Walton Primo তে দিন অফিসিয়াল আইসিএস(ICS 4.0.4) আপগ্রেড।সম্পুর্ন বাগ মুক্ত।সাথে ইংরেজি CWM Recovery এবং রুট করার পদ্ধতি।

আস-সালামু-আলাইকুম

অনেক দিন পর টিউন করতে বসলাম।আজ লিখব প্রিমো আইসিএস এ আপগ্রেড করা নিয়ে।এর জন্য সবার আগে টিউনার হিমু (আহমেদ শুভ) ভাইকে ধন্যবাদ।ওনার দেয়া লিঙ্ক থেকেই এত কিছু পেয়েছি এবং ওনার জন্যই সবার আগে রুট করতে পেরেছিলাম।এছারা অনেকের সাহায্য নিয়েই এই টিউন করতে পারলাম।তাই সবাইকে ধন্যবাদ।

যদি কোনো কারনে সেট আইসিএস দেয়ার সময় ব্রিক হয়ে যায় তবে এই লিঙ্ক থেকে অনুগ্রহ করে আগের অবস্থায় ফিরে যাবেন।

হিমু ভাইয়ের দেয়া লিঙ্ক থেকে XDA Forum থেকে ওয়ালটন এর অফিসিয়াল আইসিএস ৪.0.৪ পেলাম।যা ইন্সটল করে এখন অনেক আরামে আছি।কারন এখানে কোনো বাগ (Bug) নাই।।ক্যামেরা সম্পুর্ন ভালো ভাবে কাজ করে।ফোন হ্যাং করেনা।

পুরো প্রক্রিয়ায় যাওয়ার আগে দেখে নিন নতুন আইসিএস কেমন দেখাবে

এবার জেনে নিন কিভাবে কি করতে হবে।তার আগে কিছু জিনিস মনে রাখবেন।

  • আপনার পিসি/ল্যাপটপ এ অবশ্যই প্রিমো ড্রাইভার ইন্সটল থাকতেই হবে,নাহলে কিছুতেই কিছু হবেনা।
  • পিসি তে ইউপিএস রাখতে হবে অথবা ল্যাপটপ হলেও হবে,কারন বিদ্যুৎ গেলে সব গেলো।
  • ঠান্ডা মাথায় কাজ করবেন।
  • এতে ওয়ারেন্টি নষ্ট হবে।তাই সাহস না থাকলে এই কাজ করতে যাবেন না।
ড্রাইভার ইন্সটল পদ্ধতিঃWindows 7

আইসিএস(Icecream Sandwich 4.0.4) আপগ্রেড পদ্ধতি

প্রথমে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। সাইয ১৮৯ মেগাবাইট।তার আগে ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করে নিন।

এছাড়া আলাদা আলাদা ডাউনলোড করতে চাইলে করতে পারেন।

  1. Walton Primo Driver (2.4 MB)
  2. Primo Download (56KB).
  3. Primo Flash (4.4 MB)
  4. Primo ICS Software_BP part. (28.8MB).
  5. Primo ICS Software_AP part.(152 MB.)

এর পর winrar সফটওয়্যার দিয়ে এক্সট্র্যাক্ট করুন নতুন একটি ফোল্ডার তৈরি করে।এবার AP Part Driver ইন্সটল করতে হবে।কিভাবে করতে হবে সেটা এখানে লক্ষ্য করুন।

সফটওয়্যার ঠিক মত আপডেট না হলে এই পদ্ধতিতে যাওয়ার দরকার নাই।তাহলে সেট ব্রিক হয়ে যাবে।

  • মোবাইল বন্ধ করুন।""ভলিউম আপ+পাওয়ার বাটন"" একসাথে চাপুন যতক্ষন পর্যন্ত সব স্ক্রীন না আসে।
  • এবার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।My Computer এ রাইট ক্লিক করে Manage থেকে ডিভাইস ম্যানেজার এ যান।
  • দেখবেন Android নামে একটা হলুদ আইকন আছে।সেটা তে রাইট ক্লিক করে Update Driver software এ ক্লিক করুন।
  • তার পর যেখানে ডাউনলোড করা ফাইল রেখেছেন সেখান থেকে ""Primo ICS Software_AP part""  দেখিয়ে দিন।এবং নিচের প্রসেস টা ফলো করুন।
  • ""My computer>Manage>Device manager>Android(Yellow notification)>Update driver software>browse path> select adb folder >Continue anyway>finish.""

ঠিক ভাবে আপডেট দিতে পারলে এমন দেখাবে।FastBoot Interface.

