইল নাই কেন…???…….জিঞ্জারবার্ড-এ তো অনেক কিছু ছিল….!!!

আমি সফলভাবে আইসক্রিম স্যান্ডুইচ ইনস্টল করতে সক্ষম হয়েছি। আইকন এতো কম কেন…? এ্যাডবি রিডার, জিমেইল আ্নইকন নাই কেন…???…….জিঞ্জারবার্ড-এ তো অনেক কিছু ছিল….!!!

আইসক্রিম স্যান্ডউইচ এ তো জিঞ্জারবার্ড এর চেয়ে আরো অনেক অপশন থাকার কথা কিন্তু এটাতে তো অনেক অপশন নাই যেমন: আমার ক্যামরো’র ফ্লাশ হয় না, প্রোফাইল অপশন সহ আরো অনেক কিছুই নাই….এটাকি ফুল অপারেটিং সিষ্টেম না…??? .মাত্র ১৬টি আইকম মাত্র একটি পেজ…. রিস্টার্ট অপশন নাই। দয়া করে উত্তর দিবেন।

    Level 0

    @Salvation786: vai aita to apni iccha moto customize korte parben. GB te to sob fixed cilo. aikhane to ja khusi install and remove korte parben.

vai W10 Kaj Korbe

ভাইজান. আমি খুব সমস্যায় পড়লাম… মোটমুটি সবকিছু ঠিক আছে কিন্তু আমার টাইপ করার কি-বোর্ড আসে না ”কানেকশন প্রবলেম” ম্যাসেজ আসে একটু সমাধান করে দিবেন কি…:(

    Level 0

    @Salvation786: apni settings a jan tarpor language and keyboard thake keyboard a tik mark dia on kore nin.

ভাইজান. আমি খুব সমস্যায় পড়লাম… মোটমুটি সবকিছু ঠিক আছে কিন্তু আমার টাইপ করার কি-বোর্ড আসে না ”কানেকশন প্রবলেম” ম্যাসেজ আসে, সেন্সর কাজ করে না, স্ক্রীন রোটেট করে না…. একটু সমাধান করে দিবেন কি…:(

Keyboard Setting On (সবুজ টিক মার্ক) আছে। তারপরও কেন হচ্ছে না..???

    Level 0

    @Salvation786: Tahole ”কানেকশন প্রবলেম” asle notification area theke input method click kore keyboard select koren

ভাইজান, আমি নতুন করে ইনষ্টল দিয়েছি। আসলে আমার ফোনের এ্যান্ড্রয়েড কি-বোর্ড ফাইলটিকে ফোন মেমরী থেকে মেমোরী এসডি কার্ড এ প্রতিস্থাপন করলে কিবোর্ড ডিসকানেক্ট হয়ে যায়। এখন ঠিক চলছে। নেট কাজ করছে। আচ্ছা ভাইজান, সাথারণত সেট ঘুরানোর সাথে সাথে স্ক্রীন রোটেট হবার কথা কিন্তু আইসিএস করার পর এটা আর কাজ করছে না। আর জিমেইল আইকন কিভাবে আনবো…??? মেমোরী একেবারে লো দেখাচ্ছে…কোন এপ্লিক্যাশন সফটওয়্যার ইন্সটল করতে পারছি না….. দয়া করে সমাধান দিবেন।-অনেক ধন্যবাদ।

ভাইজান, আমি নতুন করে ইনষ্টল দিয়েছি। আসলে আমার ফোনের এ্যান্ড্রয়েড কি-বোর্ড ফাইলটিকে ফোন মেমরী থেকে মেমোরী এসডি কার্ড এ প্রতিস্থাপন করলে কিবোর্ড ডিসকানেক্ট হয়ে যায়। এখন ঠিক চলছে। নেট কাজ করছে। আচ্ছা ভাইজান, সাথারণত সেট ঘুরানোর সাথে সাথে স্ক্রীন রোটেট হবার কথা কিন্তু আইসিএস করার পর এটা আর কাজ করছে না। আর জিমেইল আইকন কিভাবে আনবো…??? মেমোরী একেবারে লো দেখাচ্ছে…কোন এপ্লিক্যাশন সফটওয়্যার ইন্সটল করতে পারছি না….. মাত্র ৩৫ মেগাবাইট ইন্টারনাল মেমরী আছে। দয়া করে সমাধান দিবেন।-অনেক ধন্যবাদ।

    Level 0

    @Salvation786: rotation on koren. gmail play store theke install koren. sob apps gula sd card a move koren sudu keyboard chara.

