অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর মেমোরি সমস্যা একটি বড় সমস্যা। 16GB-32GB মেমোরি কার্ড থাকার পরও আমরা সেটার সম্পূর্ণ ব্যাবহার করতে পারিনা, কারন অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর প্রায় সবগুলতেই আগে থেকে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান দেয়া থাকে যা ইন্টারনাল মেমোরির প্রায় অর্ধেক জায়গা জুড়ে থাকে, বাকি যেটুকু জায়গা বেঁচে থাকে, সেখানে বাধ্যতামূলক ভাবে অল্প কিছু কাজের অ্যাপ্লিকেশান আর গেমস ইন্সটল করলেই মেমোরি লো হয়ে যায়। এই সমস্যার সহজ একটা সমাধান পেয়েছি, তাই সবার সাথে শেয়ার করিছি।
তাহলে শুরু করা যাক। আমার মনে হয় এই পদ্ধতিতে যেকোনো রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস এর মেমোরি সিস্টেম এক্সচেঞ্জ করা যাবে, শুধু আপনার ডিভাইস এর জন্য তৈরি “script” ফাইল তা ডাউনলোড করে নিতে হবে। সব ডিভাইসের “script” ফাইল নেট এ পাওয়া নাও যেতে পারে। আমি এখানে যে “script” ফাইলটা দিচ্ছি সেটা শুধু মাত্র Samsung Galaxy Tab 2 7.0 p3113 ice cream sandwich 4.0.4 এর জন্য।নিজ দায়িত্তে কাজ করবেন। আপনার ডিভাইসের কোন সমস্যার জন্য আমি দায়ী থাকাব না, তবে সমস্যা সামাধানে অবশ্যই সাহায্য করব। আপনার ডিভাইসের ব্যাকআপ নিয়ে কাজ শুরু করুন।
১। এই ফাইলটা ডাউনলোড করে আপনার ট্যাব এর ইন্টারনাল মেমোরিতে আনজিপ করে রাখুন। আপনার ট্যাব অবশ্যই রুটেড হতে হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
২। এখানে ৩টা ফাইল আছে। প্রথমে ES File Explorer_1.6.2.2.apk ফাইলটা ইন্সটল করে ওপেন করুন। তারপর settings এ গিয়ে Root Settings ওপেন করুন এবং “Mount file system” বাদে অন্য সবগুলো ঘর টিক দিয়ে দিন। Root Explorer এ টিক দেওয়া মাত্র আপনাকে Supper user window দেখাবে। allow করুন এবং অন্য ঘর গুলতে টিক দিন।
৩। এবার ES File Explorer দিয়ে যেই ৩টা ফাইল ডাউনলোড করে ইন্টারনাল মেমোরিতে আনজিপ করে রেখেছিলেন তার 11extsd2internalsd নামের ফাইল এর উপর আঙ্গুল হোল্ড করে রাখলেই অপশন দেখাবে। ফাইলটা কপি করুন।
এখন up button ক্লিক করতে থাকুন যতক্ষণ পর্যন্ত নিচের ছবির মত আপনার ডিভাইস এর screen ম্যাচ করে।
আবার d ফোল্ডার এর পাশে যে data নামের ফোল্ডার টি আছে সেটার ভেতরে past. এটাই সবচে কঠিন কাজ। এই data folder কিন্তু Android/data folder না এটা শুধু /data. এবার এই ফাইল এ 11extsd2internalsd আগের মত এর অপশন এ গিয়ে একদম নীচে properties এ ক্লিক করুন। নিচের ছবির মত change এ ক্লিক করে সবগুলো ঘর টিক দিয়ে দিন এবং বের হয়ে আসুন। কঠিন অংশ শেষ।
৪। এবার ৩নং ফাইল Script Manager ইন্সটল করুন। চাইলে এটা আগেই ইন্সটল করে রাখতে পারেন। Script Manager দিয়ে /data ফোল্ডার এ গিয়ে 11extsd2internalsd ফাইলটি ওপেন করুন। নিচের ছবির মত “su” “boot” “is executable” অন করে save করে run করুন। এবার restart দিন। আপনার কাজ শেষ।
এবার Magic দেখুন।
আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে ও কোন সাহায্যের জন্য কমেন্ট করুন। ভালো থাকুন সবাই।
আমি Pavel Sahriar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
viyya ami walton primo use kori,amar internal memory 156mb.akon free aca 21mb,ai karona ami kicu r install dita pari na,apner ai poddoti ki ami walton primo ta use korta parbo? plz janaben plz plz.kub problem a aci.
may be amar root o kora ny
kivaba walton primo ta root korba?
sry viyya ami new vol hoila khoma korben.