Symphony W90 vs Micromax A110 Canvas 2: কোনটা কিনবেন

source:

Symphony W90 vs Micromax A110 Canvas 2: কোনটা কিনবেন : সিম্ফনী W90 বনাম মাইক্রোম্যাক্স a110 ক্যানভাস ২



5 inch Android war in Bangladesh,

সিম্ফনী W90 বনাম মাইক্রোম্যাক্স a110 ক্যানভাস ২


5 inch (৫ ইঞ্চি) স্ক্রীণের এন্ড্রয়েড ফোন কিনতে গেলে বালাদেশের মার্কেটে রয়েছে সিম্ফনীর Symphony W90, মাইক্রোম্যাক্সের Micromax A110 Canvas 2

 

বিস্তারিত জানার জন্য পাশাপাশি স্পেসিফিকেশন ও এরপর বিশদ ফীচার আলোচনা পড়ুন।

Screen size, screen resolution

Symphony W90 : ৫ ইঞ্চি IPS Capacitive full touch 480X800 pixels

Micromax A110 Canvas 2 : ৫ ইঞ্চি IPS Capacitive full touch 480X854 pixels

Camera, video, autofocus

Symphony W90 : ৮ মেগাপিক্সেল অটোফোকাস সাথে ফ্লাশ, secondary: ০.৩ মেগাপিক্সেল, ভিডিও 720p@30fps

Micromax A110 Canvas 2 : ৮ মেগাপিক্সেল অটোফোকাস ডুয়েল ফ্লাশ, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, secondary: ০.৩ মেগাপিক্সেল, ভিডিও 720p@30fps

RAM

Symphony W90 : ৫১২ মেগাবাইট, ইন্টারনাল মেমোরী ৪ গিগাবাইট

Micromax A110 Canvas 2 : একই

Chipset and processor (চিপসেট ও প্রসেসর)

Symphony W90 : MediaTek MT6577 Dual-core 1 GHz Cortex-A9

Micromax A110 Canvas 2 : একই

GPU (জিপিইউ : গ্রাফিক্স প্রসেসর)

Symphony W90 : PowerVR SGX531

Micromax A110 Canvas 2 : একই

Android OS Version (অ্যান্ড্রয়েড ভার্সন)

Symphony W90 : Android 4.0 Ice Cream Sandwich, আপডেটের ব্যাপারে কিছু বলা নাই

Micromax A110 Canvas 2 : Android 4.0.4 (Ice Cream Sandwich), upgradable to 4.1.1 (Jelly Bean)

Bluetooth (ব্লুটুথ)

Symphony W90 : ভার্সন ৩

Micromax A110 Canvas 2 :একই

USB (ইউএসবি)

Symphony W90 : version 2.0 microUSB

Micromax A110 Canvas 2 : microUSB v2.0, USB On-the-go(পেনড্রাইভ, কীবোর্ড মাউস গোমপ্যাড এটাচ করা যাবে)

GPS, FM radio (জিপিএস, এফএম রেডিও)

দুটোতেই আছে

Battery (ব্যাটারী)

Symphony W90 : Standard battery, Li-Ion 2100 mAh

Micromax A110 Canvas 2 : একই

এবার বিস্তারিত আলোচনায় আসা যাক:

মাইক্রোম্যাক্স এ১১০ ক্যানভাস ২ এর স্ক্রীণ রেজ্যুলেশন সিম্ফনীর W ৯০ এর চেয়ে সামান্য বেশী

ক্যামেরা: মাইক্রোম্যাক্স এ ১১০ ক্যানভাস ২ এর ক্যামেরা বেশ ভাল হিসেবে অনেক ব্যাবহারকারী অনেক ফোরামে বলেছে(দেখতে পারেন, অ্যান্ড্রয়েড কথন এ), কয়েকজন বলেছে আনঅফিসীয়াল জেলী বীন এ আপগ্রেড করার পর ক্যামেরা ১৩ মেগাপিক্সেল দেখাচ্ছে,

আরও রয়েছে টাচ ফোকাস, ক্যামেরা ছবি তোলার সময় স্ক্রীণে টাচ করে নির্দিষ্ট স্থানে ফোকাস করা যাবে,

রয়েছে শক্তিশালী ডুয়েল ফ্ল্যাশ, Symphony W90 তে সিঙ্গেল ফ্ল্যাশ

অপারেটিং সিস্টেম আপডেট: Symphony W90 তে আছে অ্যান্ড্রয়েড ৪.০, আপডেটের ব্যাপারে কিছু বলা নাই, পাবার সম্ভাবনাও নাই।