ভাইজান. জিঞ্জারবার্ড এ কিভাবে ফেরত যাওয়া যাবে এবং কিভাবে ইন্সটল করতে হবে জানালে খুব উপকার হবে।-ধন্যবাদ।

ভাইজান, আমার ফোন অন করলে মবিষ্টার লোগে আসে কেন…?? জিঞ্জারবার্ড এ কিভাবে ফেরত যাওয়া যাবে এবং কিভাবে ইন্সটল করতে হবে জানালে খুব উপকার হবে।-ধন্যবাদ।

    Level 0

    @Salvation786: apner rom r GB er baseband lagbe. process aitai. but amar kache GB er baseband nai.

Level 2

@jabad bd vai (AP+BP)_ICS_S01.7z_2.001 ke extract korle akta folder e (AP+BP)_ICS_S01.7z_2 name document ashe r extract kra jae na ki korbo plz help

Level 2

@jabad bd: vai (AP+BP)_ICS_S01.7z_2.001 ke extract korle akta folder e (AP+BP)_ICS_S01.7z_2 name document ashe r extract kra jae na ki korbo plz help

    Level 0

    @TANVIR: thik ace to. oi folder er vitor file gula paben.

Level 2

@jabad bd: vai otar vitor r kono file nai,,shudhu (AP+BP)_ICS_S01.7z_2 name akta file

Level 2

591357_8376_WCDMA_V0005 ai folder ta koi pabo?

Level 0

vai symphony w30 root korbo kivabe? khub jontronate asi. root na korte parle moja passi na.

    @Shobuj.57: আপনি কি আপনার W30 রুট করতে পেরেছেন?

Level 0

vai valo moto system ta boji ni.especially “QPST Entry Download’ kokhon kivabe asbe boji ni.ami w25 root koresi.ics e upgradation ta bojtesi na.plz help me

    Level 0

    @hannan898: বন্ধ অবস্থায় ভলিওম ডাউন+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন “QPST Entry Download” asbe

Level 2

jahad vai amar set ta apni kore din na plzzzzz
apni je khane aste bolben aste parbo….

    Level 0

    @Shifat: vai no problem. 100% korte parben. ai porjonto 1 ta set o problem hoy nai. minimum 30 jon korce. r problem hole to ami aci.

Level 2

@jabad vai
ami korte persi, sob e valo, kintu phone memory to loss hoye gelo..
mane install compelete hoar por dekhi marto 50 MB free ase..
GB te pray 137 MB free silo..
akhon ki korte pari??????

    Level 0

    @Shifat: apps gula sd card a transfer kore den. r unnecessary gula remove kore den.

জাভেদ ভাই, আমি কোনভাবেই ড্রাইভার মানে qualcomm cdma technologies msm driver টি ইনস্টল করতে পারছি না। হেল্প করবেন, প্লিজ……… তাছাড়া আমি এই প্রসেসে আইসক্রিম এর পরিবর্তে জেলিবিন ইনস্টল করতে পারব?

আমার উইন্ডস 7 /64 বিট।Qualcomm CDMA Technologies MSM টা হলুদ (!) চিহ্ণ দিয়ে আসে এবং কোন Com পোর্ট আসে না। তাহলে কি করা যায় বলতে পারেন? আপনার টিউটোরিয়ালে Com3 বা যে কোনটা একটা পোর্ট আসতে পারে বলা হয়েছে । যদিও একবার Tianyu Incorporated এ পোট 18 এসেছিল (এতে কি কাজ চলবে?)। মোবাইল কানেক্ট করলে ডিভাইজ ওয়াজ নট সাকসেসফুলি ইনস্টল দেখাছে। তাছাড়া S01_Drivers এটার মধ্যে 32/64 দুটো ফোল্ডার আছে কোনটা করবো আমার 64 বিট মেশিনে।

Level 0

SYMPHONY W10 ar jonno akta ICS Rom Diban Plz Vai @ jabad bd

ভাই Symphony W30 এ কি এই পদ্ধতি কাজ করবে? যদি করে তাহলে আমাকে একটু জানান।

Level 0

সব কিছু ঠিক মত করেছি ভাইয়া ……কিন্তু যখন BP download dei তার কিছুখন পর BP DOWNLOAD FAILED লিখা আসে ……… আমার PHONE টিও এখন ON হচ্ছে না … 🙁

imei null ashe .akhon ki korbo.sim network passe na #help . . .

    Level 0

    @Mostain Billah REAL: may be u have make any mistake. i suggest u to do the process again with carefully

jabad vai. aei rom ta te onek bug ase. ekhon ami abar jingerbread a ashte chai.