অ্যান্ড্রয়েডে কল ব্লক করুন কোন অ্যাপ ছাড়াই !!!

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডে কি করে কোন অ্যাপ ছাড়াই/অ্যাপ দিয়ে কল ব্লক করবেন সেটা শেয়ার করব। আপনারা অনেকই বিষয়টি জানেন তাই যারা জানেন না তাদের জন্য আমার এই প্রয়াস।

পদ্ধতি ১ : কি করে কোন অ্যাপ ছাড়াই কল ব্লক করবেন?

  • প্রথমে Phone Contact থেকে যেই নাম্বারটি ব্লক করতে  চান সেই Contact নাম্বারটিতে যান।এবার Edit অপশনে ক্লিক করুন।
  • একদম শেষে Send Calls directly to voice mail এ টিক দিয়ে Save করে বের হয়ে আসুন। কাজ শেষ।
  • এখন থেকে উক্ত নাম্বার থেকে যখনি ফোন দিবে, আপনার নাম্বার বিজি পাবে।

বি. দ্র. যার নাম্বার ব্লক করতে চান সেটা আপনার contact list এ না থেকে থাকলে প্রথমে একবার সেভ করা লাগবে।

পধতি ২ :কি করে কোন অ্যাপ ব্যাবহার করে কল ব্লক করবেন?

  • যারা কল ব্লক, মেসেজ ব্লক সহ অনেক বেশি কাস্টমাইজেশন সুবিধা চান তারা Root Call Blocker অ্যাপটি ইউজ করতে পারেন।
  • Root Call Blocker অ্যাপটি  ইউজ করার জন্য আপনার সেট রুট করা থাকতে হবে।
                                                           Root Call Blocker Pro (Download)
আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে জানাবেন।

                                                                                                                                                                                                                                                    আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Earn money easily 50$ in a day. I got 30$ in 2 hours.100% true. Just signup and sharehttp://visitors2cash.com/ref.php?refId=51324