এনড্রয়েড সমাচার [পর্ব-১৬] :: বাচ্চাদের মন ভুলানো কিছু অ্যাপ্লিকেশন

এনড্রয়েড সমাচার

অনেকদিন পরে এলাম কিছু রিভিও নিয়ে। লক্ষ লক্ষ এনড্রয়েড অ্যাপস এর ভিড়ে রিভিও লেখাটা সমুদ্রে পানি ঢালার মতই। তবে আমাদের যদি সীমিত মেমোরির এনড্রয়েড ডিভাইস থাকে তাহলে যথেচ্ছ অ্যাপ্লিকেশন ইন্সটল না করে বেছে বেছে ইন্সটল করাটাই বুদ্ধিমানের কাজ। তাই রিভিও এর প্রয়োজন হয়।

যাহোক, এবার কাজের কথায় আসি। এমন কিছু সময় আসে যখন আমাদের ছোট্ট সোনামণিদের কিছুটা আনন্দ দিতে ইচ্ছে করে। অনেক সময় মন খারাপ করা বা কাঁদতে থাকা কোন বাচ্চার মন ভাল করাটা জরুরী হয়ে পড়ে। তো এজন্য অনেকে যাদু দেখান, অনেকে আবার পশুপাখির ডাক নকল করেন, আবার অনেকে কাগজ কলম নিয়ে ছবি আঁকতে বসে যান। যাদের এধরনের কোন কৌশলই আয়ত্তে নেই (আমার মত) তারা তাদের প্রিয় স্মার্টফোনটির সাহায্য নিতে পারেন। আপনাকে নিশ্চিত করছি, আপনি কিছু না জেনেও বাচ্চাদের আসরের মধ্যমণি হয়ে থাকবেন।

আজকে মাত্র চারটি এমন রিভিও দিচ্ছি - ভবিষ্যতে আরও দেবার চেষ্টা করব। এখানে উল্লেখ করা অ্যাপ্লিকেশনগুলোর সবই হয়তো পরিচিত, তারপরও যারা এনড্রয়েড স্মার্টফোন/ট্যাবলেটে নতুন তাদের জন্য কাজে লাগতে পারে।

টকিং টম ক্যাট ফ্রি

টকিং টম ক্যাট ফ্রি (ভার্সন ২.০.১/১৫ মেঃবাঃ/স্টার রেটিং ৪.৫) বা সংক্ষেপে টকিং টম এর সাথে নিশ্চয়ই এর মধ্যে পরিচিত হয়ে গেছেন। দারুন মজার মিমিকিং এই অ্যাপ্লিকেশনটিতে টম নামের মজার এক বিড়াল আপনার টাচ এর সাথে ইন্টার‍্যাক্ট করবে। আপনি যা বলবেন, সে তা পুনরাবৃত্তি করবে। ওর লেজ, বুক, পা, মুখে আপনি টাচ করলে বিভিন্নরকম অভিব্যাক্তি দেখাবে। বাচ্চাদের মন ভুলাতে এর তুলনা নেই।

টকিং টম মতই আরও কিছু ফ্রি মিমিকিং অ্যাপ্লিকেশন আছে যেমন

টকিং জিঞ্জার (বিড়ালছানা)/টকিং পিয়েরে দ্য প্যারট (টিয়াপাখি)/টকিং এঞ্জেলা(মেয়ে বিড়াল)/টকিং বেন দ্য ডগ(কুকুরছানা)/টকিং জিনা দ্য জিরাফ(জিরাফ)

তবে সব কিছুর বিচারে শ্রেষ্ঠ হল টকিং টম ক্যাট টু (ভার্সন ২.১.১/১২ মেঃবাঃ/স্টার রেটিং ৪.৫)

কিডস ডুডল

বাচ্চাদের নানারকম মজার আঁকিবুঁকি করবার এক মজার অ্যাপস হল কিডস ডুডল (ভার্সন ১.৫.১/৩ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৫)। দারুন সুন্দর ব্রাশ শেপস, রঙ ও ইফেক্ট এর কারণে, যে কেউই কিডস ডুডল দিয়ে 'মহান' চিত্রকর হয়ে যেতে পারে। মুভি মুড ব্যবহার করে কিভাবে ছবিটি আঁকা হল, তার একটি 'একশন রিপ্লে'ও দেখা যায়। যেকোনো বাচ্চাই এটা ব্যবহার করে ছবি একে মজা পাবে।

ম্যাজিক পেইন্ট ক্যালেইডোস্কোপ

ছোটকালে চোঙ এর মধ্যে দিয়ে কাঁচের টুকরার বর্ণিল আল্পনা বা ক্যালেইডোস্কোপ আমাদের সবার মনে থাকার কথা। ম্যাজিক পেইন্ট ক্যালেইডোস্কোপ (ভার্সন ১.১.৮/২.৮ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৬) দিয়ে নানারকম ক্যালেইডোস্কোপ আঁকার অভিজ্ঞতাটা বড়দের জন্যও মজার - ছোটদের তো বটেই। ১০টির অধিক ব্রাশ আর নানারকম রঙ আপনাকে রীতিমত অসিম সংখ্যক ক্যালেইডোস্কোপ আঁকার সুযোগ দেবে। এটাতেও রিপ্লে দেখার ব্যবস্থা আছে। বাচ্চাদের হাতে দিয়ে দেখুন, আপনার স্মার্টফোনটি ফেরত পেতে কষ্ট হবে।

পেইন্ট জয় - কালার এন্ড ড্র

পেইন্ট জয় - কালার এন্ড ড্র (ভার্সন ১.২.৩/৩.৩ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৫) একটি ছবি আঁকা ও রঙ করবার অ্যাপস। ছোট বড় সবার জন্যই এটা দারুন। নানারকম ব্রাশ স্টাইল, সাইজ, কালার, ব্যকগ্রাউন্ড ইত্যাদি ব্যবহার করে নিমেষেই এঁকে ফেলা যায় দারুন সব ছবি। বাচ্চাদের ভুলাতে (আপনি যদি ছবি না আঁকতে পারেন) আপনি এটা চালিয়ে দিয়ে দিন বাচ্চাদের কাছে, দেখবেন ওরা কেমন ব্যস্ত হয়ে গেছে।

আজ এ পর্যন্তই। এর পরে বাচ্চাদের জন্য আরও কিছু রিভিও নিয়ে আসব ভবিষ্যতে। সে পর্যন্ত ভাল থাকবেন সবাই।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বাচ্চাদের হাতে android সেট টি দিলে তারা কি মোবাইল এর display আস্ত রাখবে?

    @alihasan045: না রাখার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে নরম বিছানা/সোফার উপর বসিয়ে সাবধানে হাতে দিতে পারেন। [সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ আপানার সেটের কিছু হলে আমি দায়ী না :)]

VAI GOOGLE PLAY THEKE LAPTOP APPS LOAD KORBO KIVABE?JANABEN PLS

টকিং টম আর ছোট ভাই এই দুইটার জালায় তো মোবাইল ব্যাবহার করতে পারি না…..