সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামুআলাইকুম। অনেক দিন ধরে ভাবছি টেকটিউনস এ কিছু লিখব কিন্তু ভাল কোন বিযয় ছিল না। আর যা কিছু আছে তা নিয়ে আগেই লিখা হয়ে গেছে। আজ একটা প্রয়োজনিয় জিনিস নিয়ে লিখতে বসলাম যেটা আগে কেউ লিখেনি। এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে মাফ করবেন। আমি আজ আপনাদের দেখাব কিভাবে সিম্ফোনি ডব্লিউ ২৫ কে আইসক্রিম সেন্ডুইচ (ICS) এ আপডেট করবেন ও সাথে থাকছে ফ্রী রুট।
এটা অনেক সহজ একটা প্রসেস। আশা করি চেষ্টা করলে সবাই পারবেন। আমি নিজে এটা ব্যাবহার করছি এবং প্রায় ১০-১২ টা ফোন নিজে আপডেট করেছি। তাহলে শুরু করা যাক। প্রথমে নিচের ফাইল গুলা ডাউনলোড করে নিন। সব গুলাই মিডিয়া আগুন লিংক।
1. AP & BP for ICS S01
2. Drivers
3. Flash tools
4. Symphony ICS stable
6. 7-zip
Password:- jabadbd24 ডাউনলোড করার পর সব ফাইল গুলা extract করে এক ফোল্ডারে রাখুন। এবার “(AP+BP)_ICS_S01\(AP+BP)_ICS_S01\ICS_S01” ফোল্ডারে যান এবং এখান থেকে “NPRG7627A.zip” ফাইল টি extract করুন। Extract করারপর “NPRG7627A.hex” নামের একটি ফাইল পাবেন এটি “591357_8376_WCDMA_V0005” এর ভেতর পেষ্ট করুন। এবার আপনার ফোন বন্ধ করুন। সিম ও মেমোরি বের করে নিন। বন্ধ অবস্থায় ভলিওম ডাউন+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন “QPST Entry Download” না আসা পর্যন্ত। এবার ডাটা কেবল এর মাধ্যমে ফোন পিসির সাথে কানেক্ট করুন। একটি পপ আপ দেখতে পাবেন। এটি ক্লোজ করে দিন এবং কম্পিউটার মেনেজমেন্ট থেকে ড্রাইভার টি ইন্সটল করুন।
ড্রাইভার টি ইন্সটল করার সময় ফাইল “S01_Drivers\drivers\Driver\HK11-VB717-27\HK11-VB717-27_1.0.56\Win32\x86\free” এর লোকেশন দেখিয়ে দিন। ড্রাইভার টি ইন্সটল হলে নিচের মত দেখতে পাবেন। আমার এখানে পোর্ট ৩ দেখাচ্ছে আপনার টাতে অন্য কোনো একটা দেখাতে পারে।
এখন “S01_flash_tools\fast_boot” ফোল্ডারে যান এবং “fastboot1.0.2.4.exe” ওপেন করুন। এবার BP ব্রাউজ এ ক্লিক করে
“(AP+BP)_ICS_S01\(AP+BP)_ICS_S01\ICS_S01\591357_8376_WCDMA_V0005″ সিলেক্ট করুন ও BP পোর্ট এ ইন্সটল করা ড্রাইভার এর পোর্ট
নাম্বর বসান। তারপর ডাউনলোড এ ক্লিক করুন।
ডাউনলোড শেষ হবার পর “fastboot1.0.2.4.exe” অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এবার ফোন পিসি থেকে খুলে বন্ধ করুন। আবার বন্ধ অবস্থায় ভলিওম আপ+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন গ্রিন স্কিন না আসা পর্যন্ত। আবার ডাটা কেবল এর মাধ্যমে ফোন পিসির সাথে কানেক্ট করুন। নতুন একটি পপ আপ দেখতে পাবেন। এটি ক্লোজ করে দিন এবং পূর্বের মত ড্রাইভার টি ইন্সটল করুন। ড্রাইভার টি ইন্সটল করার সময় ফাইল “S01_Drivers\drivers\Driver\adb_driver” এর লোকেশন দেখিয়ে দিন। ড্রাইভার টি ইন্সটল হওয়ার পর “S01_flash_tools\EMMC_AP” ফোল্ডারে যান এবং "vcredist_x86.exe” ইন্সটল করুন তারপর “QUALFAST2.0.4(Factory).exe” ওপেন করুন।
