অ্যান্ড্রয়েড ডিভাইস এর মেমোরি সমস্যার কার্যকরী সমাধান।খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এর Memory Card কে বানিয়ে ফেলুন ইন্টারনাল Phone Memory এবং Phone Memory কে Memory Card.

অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর মেমোরি সমস্যা একটি বড় সমস্যা। 16GB-32GB মেমোরি কার্ড থাকার পরও আমরা সেটার সম্পূর্ণ ব্যাবহার করতে পারিনা, কারন অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর প্রায় সবগুলতেই আগে থেকে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান দেয়া থাকে যা ইন্টারনাল মেমোরির প্রায় অর্ধেক জায়গা জুড়ে থাকে, বাকি যেটুকু জায়গা বেঁচে থাকে, সেখানে বাধ্যতামূলক ভাবে অল্প কিছু কাজের অ্যাপ্লিকেশান আর গেমস ইন্সটল করলেই মেমোরি লো হয়ে যায়। এই সমস্যার সহজ একটা সমাধান পেয়েছি, তাই সবার সাথে শেয়ার করিছি।

তাহলে শুরু করা যাক। আমার মনে হয় এই পদ্ধতিতে যেকোনো রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস এর মেমোরি সিস্টেম এক্সচেঞ্জ করা যাবে, শুধু আপনার ডিভাইস এর জন্য তৈরি “script” ফাইল তা ডাউনলোড করে নিতে হবে। সব ডিভাইসের “script” ফাইল নেট এ পাওয়া নাও যেতে পারে। আমি এখানে যে “script” ফাইলটা দিচ্ছি সেটা শুধু মাত্র Samsung Galaxy Tab 2 7.0 p3113 ice cream sandwich 4.0.4 এর জন্য।নিজ দায়িত্তে কাজ করবেন। আপনার ডিভাইসের কোন সমস্যার জন্য আমি দায়ী থাকাব না, তবে সমস্যা সামাধানে অবশ্যই সাহায্য করব। আপনার ডিভাইসের ব্যাকআপ নিয়ে কাজ শুরু করুন।

১। এই ফাইলটা ডাউনলোড করে আপনার ট্যাব এর ইন্টারনাল মেমোরিতে আনজিপ করে রাখুন। আপনার ট্যাব অবশ্যই রুটেড হতে হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

২। এখানে ৩টা ফাইল আছে। প্রথমে ES File Explorer_1.6.2.2.apk ফাইলটা ইন্সটল করে ওপেন করুন। তারপর settings এ গিয়ে Root Settings ওপেন করুন এবং “Mount file system” বাদে অন্য সবগুলো ঘর টিক দিয়ে দিন। Root Explorer এ টিক দেওয়া মাত্র আপনাকে Supper user window দেখাবে। allow করুন এবং অন্য ঘর গুলতে টিক দিন।

৩। এবার ES File Explorer দিয়ে যেই ৩টা ফাইল ডাউনলোড করে ইন্টারনাল মেমোরিতে আনজিপ করে রেখেছিলেন তার 11extsd2internalsd নামের ফাইল এর উপর আঙ্গুল হোল্ড করে রাখলেই অপশন দেখাবে। ফাইলটা কপি করুন।

এখন up button ক্লিক করতে থাকুন যতক্ষণ পর্যন্ত নিচের ছবির মত আপনার ডিভাইস এর screen ম্যাচ করে।

আবার d ফোল্ডার এর পাশে যে data নামের ফোল্ডার টি আছে সেটার ভেতরে past. এটাই সবচে কঠিন কাজ। এই data folder কিন্তু Android/data folder না এটা শুধু /data. এবার এই ফাইল এ 11extsd2internalsd আগের মত এর অপশন এ গিয়ে একদম নীচে properties এ ক্লিক করুন। নিচের ছবির মত change এ ক্লিক করে সবগুলো ঘর টিক দিয়ে দিন এবং বের হয়ে আসুন। কঠিন অংশ শেষ।