এখন BP Part Software আপডেট দিতে হবে।তার জন্য যা করতে হবে।

  • মোবাইল অন করুন।পিসি এর সাথে ক্যাবল দিয়ে যুক্ত করুন।
  • মাই কম্পিউটার থেকে রাইট ক্লিক করে Manage এ যান।তার পর নিচের প্রসেস টা ফলো করে ""Primo ICS Software_BP part"" ফোল্ডার টা দেখিয়ে দিন।
  • My computer>Manage>Device manager>Tiyanyu HS-USB Driver (Yellow notification)>Update driver software>
  • browse path> HK11-VB717-27_1.0.56\Win32\x86\free >Continue anyway>finish.
ইন্সটল সফল হলে ডিভাইস ম্যানেজার এ নিচের ছবির মত দেখাবে।
BP Tool Download
  • মোবাইল BP Mood এ নিয়ে যান।অর্থাত ভলিউম ডাউন কী+ পাওয়ার বাটন একসাথে চেপে  ধরুন। Install QPSC Download এর মত লেখা আসলে বাটন ছেরে দিন
  • এবার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন ডাটা ক্যাবল  দিয়ে।
  • ডাউনলোড কৃত ফোল্ডার থেকে Primo Download ফোল্ডারে যান।সেখান থেকে Primo Download সফটওয়্যারটি চালু করুন।
  • SEL PATH এ Primo ICS Software_BP part ফোল্ডার টি দেখিয়ে দিন।নিচের ছবি টা ভালো করে লক্ক্য করুন।
  • Check Port এ ক্লিক করে একটা দির্ঘশ্বাস নিন ।Download এ ক্লিক করুন।
  • একটু অপেক্ষা করুন।Download Success দেখাবে।
  • ডাউনলোড FAILD দেখালে বুঝবেন ড্রাইভার সফটওয়্যার ঠিক মত আপডেট দেয়া হয়নাই।
  • ব্যাটারী খুলে আবার লাগান।
AP Tool Download
  • প্রথমে মোবাইলের পাওয়ার বাটন + ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরুন।সবুজ পর্দা আসলে বাটন ছেরে দিন।ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে যুক্ত করুন।
  • Pirmo Flash ফোল্ডার ওপেন করুন।এখান থেকে Primo FLash সফটওয়্যারটা চালু করুন।
  • SEL Path থেকে ব্রাউস করে Primo ICS Software_AP part ফোল্ডারটি দেখিয়ে দিন।তারপর ওকে বাটন চাপুন।
  • ডাউনলোড সাকসেস্ফুল দেখাবে।নিচের ছবির মত।
ব্যাস।হয়ে গেলো আপডেট।এবার সেট অন করুন।একটু অপেক্ষা করুন।এবার মজা দেখুন।আপনার প্রিমো এখন অফিসিয়ালি আইসিএস হয়ে গেলো।এবার আর সেট হ্যাং করবেনা।

রুট করার পদ্ধতি

এবার জেনে নিন কিভাবে রুট করতে হবে,সেটা হিমু ভাইয়ের টিউন এ আগেই দেখেছেন।কিন্তু আমি আবার দিলাম।
  • প্রথমে CWM Recovery ইন্সটল করে নিতে হবে। এখান থেকে ইংরেজি CWM টা ডাউনলোড করে নতুন একটা ফোল্ডার বানিয়ে সেখানে এক্সট্র্যাক্ট করুন।
  • মোবাইল ফাস্টমুড এ নিন।(পাওয়ার বাটন+ভলিউম আপ বাটন চেপে সবুজ স্ক্রীন আসলে ছেরে দিন)।
  • মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।
  • এখন ডাউনলোডকৃত ফাইল ওপেন করুন।"Click to Flash Recovery.bat" টি রান করুন।
  • কয়েক বার এনটার ENTER বাটন চাপুন।মোবাইল রিস্টার্ট নিবে।হয়ে গেলো রিকোভারি ইন্সটল।
  • এবার এখান থেকে রুট ফাইল টি ডাউনলোড করুন।(শুভ ভাইয়ের লিঙ্ক)।
  • এবার কার্ড রিডারের মাধ্যমে অথবা ডাটা ক্যাবলের মাধ্যমে ডাউনলোড করা ফাইলটি মেমরি কার্ড এ সরাসরি রাখুন,কোনো ফোল্ডারে রাখবেনা না।
  • মোবাইলের পাওয়ার বাটোন + ভলিউম আপ বাটন চেপে ধরে রাখুন।সবুজ স্ক্রীন এর পর লাল স্ক্রীন আসলে বাটন ছেরে দিন।
  • এবার নিচের ছবির মত করে কাজ করুন।ভলিউম আপ/ডাউন বাটন চেপে সিলেক্ট করুন।এবং পাওয়ার বাটন চেপে ওকে করুন।
  • YES Button চাপুন।একটু অপেক্ষা করুন।হয়ে গেলো আপনার রুট করা।

ভালো লাগলে ফেসবুকে লাইক করুন।

ফেসবুকে আমি।

আমার ব্লগ

আমার সকল টিউন

আল্লাহ হাফেজ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apnake Onek Onek Tnx. ami 5 din age xda theke —–
http://forum.xda-developers.com/showthread.php?t=2143522&page=2 ai rom ti download kore use korchi. but atate loction namer option ti nei. kibhabe anbo bolben?

