ভুলে আপনার সাধের Android সেট টি লক হয়ে গেছে ? তাহলে দেখুন সমাধান ->

আসসালামু আলাইকুম,

আজকের আমি কোনো সফট নিয়ে আসিনি ... এসেছি লুকোনো কোড নিয়ে যা আপনার এন্দ্রয়েড স্মার্ট ফোন টিতে কখন লেগে যায় , তা কি বলা যায় ?

যাই হোক তাহলে শুরু করি ... ভুল হলে ক্ষমা করবেন এবং এর আগে এ নিয়ে টেক টিউনস এ পোস্ট হলে আমাকে ইনফর্ম করবেন দয়া করে 🙂

১. অনেক সময় দেখা যায় বন্ধু-র হাতে ফোন টি , অনেকবার আনলক করতে গিয়ে একেবারেই লক করে দিলো , তখন হয়তো যে মেইল দিয়ে আপনার সেট এ লগ ইন করে ছিলেন সেটি আপনার মনে নেই, অথবা pass ও মনে নেই, কি করবেন ? মার্কেট এ গিয়ে মোবাইল ফ্লাশ মেরে আসবেন ? শুধু শুধুই টাকাগুলো যাবে , তারচেয়ে বরং লোক স্ক্রিন এ থাকা Emargency Call বাটন এ ক্লিক করুন এবং নিচের কোড টি টাইপ করুন , এতে আপনার মোবাইল এর ফেক্টরী রিসেট হবে এবং আপনার সিস্টেম আবার ইনস্টল করবে  , তার মানে আপনার মোবাইল একেবারে প্রথম রূপে চলে যাবে , সব ডাটা চলে যাবে, কি আর করার ? ফোন তো আনলক করতে হবে নাকি ?

কোড টি হলো >

*2767*3855#  

[ এই কোড দেবার আগে বার বার ভাবুন, কারণ এই কোড প্রেস করার পর কোনো confirmation চাবে না ]

এর পর কল বাটন এ প্রেস করুন, আপনার মোবাইল একবার / দুইবার রিস্টার্ট হতে পারে | কিছুক্ষণ পর দেখুন আপনার মোবাইল সেটিংস এর কিছু সেটিংস কনফিগার করতে হবে , যেমন - ভাষা ঠিক করা, মেইল + পাস ঠিক করা .. ইত্যাদি ইত্যাদি ...

আরেকটি কোড আছে যেটি আপনার বর্তমান সিস্টেম ঠিক রেখে এবং SD কার্ড এর ফাইল যেমন - ছবি , গান ইত্যাদি রেখে বাকি সব কিছুই রিসেট করবে | আমি সাজেস্ট করবো আগে এই কোড টি দিয়ে আপনারা চেষ্টা করুন , তা না হলে প্রথম কোড টি ব্যাবহার করুন -

কোড টি হলো >

*#*#7780#*#* 

আজকের এই পর্যন্তই , আগামী তে Android নিয়ে আরো পোস্ট নিয়ে আসছি , অপেক্ষায় থাকুন | খোদা হাফেজ |

>>>>>>>>>আমার সকল Android এপস  (পেইড )<<<<<<<<<

Level 0

আমি Shurzo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একেবারে সাধারণ থাকতে পছন্দ করি, টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে খুব বেশি ভালো লাগে, ডিজাইন করতে ভালো লাগে .. প্রফেশনালি লোগো ডিজাইন করি .. এন্ড্রয়েড নিয়ে ঘাটাঘাটি করি বেশির ভাগ সময় ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

w10 e hoi???

Android Walton Primo te hobe to.

Jak ge hoyasa to.

অসংখ্য ধন্যবাদ

ভাই আমার সমস্যা টা অন্য জায়গায়:
১. আমি রিসেট করতে গেলে বলে “ফাস্ট ডিলেট ইউর Samsung একাউন্ট. আমি ফোনে থেকে Samsung একাউন্ট করেসিলাম কিন্তু ডিলেট করার কোনো অফসন পাছ্চি না. অবস্য আজ আমি Samsung এর ওয়েবসাইট এ লগিন করে আমার একাউন্ট ডিলেট করে দিয়েছি. কিন্তু তারপরও রিসেট হচ্ছে না. সমধান দরকার !

২. আমি https://play.google.com/apps থেকে সফটওয়্যার সেটাপ করি .সমস্যা হলো সব সফটওয়্যার ফোন মেমরিতে সেটাপ হয় . SD মেমরি তে সফটওয়্যার হয় না. ফোন মেমরি এর জায়গা মাত্র ১৬০ মেগাবাইট. সেয়েতু বেশি সফটওয়্যার বেবহার করতে পারতেছি না . এপ্লিকেশন মানজার থেকে মুভ তো মেমরি তে আসে না . কি করা যায়? সমাধান দরকার !