৪। এবার ৩নং ফাইল Script Manager ইন্সটল করুন। চাইলে এটা আগেই ইন্সটল করে রাখতে পারেন। Script Manager দিয়ে /data ফোল্ডার এ গিয়ে 11extsd2internalsd ফাইলটি ওপেন করুন। নিচের ছবির মত “su” “boot” “is executable” অন করে save করে run করুন। এবার restart দিন। আপনার কাজ শেষ।

এবার Magic দেখুন।

আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে ও কোন সাহায্যের জন্য কমেন্ট করুন। ভালো থাকুন সবাই।

Level 0

আমি Pavel Sahriar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

viyya ami walton primo use kori,amar internal memory 156mb.akon free aca 21mb,ai karona ami kicu r install dita pari na,apner ai poddoti ki ami walton primo ta use korta parbo? plz janaben plz plz.kub problem a aci.
may be amar root o kora ny
kivaba walton primo ta root korba?
sry viyya ami new vol hoila khoma korben.

Pavel Sahriar: ভাই আপনি যে টিউনটি করেছেন আসলেই খুব কাজের বলে মনে হচ্ছে কিন্তু যতক্ষন না আমার কাজে লাগছে ততখন পর্যন্ত আপনাকে ধন্যবাদ দিতে পারছি না। আমারও Walton Primo সেট দয়া করে script টা কোথায় পাবো বা অন্য কোন নিয়মে সেটআপ করতে হবে কিনা দয়া করো জানাবেন আশা করি আমাদের সবার কাজে লাগবে। আপনার সাহায্যের অপেক্ষা রয়লাম।

দেখি কি হয়। ধন্যবাদ…..ভাইয়া

refat2013 এবং শাওন ভাই, আমি দুঃখিত Walton Primo এর ব্যাপারে কোন সাহায্য করতে পারছিনা । তবু XDA Developers Forum এ খুঁজে দেখতে পারেন।আর Walton Primo রুট করার জন্য মুকুট ভাই এর এই টিউনটা দেখতে পারেন।https://www.techtunes.io/android/tune-id/189363

bro symphony w5 er script hobe ?? 🙁

আচ্ছা ভাই রুট করা ছাড়া কি করা যায় না ? আর রুট করলে কি কোন সমস্যা হয়?

    @atiqtalukder: না রুট ছাড়া সম্ভব না। রুট করলে কোন সমস্যা নেই শুধু আপনার ওয়ারেন্টি চলে যাবে।

ভাইয়া আমি https://play.google.com/apps থেকে সফটওয়্যার সেটাপ করি .সমস্যা হলো সব সফটওয়্যার ফোন মেমরিতে সেটাপ হয় . SD মেমরি তে সফটওয়্যার হয় না. ফোন মেমরি এর জায়গা মাত্র ১৬০ মেগাবাইট. সেয়েতু বেশি সফটওয়্যার বেবহার করতে পারতেছি না . এপ্লিকেশন মানজার থেকে মুভ তো মেমরি তে আসে না . কি করা যায়? সমাধান দরকার ! ও আমি নিচের ফোন টি ব্যবহার করতেছি
http://www.samsung.com/in/consumer/mobile-phone/mobile-phone/dual-sim-phone/GT-S6102UWAINU-spec

এই ফোন কে কি এভাবে করা যাবে?

    @সাগর: আপনার ফোন হতে পারে।XDA Developers Forum এ একটু খুঁজে দেখেন আপনার ফোনের জন্য কোন script পানকিনা।যদি পান তবে এভাবেই হওয়ার কথা।

Level 0

Walton primo parle sajjo koren by

Level 2

walton primo

ওয়ালটন প্রিমো তে কাজ হয়না। আমি ট্রাই করেছি।

Level 0

অনেক আগেই দেখছিলাম এই জিনিসটা XDA-Developers এ … এইটা করলে নাকি ডিভাইস স্লো/বুট হইতে দেরী এই সমস্যা গুলো দেখা যায় ?? আপনার কি এই সমস্যাগুলো হয় ??
Link2SD টাই বেটার অপশন মনে হয় আমার কাছে 🙂

