5 inch (৫ ইঞ্চি) স্ক্রীণের এন্ড্রয়েড ফোন কিনতে গেলে বালাদেশের মার্কেটে রয়েছে সিম্ফনীর Symphony W90, মাইক্রোম্যাক্সের Micromax A110 Canvas 2
বিস্তারিত জানার জন্য পাশাপাশি স্পেসিফিকেশন ও এরপর বিশদ ফীচার আলোচনা পড়ুন।
Screen size, screen resolution
Symphony W90 : ৫ ইঞ্চি IPS Capacitive full touch 480X800 pixels
Micromax A110 Canvas 2 : ৫ ইঞ্চি IPS Capacitive full touch 480X854 pixels
Camera, video, autofocus
Symphony W90 : ৮ মেগাপিক্সেল অটোফোকাস সাথে ফ্লাশ, secondary: ০.৩ মেগাপিক্সেল, ভিডিও 720p@30fps
Micromax A110 Canvas 2 : ৮ মেগাপিক্সেল অটোফোকাস ডুয়েল ফ্লাশ, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, secondary: ০.৩ মেগাপিক্সেল, ভিডিও 720p@30fps
RAM
Symphony W90 : ৫১২ মেগাবাইট, ইন্টারনাল মেমোরী ৪ গিগাবাইট
Micromax A110 Canvas 2 : একই
Chipset and processor (চিপসেট ও প্রসেসর)
Symphony W90 : MediaTek MT6577 Dual-core 1 GHz Cortex-A9
Micromax A110 Canvas 2 : একই
GPU (জিপিইউ : গ্রাফিক্স প্রসেসর)
Symphony W90 : PowerVR SGX531
Micromax A110 Canvas 2 : একই
Android OS Version (অ্যান্ড্রয়েড ভার্সন)
Symphony W90 : Android 4.0 Ice Cream Sandwich, আপডেটের ব্যাপারে কিছু বলা নাই
Micromax A110 Canvas 2 : Android 4.0.4 (Ice Cream Sandwich), upgradable to 4.1.1 (Jelly Bean)
Bluetooth (ব্লুটুথ)
Symphony W90 : ভার্সন ৩
Micromax A110 Canvas 2 :একই
USB (ইউএসবি)
Symphony W90 : version 2.0 microUSB
Micromax A110 Canvas 2 : microUSB v2.0, USB On-the-go(পেনড্রাইভ, কীবোর্ড মাউস গোমপ্যাড এটাচ করা যাবে)
GPS, FM radio (জিপিএস, এফএম রেডিও)
দুটোতেই আছে
Battery (ব্যাটারী)
Symphony W90 : Standard battery, Li-Ion 2100 mAh
Micromax A110 Canvas 2 : একই
এবার বিস্তারিত আলোচনায় আসা যাক:
মাইক্রোম্যাক্স এ১১০ ক্যানভাস ২ এর স্ক্রীণ রেজ্যুলেশন সিম্ফনীর W ৯০ এর চেয়ে সামান্য বেশী
ক্যামেরা: মাইক্রোম্যাক্স এ ১১০ ক্যানভাস ২ এর ক্যামেরা বেশ ভাল হিসেবে অনেক ব্যাবহারকারী অনেক ফোরামে বলেছে(দেখতে পারেন, অ্যান্ড্রয়েড কথন এ), কয়েকজন বলেছে আনঅফিসীয়াল জেলী বীন এ আপগ্রেড করার পর ক্যামেরা ১৩ মেগাপিক্সেল দেখাচ্ছে,
আরও রয়েছে টাচ ফোকাস, ক্যামেরা ছবি তোলার সময় স্ক্রীণে টাচ করে নির্দিষ্ট স্থানে ফোকাস করা যাবে,
রয়েছে শক্তিশালী ডুয়েল ফ্ল্যাশ, Symphony W90 তে সিঙ্গেল ফ্ল্যাশ
অপারেটিং সিস্টেম আপডেট: Symphony W90 তে আছে অ্যান্ড্রয়েড ৪.০, আপডেটের ব্যাপারে কিছু বলা নাই, পাবার সম্ভাবনাও নাই।
আর মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে আছে এন্ড্রয়েড ৪.০.৪(যা Symphony W90 এর চেয়ে সামান্য আপডেটেড)
জেলিবীন আপডেট: সিম্ফনীতে আসতে পারে কিনা কিছু বলা নাই, মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে জেলীবিন আপডেট রম রয়েছে(সায়ানোজেনমড), ভারতে অফিসীয়ালী আপডেটের ঘোষণা দেওয়া হয়েছে