    @সাগর: ও আমি নিচের ফোন টি ব্যবহার করতেছি
    http://www.samsung.com/in/consumer/mobile-phone/mobile-phone/dual-sim-phone/GT-S6102UWAINU-spec

    Level 0

    @সাগর: ভাই আপনার সেট থেকে সিম খুলে নিয়ে একবার চেষ্টা করে দেখুন কি হয় , যদি এতেও কাজ না হয় তাহলে সেট টি অফ করুন, সিম এবং মেমরি কার্ড রিমুভ করে ফেলুন, এবার ডাউন ভলিউম বার এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন, যতক্ষণ না আপনার বুট লোডার মেনু show করছে, এবার ভলিউম ডাউন বাটন দিয়ে নিচে নেমে factory reset টি সিলেক্ট করুন এবং পাওয়ার বাটন টি চাপুন, দেখুন এতে সমাধান হয় কিনা |

ভাইয়া সমস্যা আরো আছে….
লাপটপ এ নেট কানেক্ট করবো . আমি নিচের সফটওয়্যার গুলো ডাউনলোড করেছি এবং ইন্সটল ও .
১. Samsung Kies
২. Samsung New PC Studio
৩. Samsung PC Studio 3
৪. Samsung PC Studio 7

কোনটাতেই মডেম কানেকশন পাচ্ছে না. ড্রাইভার কি এদের সাথে নাই, নাকি আলাদা ভাবে সেটাপ করতে হবে. যদি এটা হয় তাহলে কি পাবো? আমি সলুশন পাছ্চি না .

    Level 0

    @সাগর: ভাই আপনার সেট টি দেখলাম, এটি Galaxy y duos, সমস্যা হচ্ছে galaxy y duos এর সাপোর্টেড কোনো samsung kies, PC studio নেই, ভাই আমিও এই এক ই সমস্যাতে আছি, আমার তা galaxy pocket 🙁

ভাইয়া সমস্যা ২ টা নিজেই সলভ করেছি. কিন্তু মেমরি এর সমস্যা টা করতে পারতেছি না
http://www.androidkothon.com/post-id/1848
এখানে দেখে পার্টিসন করেছি.
“”ইন্সটল হলে ওপেন করুন । SuperUser request আসবে; allow করুন ।””
SuperUser request আসবে; allow করুন এটি আসতেছে না ,তাই এই ধাপে আটকে আছি. একটু হেল্প করুন.

Level 2

galaxy min gt-555570l lock hoy gese kholt parsi na. plese help me. ভাই please

    Level 0

    @nayeem01: ভাই আপনি কি pattern / number / text লক করেছিলেন ? যদি লক স্ক্রিন এ আপনার মেইল & পাস দিতে বলে তাহলে মেইল & পাস দিয়ে লগ ইন করে দেখতে পারেন, আর যদি তাও না হয় তাহলে উপরে উল্লেখ করা দুইটি পদ্ধতির একটা করলে আপনার লক খুলে যাবে, তবে আপনার সকল ডকুমেন্ট মুছে যাবে অর্থাৎ আপনার সেট টি পুনরায় প্রথম রূপে ফিরে যাবে |

Level 2

vai try korchi kaz to hoy na. please help me

    Level 0

    @nayeem01: ভাই তাহলে এক কাজ করেন, আপনার সেট টি অফ করে সিম আর মেমরি কার্ড খুলে ফেলুন, এর পর আপনার সেট এর ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটন একসাথে চেপে ধরেন যতক্ষণ টা বুট লোডার স্ক্রিন দেখা না যায়, মেনু আসার পর একটু নিচেই দেখতে পাবেন factory reset অপশন আছে, ভলিউম ডাউন বাটন দিয়ে ক্লিক করে নিচে নেমে fectory reset অপশন সিলেক্ট থাকা অবস্থায় পাওয়ার বাটন একবার চাপুন, মনে রাখবেন পাওয়ার বাটন চেপে ধরে রাখবেন না, শুধুমাত্র একবার চেপে ছেরে দিবেন, এর পর আপনার সেট factory reset হওয়া শুরু হয়ে যাবে |

Level 2

vai boot loader menu ase na. set on hoya jay!!! help me

    Level 0

    @nayeem01: ভাইয়া ভালো মতো ট্রাই করেন … এভাবেই করতে হবে .. আমি অনেকক্ষণ ট্রাই করে তারপর পেরেছিলাম …

Level 0

w20 te * & # click kora jai na… ki kobro

Level 0

w12 te kaj korce na keno ? Pls help