আর মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে আছে এন্ড্রয়েড ৪.০.৪(যা Symphony W90 এর চেয়ে সামান্য আপডেটেড)

জেলিবীন আপডেট: সিম্ফনীতে আসতে পারে কিনা কিছু বলা নাই, মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে জেলীবিন আপডেট রম রয়েছে(সায়ানোজেনমড), ভারতে অফিসীয়ালী আপডেটের ঘোষণা দেওয়া হয়েছে

আন্তর্জাতিকভাবে মাইক্রোম্যাক্স A110 Canvas 2 বেশ জনপ্রিয় হওয়ায় এর অন্যান্য আপডেট ও সাপোর্ট ফোরাম পাবেন

ইউএসবি: Symphony W90 তে কেবল মাইক্রোইউএসবি ভার্সন ২,

অন্যদিকে মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে মাইক্রোইউএসবি ভার্সন ২,

কিন্তু আসল জিনিস হল এর ইউএসবি ওন দ্যা গো(OSB On The go/USB OTG) ফীচার,

ফলে মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে আপনি কীবোর্ড মাউস, গেমপ্যাড, পেনড্রাইভ এটাচ করতে পারবেন যা সিম্ফনী W90 পারবেন না।

USB OTG খুবই কাজের একটি ফীচার।


Camera, USB OTG আর রম সাপোর্ট এ তিনটি দিক থেকে বলব, মাইক্রোম্যাক্স A110 Canvas 2, Symphony W90 কে অনেক আগেই অতিক্রম করে গেছে।

gsmarena তে রেটিংয়েও ক্যানভাস এর অবস্থান বেশ ভাল। দেখুন এখানে। একদম নিচে ইউজারদের কমেন্ট পড়ে দেখুন, আমার কাছে ওভারঅল অনেক ভাল লেগেছে।


সাপোর্ট: কাগজে যাই লিখা থাকুক, Canvas 2 কিনে আপনি বাস্তবে কোন আফটার সেলস সাপোর্ট পাবেন না। বাংলাদেশে মাইক্রোম্যাক্স কোন ইউজার কোয়েরীর(ফেসবুক বা মেইল) উত্তর দেয় না, বাস্তবে কোন ওয়ারেন্টি সাপোর্ট দেয় না। ভারতেও মাইক্রোম্যাক্সের আফটার সেলস সাপোর্ট একদম জঘণ্য।

সিম্ফনীর আফটার সেলস সাপোর্ট কেমন এ ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না।


বিজ্ঞাপনে ১৫০০০ টাকা দাম বলা হলেও বাস্তবে Canvas 2 এর দাম অন্ততপক্ষে ১৭৫০০ টাকা তাও বহু দোকান ঘুরে। সাধারণ ১৮ হাজার থেকে ২১ হাজারে বিক্রী হচ্ছে। মাইক্রোম্যাক্স বলছে সাপ্লাই সংকট, তারা প্রায় দুই মাস আগে থেকে একথা বলে আসছে কিন্তু এতদিনেও এ সংকট দূরীকরণে কোন পদক্ষেপ নেয়নি। মাইক্রোম্যাক্সের ফেবু পেজে বহু প্রশ্ন, কমেন্টের পরও তারা কোন উত্তরে দেয়না।

সিম্ফনী W90 এর মূল্য ১৪ হাজার টাকা(ঈস্টার্ণ প্লাজায়) ।



টেকটিউন্স থেকে newuser বলেছেন: G1 (walton) ব্যবহার করলে বুজবেন যে আপনি কি সেট ব্যবহার করছেন। আগে বাজারে পাওয়া যেত NOKLA নামে Nokia এর নকল সেট। w90 সেই টাইপের সেট। এটা samsung note 2 এর নকল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছুই হয় নাই।

এখন আসি a110 এর সাথে compare এ। ভাই আপনি আমি সেট কেনার আগে যতো চিন্তা করি, ইন্দিয়ানরা তার থেকে অনেক বেশি চিন্তা করে সেট কিনে। সেই market এ micromax a110 খুব উপরের সারিতে আছে। gsmarena তে user interest rating এ এটা 3 weeks এর উপরে ১ নাম্বারে ছিল। এই সেট এর সাথে কিভাবে আমি একটা নকল সেটের compare করবো। তাই compare না করে বলা ভাল এই range এর সেট যারা কিন্তে চান, আমার মতে walton best. service ও পাবেন, দাম ও নাগালের মদ্ধে।



