প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন নিশ্চয় ভাল আছেন, আমিও ভাল আছি। বহুদিন পর আজ টিউন করতে বসলাম। আজ আমি আপনাদের দেখাব কীভাবে গুগল প্লে এর পেইড অ্যাপ ফ্রীতে ডাউনলোড করবেন। এর আগে আমি টিউন করেছিলাম কিভাবে blackmart থেকে পেইড অ্যাপ ডাউনলোড করবেন। কিন্তু ঐ টা দিয়ে বেশ কিছু পেইড অ্যাপ ডাউনলোড করা জায় না। তাই আমি এই সফটওয়্যার টা নিয়ে এলাম এটা দিয়ে প্রায় সব গুলো পেইড অ্যাপ ফ্রীতে ডাউনলোড করা জায়। তাহলে শুরু করা যাক। সফটওয়্যার টির নাম Aptoide ।এখান থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর নিচের নিয়ম অনুসরণ করুনঃ
তার এক্তি লেখা আসবে are you install this ওকে তে ক্লিক করবেন ব্যাস! আপনার কাজ শেষ । এখন এই সফট তা ইন্সটল হয়ে যাবে।
কিছু না বুজলে আমাকে কমেন্ট এ বলবেন।
আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা দিয়ে কি গুগল -প্লে এর সব পেইড Apps ডাউনলোড করা যবে?