আন্তর্জাতিকভাবে মাইক্রোম্যাক্স A110 Canvas 2 বেশ জনপ্রিয় হওয়ায় এর অন্যান্য আপডেট ও সাপোর্ট ফোরাম পাবেন
ইউএসবি: Symphony W90 তে কেবল মাইক্রোইউএসবি ভার্সন ২,
অন্যদিকে মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে মাইক্রোইউএসবি ভার্সন ২,
কিন্তু আসল জিনিস হল এর ইউএসবি ওন দ্যা গো(OSB On The go/USB OTG) ফীচার,
ফলে মাইক্রোম্যাক্স A110 Canvas 2 তে আপনি কীবোর্ড মাউস, গেমপ্যাড, পেনড্রাইভ এটাচ করতে পারবেন যা সিম্ফনী W90 পারবেন না।
USB OTG খুবই কাজের একটি ফীচার।
Camera, USB OTG আর রম সাপোর্ট এ তিনটি দিক থেকে বলব, মাইক্রোম্যাক্স A110 Canvas 2, Symphony W90 কে অনেক আগেই অতিক্রম করে গেছে।
gsmarena তে রেটিংয়েও ক্যানভাস এর অবস্থান বেশ ভাল। দেখুন এখানে। একদম নিচে ইউজারদের কমেন্ট পড়ে দেখুন, আমার কাছে ওভারঅল অনেক ভাল লেগেছে।
সাপোর্ট: কাগজে যাই লিখা থাকুক, Canvas 2 কিনে আপনি বাস্তবে কোন আফটার সেলস সাপোর্ট পাবেন না। বাংলাদেশে মাইক্রোম্যাক্স কোন ইউজার কোয়েরীর(ফেসবুক বা মেইল) উত্তর দেয় না, বাস্তবে কোন ওয়ারেন্টি সাপোর্ট দেয় না। ভারতেও মাইক্রোম্যাক্সের আফটার সেলস সাপোর্ট একদম জঘণ্য।
সিম্ফনীর আফটার সেলস সাপোর্ট কেমন এ ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না।
বিজ্ঞাপনে ১৫০০০ টাকা দাম বলা হলেও বাস্তবে Canvas 2 এর দাম অন্ততপক্ষে ১৭৫০০ টাকা তাও বহু দোকান ঘুরে। সাধারণ ১৮ হাজার থেকে ২১ হাজারে বিক্রী হচ্ছে। মাইক্রোম্যাক্স বলছে সাপ্লাই সংকট, তারা প্রায় দুই মাস আগে থেকে একথা বলে আসছে কিন্তু এতদিনেও এ সংকট দূরীকরণে কোন পদক্ষেপ নেয়নি। মাইক্রোম্যাক্সের ফেবু পেজে বহু প্রশ্ন, কমেন্টের পরও তারা কোন উত্তরে দেয়না।
সিম্ফনী W90 এর মূল্য ১৪ হাজার টাকা(ঈস্টার্ণ প্লাজায়) ।
টেকটিউন্স থেকে newuser বলেছেন: G1 (walton) ব্যবহার করলে বুজবেন যে আপনি কি সেট ব্যবহার করছেন। আগে বাজারে পাওয়া যেত NOKLA নামে Nokia এর নকল সেট। w90 সেই টাইপের সেট। এটা samsung note 2 এর নকল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছুই হয় নাই।
এখন আসি a110 এর সাথে compare এ। ভাই আপনি আমি সেট কেনার আগে যতো চিন্তা করি, ইন্দিয়ানরা তার থেকে অনেক বেশি চিন্তা করে সেট কিনে। সেই market এ micromax a110 খুব উপরের সারিতে আছে। gsmarena তে user interest rating এ এটা 3 weeks এর উপরে ১ নাম্বারে ছিল। এই সেট এর সাথে কিভাবে আমি একটা নকল সেটের compare করবো। তাই compare না করে বলা ভাল এই range এর সেট যারা কিন্তে চান, আমার মতে walton best. service ও পাবেন, দাম ও নাগালের মদ্ধে।
ছবিতে:
Canvas 2
micromax-a110-canvas-2 symphony-w90
আমি cyanoroid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এগুলা কমদামী ব্র্যান্ডের মোবাইল গুলাই নাকি র্যাম ও প্রসেসর ঠিক মত কাজ করে না? মানে স্লো স্লো ভাব হয়?