ক্যানভাস ২ এর রিভিউ দেখুন: Micromax A110 Canvas 2 Review :


Micromax A110 Canvas 2 android 4.1 Jelly Bean update: মাইক্রোম্যাক্স A110 Canvas ২ তে এন্ড্রয়েড ৪.১ জেলি বীন আপডেট news


পরবর্তী ক্যানভাস ফোন, কোয়াড কোর প্রসেসর ও এইচডি স্ক্রীণের মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যাভাস এইচডি: Micromax A116 Canvas HD

Root করুন আপনার Micromax superfone A110 Canvas 2

Techtunes help


মাইক্রোম্যাক্স এ১১০: বিস্তারিত রিভিউ সাথে রুট/আনরুট করার পদ্ধতি


[রুট টিউটোরিয়াল] রুট করুন আপনার Symphony W60


ছবিতে:

Canvas 2

micromax-a110-canvas-2 micromax-a110-canvas-2symphony-w90 symphony-w90

Level 0

আমি cyanoroid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগুলা কমদামী ব্র্যান্ডের মোবাইল গুলাই নাকি র‍্যাম ও প্রসেসর ঠিক মত কাজ করে না? মানে স্লো স্লো ভাব হয়?

Level 0

walton g1 othoba g2 is the best phone bortomane sobcheye valo ei price renger vetor

    Level 0

    @AlexaN: right 🙂
    i also love walton android phones

      @cyanoroid: আমিও ওয়াল্টন G1 কিনেছি।খুব সাপর্ট পাচ্ছি। all function good nd touch is very smooth nd first….

Level 0

Symphony W90 তে ক্যামেরাও 8MP…প্যাকেটে ও গায়ে পর্যন্ত 5MP লেখা কিন্তু ভিতরে আসলে 8MP. টাচ ফোকাস, ফেস ডিটেকশনও আছে তবে ক্যামেরার অন্য এ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়।তবে ডুয়াল ফ্লাস নেই। USB OTG সাপোর্ট করে কিনা তা পরীক্ষা করতে হবে। তবে আমি Symphony W90 কিনেছি কারণ একটাই আমাদের দেশে Symphony এর সার্ভিস সেন্টারে সার্ভিস পাওয়া যাবে (সার্ভিস সেন্টারে ছয় মাস পরে থাকলেও)।

    Level 0

    @roney007du: আপনার তথ্যের জন্য ধন্যবাদ, পোষ্ট আপডেট করা হল

Level 0

Micromax A110 naki market e avilable na,paoa geleo naki original price er theke naki beshi dame sell hoi,kotha ta ki shotti?

    Level 0

    @omarshahid: কথা পুরোপুরি সত্য, প্রায় সব দোকানেই হয় স্টক নাই নতুবা দাম বেশী
    মাইক্রোম্যাক্স মোবাইলের বাংলাদেশের ফেবু পেজে গেলেই বুঝতে পারবেন ইউজাররা কি বলছে

Level 0

ভাই canvas 2 commillay na peye dhaka gelam .
pura estern ghuira dekhlam kono dokane 17500 er niche bechbena . ek dokane to 21 chaicilo .
baddho hoia w 90 kinlum. setta valoi performanse o valo . ekhon por jonto kono somossha painai .
2 feb 14000 dea kinsilum

    Level 0

    @amisawon9: বলেন কি, এতো ভয়াবহ অবস্থা,
    আমার তো মনে হয় মাইক্রোম্যাক্স ইচ্ছা করেই গোপনে মার্কেট ম্যানিপুলেট করতেছে
    আপনার তথ্যের জন্য ধন্যবাদ

Level 0

vai canvas 2 commillay na peye dhaka gelam .
pura estern ghuira dekhlam kono dokane 17500 er niche bechbena . ek dokane to 21 chaicilo .
baddho hoia w 90 kinlum. setta valoi performanse o valo . ekhon por jonto kono somossha painai .
2 feb 14000 dea kinsilum
sorry for eng .
mob e banla lekha jhamela