এবার সেল পেথ এ ক্লিক করে “AP+BP)_ICS_S01\(AP+BP)_ICS_S01\ICS_S01\TBW591357_9999_V0001_2″ সিলেক্ট করে OK করুন । প্রথম “Waiting Decices…” compleate হওয়ার পর আপনার ফোন পিসি থেকে খুলে বন্ধ করে চালু করুন।
আপনার ফোনটি ফরেন ভাষায় চালু হবে। এবার CWM-English ইন্সটল করতে হবে। ফোন বন্ধ করুন। সিম ও মেমোরি প্রবেশ করান। ভলিওম আপ+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন গ্রিন স্কিন না আসা পর্যন্ত । এবার ডাটা কেবল এর মাধ্যমে ফোন পিসির সাথে কানেক্ট করুন ডাউনলোড করা ফাইল গুলো থেকে CWM-English ফোল্ডার টি ওপেন করুন। ফোল্ডাার এর ফাকা জায়গায় কি বোর্ড এর ডান শিফ্ট বোতাম+মাউস এর ডান বোতাম একসাথে চাপুন ও ওপেন কমান্ট প্রোম্ট সিলেক্ট করুন। কমান্ট প্রোম্ট এ Fastboot devices টাইপ করুন তারপর এন্টার দিন আবার fastboot boot recovery-english.img টাইপ করুন ও এন্টার দিন। দেখবেন আপনার ফোনে বুট হয়েছে। এবার ফোন থেকে “wipe data/factory reset” সিলেক্ট করুন এবং YES চাপুন। উপরে নিচে জাবার জন্য ভলিউম আপ ডাউন এবং সিলেক্ট করার জন্য পাওয়ার বাটন ইউস করুন। আবার “wipe cache partition” সিলেক্ট করুন এবং YES চাপুন। এর পর “mount & Storage” এ যান এবং “Mount Usb Drive” সিলেক্ট করুন। আপনার ফোনটি পিসি তে মাস স্টোরেজ হিসেবে কানেক্ট পাবে। এবার ডাউনলোডও এক্সট্রাক্ট করা ফালই থেকে “clockworkmod_rainwalker\clockworkmod” ফোল্ডারটি সরাসরি মেমরি কার্ডে কপি করুন। কপি করা শেষ হলে ফোন থেকে “Unmount” সিলেক্ট করুন তারপর “Go back” সিলেক্ট করুন তারপর “Backup and Restore” সিলেক্ট করুন এরপরRestore” সিলেক্ট করুন।Restore” অপশন থেকে “ICS_W25_Stable” সিলেক্ট করে করুন। অপশন টি না আসলে প্রসেসটি পুনরায় করুন। “Restore” শেষ হলে রিস্টার্ট হয়ে ফোন চলু হবে। এবার দেখুন আপনার ফোনটি সম্পূর্ণ ইংরেজি ভাষায় চালু হবে। বি: দ্র: কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আপনার কোনো ভুলের কারনে আমাকে দ্বায়ি করবেন না। উইনডোজ সেভেন এ করলে সবচেয়ে ভাল হয়। আর মেমরি কার্ড খালি করে নিলে ভাল হয়। পূর্বে প্রকাশিত এইখানে আমার ব্লগ টা একটু দেখে আসতে পারেন আশা করি ভাল লাগবে ।
আমি jabad bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jotil ek khan tune korsen. 🙂