ফ্রিতে নিয়ে নিন Droid VPN এর ৩ মাসের Premium একাউন্ট।

আমি টেকটিউনসের নিয়মিত পাঠক। লেখালেখি কম করি। তাই আপনারা আমার টিউন গুলো নিয়মিত পান না। আমি একটু অলস টাইপ ছেলে। 😀 তবে আজ অলসতা কাটিয়ে লিখতে বসলাম। জানিনা আপনাদের কতটুকু উপকারে আসবে। অনেক বকবক করলাম এখন আসল কথায় আসি।

আমরা যারা Android ইউজার। এতো দিনে হয়তো Android
VPN Service
দিয়ে গিপিতে ফ্রি নেট ইউজ করছি। যারা এখনো করেন নি তারা এইটা দেখতে পারেন।

সাধারনত Droid VPN এ আমরা ফ্রি একাউন্ট ইউজ করে থাকি। যার রয়েছে বিশাল সীমাবদ্ধতা।

সীমাবদ্ধতা গুলোঃ

→ ২ এমবি শেষ হলে ডিসকানেক্ট হয়ে যাবে। যা অতি বিরক্তিকর।
→ সারাদিন ১০০ এমবির উপর ইউজ করতে পারবেন না।

যা যা লাগবেঃ

★ Droid VPN বিষয়ক একটি আরটিকেল।
★ গুগল পেজ রেক্ন ২ আছে এমন একটি ওয়েবসাইট।
বিস্তারিত এখানে পড়ুন।

যেভাবে পাবেনঃ

♣ আপনার লেখা আরটিকেলটি একটি ওয়েবসাইট বা ব্লগে পাবলিশ করুন, যার গুগল পেজ রেক্ন ২। আরটিকেলে কি লিখবেন এবং কিভাবে লিখবেন, তা জানতে এখানে ক্লিক করুন।
♣ সবশেষে [email protected] এ আপনি আরটিকেল লিখেছেন জানিয়ে মেইল করুন। সবকিছু ঠিক থাকলে আপনি ৩ মাসের Premium একাউন্ট একদম ফ্রিতে পাবেন।
আমার একটি ব্লগ আছে সময় পেলে ঘুরে আসবেন।

Level 0

আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

faul

Level New

vua

Level 0

আজাইরা টিউন না করলে হয় না। যতসব ফালতু।

Level 0

এইভাবে আজাইরা টিউন দিয়ে নিজের ব্লগের বিজ্ঞাপন থেকে বিরত থাকুন..

    ফাউল কেন হবে? যারা Droidvpn ইউজ করে, তাদের জন্ন দরকারি। না জেনে টিউন কে ফাউল বলা উচিত নয়। আর এখানে নিজের ব্লগ এর বিজ্ঞাপন কোথায় দেয়া হল। আপনার ভালো লাগলে ব্লগে যাবেন, না লাগলে যাবেন না। আপনাকে তো আর জোর করে ঢোকানো হচ্ছে না? তাই এটা বিজ্ঞাপন না।

      Level 0

      @অনিক সরকার: ভাই বিজ্ঞাপন কি এইটাই তো আপনার জানা নাই.. আগে বিজ্ঞাপন কাকে বলে জানুন তারপর অন্যকে সাহায্য করার চেষ্টা করুন.. জানেনা দেখেই ফাউল টিউন শুরু করেছেন…

        @Zahid: @Zahid: আমি মার্কেটিং এর ছাত্র, আপনি আমাকে শেখাবেন বিজ্ঞাপন কাহাকে বলে, কত প্রকার ও কি কি? লুল
        প্রায় ১ বছর যাবৎ টেকটিউনস এ আছেন, অথচ একটা টিউন নাই। আর আপনি আমাকে টিউন করা শেখাচ্ছেন। পুরাই লুল। 😀
        Droidvpn খায় না মাথায় দেয় জানেন? জানলে এই ধরনের কমেন্ট করতেন না।
        এতদিন যাবৎ টেকটিউনসে, অথচ কমেন্ট করতেও জানেন না। সো সেড।
        টিউন বুঝে কমেন্ট করবেন। চিলে কান নিয়েছে বলে তো আর চিলের পিছে দোড়ানো উচিত না, আগে কানে হাত দিয়ে দেখতে হয়।

আরে ভাই, এই গুলান কি, ?????

@Zahid: আমি মার্কেটিং এর ছাত্র, আপনি আমাকে শেখাবেন বিজ্ঞাপন কাহাকে বলে, কত প্রকার ও কি কি? লুল
প্রায় ১ বছর যাবৎ টেকটিউনস এ আছেন, অথচ একটা টিউন নাই। আর আপনি আমাকে টিউন করা শেখাচ্ছেন। পুরাই লুল। 😀
Droidvpn খায় না মাথায় দেয় জানেন? জানলে এই ধরনের কমেন্ট করতেন না।
এতদিন যাবৎ টেকটিউনসে, অথচ কমেন্ট করতেও জানেন না। সো সেড।
টিউন বুঝে কমেন্ট করবেন। চিলে কান নিয়েছে বলে তো আর চিলের পিছে দোড়ানো উচিত না, আগে কানে হাত দিয়ে দেখতে হয়।

    Level 0

    @অনিক সরকার: মার্কেটিং পড়া ছাইড়া দেন.. যে বিজ্ঞাপন কি সেটাই বুঝে না তার আবার মার্কেটিং পড়া.. আর আমি যদি একাই কমেন্ট করতাম তাহলে বুঝতাম আমারই ভুল.. তারমানে দেখা যাইতাছে কেউ কমেন্ট করতে জানে না.. আর আপনি বলতাছেন জোর করে ঢুকাইলেই বিজ্ঞাপন হয়.. আপনাকে কোন গাধায় বলেছে এইটা.. আর আপনার কোন মার্কেটিং বই এ লেখা আছে জোর করে কোন কিছুতে ঢুকাইলে তাকে বিজ্ঞাপন বলে?

@Zahid: আপনে তো দেখি বাংলাদেশের বড় বিজ্ঞাপন বিশারদ। এখানে কোথায় লেখা আছে, ৃযে নিজের ব্লগ এর ঠিকানা দেওয়া যাবেনা?
নীতিমালা ভালো করে পড়েন।
আপনি অন্নদের কমেন্ট দেখে কোন যাচাই বাছাই না করে নিজেও একটা কমেন্ট করে ফেল্লেন। নিজে কিছু চিন্তা করতে শিখেন। এই চিন্তাভাবনা নিয়ে আবার বিজ্ঞাপন এর উপর PHD করে ফেলেছেন। 😀 😛
Droidvpn দিয়ে কি করে জানেন? আমি নিজে Premium একাউন্ট পেলাম আর আপনি বলছেন আজাইরা টিউন। টিউন নিজে বুঝে, নিজে try করে, কমেন্ট করবেন।

OO tai………….vpn ……..ei vpn diye pc theke connect kora jai……….for free gp internet.?????????

Level 0

আনরুটেড ফোন এর জন্য কনো vpn আছে নাকি ???

@অনিক সরকার: না ভাই। তবে Handler & proxy দিয়ে চালাতে পারেন। বিস্তারিত এখানে দেখুন

vai amr w70 te Tun.ko install hoy kintu download hoy na…! dhaky “tun.ko module download incompatible “…! ki korbo aktu blben plz…! amr phn rooted …!

install এর সময় সব অপশন গুলা টিক দিয়ে নিয়েছেলন? নিলে হবার কথা। তানা হলে আপনার ফোন এর tun.ko নেই।

pd proxy er premium account ba er tricks dite paren????