Android এর factory reset এর সহজ উপায়

আসসালামু আলাইকুম,

আজকের আমি আপনাদের সাথে Android এর factory reset করার পদ্ধতি নিয়ে কথা বলবো,

আমার আগের টিউন এ আমি কিভাবে ডায়াল প্যাড এর সাহায্যে factory reset করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু অনেকেই বলেছেন কিছু কিছু মডেল এ নাকি কাজ হচ্ছে না, তাই আমার আজকের এই টিউন,

আগে জেনে নেই factory reset অর্থাৎ Master reset এর মানে কি ?

- এর মানে হলো আপনার সেট টি কেনার সময় যে অবস্থায় ছিলো ঠিক সে অবস্থায় নিয়ে যাওয়া, এতে আপনার ইনস্টল করা সকল এপস মুছে যাবে, সকল ডকুমেন্ট মুছে যাবে, এমনকি আপনার ফার্মওয়ার মুছে ফেলে পুনরায় ইনস্টল করা হবে | এখন পদ্ধতি অবলম্বন করার পূর্বে বার বার ভেবে দেখুন আপনি কি করবেন, আমরা এই কাজ কেন করবো ? কারণ, অনেক সময় বন্ধুর হাতে আপনার মোবাইল গেলে / অন্য যে কারো হাতে গেলে দেখা যায় সে অনেক চেষ্টা করছে লক খোলার জন্য কিন্তু লিমিট অতিক্রম করার কারণে আপনার সেট টি সিস্টেম লক করে দেয়া হয়, এখন আপনি যদি আপনার মেইল আর পাস দিয়ে লগ ইন করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই , কিন্তু যদি সেটা আপনার মনে না থাকে তাহলে কি করবেন ? বলছি -

১. প্রথমত আপনার সেট এর সিম খুলে ফেলুন এবং অন্য যে কোনো সিম লাগান এবং বেটারি ১০ সেকেন্ড বিচ্ছিন্ন রেখে লাগিয়ে নিন | এই পদ্ধতি অবলম্বন করলে আপনার লক স্ক্রিন টি আবার দেখাবে এবং সঠিক লক pattern / number দিয়ে সেট টি আনলক করতে পারবেন | আর এতেও যদি কাজ না হয় তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন -

২. সেট টি অফ করুন এবং সিম, মেমরি কার্ড খুলে ফেলুন | এবার সেট এর ডাউন ভলিউম বার এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন যতক্ষণ না নিচের ছবিটি দেখা যায় -

স্ক্রিনশট টি HTC Desire HD থেকে নেওয়াএবার ভলিউম ডাউন বাটন চেপে মেনুর নিচে নেমে Factory Reset সিলেক্ট থাকা অবস্থায় পাওয়ার বাটন চাপুন (চেপে ধরে রাখবেন না, শুধু একবার চাপুন এবং ছেরে দিন ) এবার আপনার সেট টি এক / একাধিকবার রিবুট করবে এবং কিছুক্ষণ পর দেখবেন আপনার সেট এর Factory Reset হয়ে গেছে, সেট টি একেবারে প্রথম চেহারায় ফিরে গেছে |

তো আজকের এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার ফিরবো আরো কিছু নিয়ে | খোদা হাফেজ |

[ বি: দ্র : যদি এই পোস্ট টি টেক টিউনস এ আগে কখনো দেওয়া হয় তাহলে আমাকে দয়া করে ইনফর্ম করবেন আমি টিউন টি মুছে ফেলবো ]

>>>>>>>>>আমার সকল Android এপস  (পেইড )<<<<<<<<<

Level 0

আমি Shurzo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একেবারে সাধারণ থাকতে পছন্দ করি, টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে খুব বেশি ভালো লাগে, ডিজাইন করতে ভালো লাগে .. প্রফেশনালি লোগো ডিজাইন করি .. এন্ড্রয়েড নিয়ে ঘাটাঘাটি করি বেশির ভাগ সময় ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai onek onek dhonnobad. Ata kub valo tune. Kub kaje asbe.

fac res. jodi proti mashe 1 bar kore dei tahole mobile ki kono problem hobe.

Level 2

darun jinish share korsen. 🙂

মোঃ আজাদ আলী@ dorkar na thakle mone hoi factory reset deoa uchit na. ete set er upor kisuta holeo pressure pore.

ভাল জিনিস ভাই ধন্যবাদ……………………..

Level 0

ধন্যবাদ সবাইকে 🙂

amar phonea hoy na… sony st26i…..?????