    Level 0

    @amisawon9: @amisawon9: আপনি G1 (walton) ব্যবহার করলে বুজবেন যে আপনি কি সেট ব্যবহার করছেন। আগে বাজারে পাওয়া যেত NOKLA নামে Nokia এর নকল সেট। w90 সেই টাইপের সেট। এটা samsung note 2 এর নকল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছুই হয় নাই।

    এখন আসি a110 এর সাথে compare এ। ভাই আপনি আমি সেট কেনার আগে যতো চিন্তা করি, ইন্দিয়ানরা তার থেকে অনেক বেশি চিন্তা করে সেট কিনে। সেই market এ micromax a110 খুব উপরের সারিতে আছে। gsmarena তে user interest rating এ এটা 3 weeks এর উপরে ১ নাম্বারে ছিল। এই সেট এর সাথে কিভাবে আমি একটা নকল সেটের compare করবো। তাই compare না করে বলা ভাল এই range এর সেট যারা কিন্তে চান, আমার মতে walton best. service ও পাবেন, দাম ও নাগালের মদ্ধে।

Level 0

vai ami je somoy amar set kinsi tokhon ami walton g1 r1 khujsilum but pai nai .
ar roilo kotha nokoler symphony ki apnake bolse je tara eta nokol korse .
ar jodio tara nokol koira thake amito perfomanse valo pcchi . ashol kotha holo shekhane . ar ami eta kinar uddesshe dhaka jai nai canvas 2 kinar uddesshe gesilum . but oi je bollam 17500 , so 3500 taka beshi dea keno ami eki configaretion er set kinbo? jokhon dutoi made in chaina.
shudhu ekta bd sponsar kore arekta india .
ar apnara indian deikja lafalafi krtesen . sobai jane symphony chaina set gulur moddhe sob cheye trusted brand bd te .
but indiay micromax er ki khobor seta ami jani na . ar kotha roilo gsm e top thakar . eto kob dame eto valo config hole top thakbei .ar canvas 2 dui masher beshi dhumse add marse . symphony seta kore nai . tai eta somporke khub kom lokei jane . ar gsm e symphony nai thakle apni compare korte parten . ekhon jevabe compare korsen ta holo khola mathe gol deyar moto . ar ami kokhonoi eta bolte chy nai je w90 canvas 2 er cheye khub valo set . just eta bolte cheyechi eki config howa sotteo damta onek besi

Level 0

ek vi bollen j nokia re jemon nokla korsilo symphony w90 naki ei type-er-e. vi apni ki janen j canvas 2, primo g1 2tai nakol kora mane rebranding set. techtunes a ase. link ta ekto pore diye dibo valo kore dekben. r micromax,walton er nijer kono mobile-e nai. tader shob e nakol. ashol kotha halo performance valo hole ashol nakol kono bishoy-e na. alpo takay eto kiso dekle kevibe hoy.

Level 0

vi ami nijeo canvas 2 er vakto but jokhon kinte gelam takhon 18000/ tk ek dokane chaisilo tai kina hoyni. but apni j bollen nakol tai na bole parlam na j g1,canvas2, w90 3tai nakol. but w90 kon brand k rebranding korse ekhono janina. r ha g1 er performance valo hotei pare.nakol holei j valo hobena ei katha to bolini.

Level 0

newuser vi er kase kiso bepar jaaanar silo. 1. primo g1 er internal memory kato? 2. sound kemon? 3. flash er power kemon? rater belay pic kemon ashe? karon sunesi canvas 2 er dual flash-e naki khub ekta powerfull na. r g1 er 1tai flash light. (jodio valo shob mobile-e 1tai flash thake.) 4. network kemon pay? techtunes a ek vi comment korsilo onar network naki khub ekta thakena r katha-o asposto.apnarta kemon please janabe.

Level 0

Symphony ekta jinish khub e kharap kore r ta halo onek kiso preinstall diye dey.ja kina unstall kora jayna.ete ram onek use hoye jay. W90 te ki emon e korse? W 90 te er internal memory kato dekhay? Please keo janle janaben.

Level 0

vai pre install 2 teo thake .jai hok. internal 1.96gb show kore . emnite 4gb .root korle hoyto purata paite paren sure na.
ar ram etate android assintent ase jekhane apni oi app gula stop koira ram bachaite parben .mane stop rakhte parben uninstall na

Level 0

ami micromaxx a110 canvas 2 use korchi. valoi lagche. vaggo valo je age vage kinchilam nahole onek tk beshi lagto.