    @nvidia™: না ,আমার কোন সমস্যা হচ্ছে না। Link2SD আমিও ব্যাবহার করতাম, কিন্তু ওটাতে মেমোরি ৫০% এর মত ফাঁকা হয়। আর এখানে পুরো মেমোরি কার্ডটাই আপনি ব্যাবহার করতে পারবেন।যদি আপনি Samsung Galaxy Tab 2 7.0 p3113 ice cream sandwich 4.0.4 এর user হন তবে try করে দেখতে পারেন। ধন্যবাদ।

      Level 0

      @Pavel Sahriar: XDA এর Thread এর লিঙ্কটা দেন একটু … আর আপনার XDA আইডিটাও দেন … Add করে রাখি 😛

আমি যদি পূর্বের অবস্থায় ফিরতে চাই তাহলে কি করতে হবে দয়া করে বলবেন কি ?

Level 0

vai, ami symphony w10 use kori. xda forume kivabe script file ta khujbo? ek2 bolben?

Amio symphony w10 use kori. Ami kivabe eta korbo.

Level 0

amake G2 er CWM er link ta den. i m already loss my original recovery for trying install CWM

Level 0

How to Root & UnRoot Walton Primo,Primo R1, Primo G1, Primo F1, Primo G2 with Bin4ry

Root:

Step 1: Connect your handset with usb cable to pc
Step 2: Enable USB Debugging in handset. (Settings>Developer option>USB debugging)
Step 3: unzip & Open RunMe.bat file from Bin4ry for primo series folder
Step4: Select device type normal 1 and press enter
Step5: Look at your phone and select Restore

Done, your phone is rooted successfully, now you will find SuperSU on phone menu. Enjoy!!!!!

UnRoot:

Step 1: Connect your handset with usb cable to pc
Step 2: Enable USB Debugging in handset. (Settings>Developer option>USB debugging)
Step 3: Open RunMe.bat file from Bin4ry for primo series folder
Step4: Select device type x and press enter, press y then Enter
Step5: Please restart your phone manually
Done, your phone is unrooted successfully, now there is no SuperSU apps on phone menu. Enjoy!!!!!

Tools Download link:
http://www.mediafire.com/?3j6eumm3x4d8adf

*** Apply at your own risk. It may void your warranty if you root your phone. We aren’t responsible for any kind of damage of your phone. ***

bhai post ta onk valo hoyese . thanks.bt ami amr tab niye somossay ase onk kono bave solve korte parinai tai apnr help chai,kindly apnr cell no ta deben amar mail a . [email protected]

https://www.techtunes.io/help-ask/tune-id/190523 ekhane ami help cheyesilam ekto dekben kindly

Phone এর sdcard এর অবস্থা খারাপ করে ফেলে এটা। করা যায় কিন্তু সারাক্ষন এসডিকার্ডের উপর ডাটা নেয়ার চাপ থাকে বলে আয়ু কমে যায়।

Symphony w10 Hobe

Level 0

Is it possible with my Motorola xt530 ?

আমি গেম খেলি অনেক!! তাই কিছুদিন আগে MCROMAX CANVAS HD A116 কিনছিলাম !কারন এইটাতে ১GB ram ছিল!! কিন্তু কিনার পর FIFA 14 install করার পরে দেখলাম games এর file( obb/data) ফোন মেমোরি তে save হয়!! CANVAS HD এর ফোন মেমোরি ২GB! তাই fifa install করার পর আর কোন বড় games install করতে পারতাসি না!! ! ফোন এর setting>storage> এ Extern SD card এ ক্লিক করলে ও হয়না!! CANVAS HD android version 4.1 jelly bean! এর আমার ফোনটি root করা!! PLZ সাহায্য করুন!

Level 0

amke doya kore aktu help koren. ami phn root koresi thn link2sd install disi…. pertition o koresi .. ja ja korar sob koresi. bt jokhon link2sd open kore ext2 select kori show kore mount script error. such and detectory not found.
plz kindly help me…… onek try korsi kissu hosse na….. proper solution den plz……….. ami walton d2 use kori

vai
amar “mount no such file or directory android” dekhay
Ki kori ?

use latest version of link2sd আর প্রিমিয়াম version এর জন্য lucky patcher ইউজ করুন