    @Sonjoy Saha: অফিসে থাকার কারনে রিপ্লাই করতে দেরি হয়ে গেলো।

    লোকেশন কোথায় থাকে?আমি নিজেই ভুলে গেছি কোথায় কি ছিলো।

      Level 0

      @মুকুট: viyya ami apner sob process tik moto korcilam bt primo flash dayar somoy dakay close program then r set open hoi na
      akon blue screen dakay
      plz akon ki korba viyya plz janaben plz
      01719362929 amar number

অসাম পোষ্ট!! আমার মোবাইল জি-১, আমি কিভাবে রুট করতে পারি? দয়া করে বিস্থারিত জানালে উপকৃত হবো। পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

    @বড় ভাই: সেট টা নতুন বের হয়েছে।হয়তো একটু সময় বেশি থাকবে।অপেক্ষায় থাকুন।ধন্যবাদ।

    @বড় ভাই: একটু সময় বেশি লাগতে পারে রুট এর সমাধান আসতে।

    @বড় ভাই: Those who want to root/unroot Primo R1 & G1Tools : http://www.mediafire.com/?bozvqdfzzo8fpbe

    Step 1: Connect your handset with usb cable to pc

    Step 2: Enable USB Debugging in handset. (Settings>Developer option>USB debugging)

    Step 3: Open RunMe.bat file from Primo R1, G1 root tools folder

    Step4: Select device type normal 1 and press enter

    Step5: Look at your phone and select Restore

    Done, your phone is rooted successfully, now you will find SuperSU on phone menu. Enjoy!!!!!

    ##UNROOT

    How to UnRoot Walton Primo R1, Primo G1 with Bin4ry

    Step 1: Connect your handset with usb cable to pc

    Step 2: Enable USB Debugging in handset. (Settings>Developer option>USB debugging)

    Step 3: Open RunMe.bat file from Primo R1, G1 root tools folder

    Step4: Select device type x and press enter, press y then Enter

    Step5: Please restart your phone manually

    Done, your phone is unrooted successfully, now there is no SuperSU apps on phone menu. Enjoy!!!!!

    *** Root with your own risk. It’ll void your warranty if you root your Primo R1/G1. Im not responsible for any kind of damage of your phone. ***

      @হিমু: যারা R1 & G1 ব্যবহার করছে তাদের কাজে দিবে।ধন্যবাদ হিমু ভাই

Level 0

thanks bro for a nice post …
😀

ধন্যবাদ মুকুট ভাই। সব ফিচার কি ঠিক মত কাজ করছে? যেমন ধরুন প্রক্সিমিটি সেন্সর, গ্রাভিটি সেন্সর, জিপিএস ইত্যাদি…? Sonjoy Saha বলেছেন তার ফোনের Location option নেই। যা একটা বাগ হতে পারে? একটু বিস্তারিত জানান। আবারো ধন্যবাদ।

    @রহস্যময় অভিযাত্রী: সব কিছুই ঠিক মত আছে।আগে ক্যামেরা চালু করলেই হ্যাং হয়ে যেত।এখন আর সেটা হচ্ছেনা।এছাড়া নেটওয়ার্ক সমস্যাও নাই।

All options are working well. but …….. Location namer option ti nei.

    @Sonjoy Saha: সেটা মনে হয় LOCAL নামে আছে।একটু চেক করুন।

Ar Age Ata Nia Akber Tune Hoise

রুট করার পদ্ধতিটি কি ওলটন প্রিমো এর সকল মডেলে কাজ করবে অর্থাৎ G1, G2, F1, R1 ইত্যাদিতে ।

    @রাশিকুল: মনে হয়না।আমি তো আর ওই সেট ব্যবহার করিনা।আর ওই সেট গুলো নতুন আসছে তো।তাই মনে হয় রুট করা যাবেনা।

    @রাশিকুল: এই পদ্ধতিতে G1, G2, F1, R1 রুট করা যাবে না। সেট ব্রিক হয়ে যেতে পারে। ভুলেও ট্রাই কইরেন না। উপরে আর১ এবং জি১ এর রুটিং প্রসেস ফলো করেন।

ভাই। আমার প্রিমোর ওরজিনিয়াল ব্যাকআপ রম দরকার। কেউ পারলে একটু কস্ট করে লিংক টা একটু দিয়েন।

রুট করার পদ্ধতি সাথে আনরুট করার পদ্ধতিটি বললে ভাল হতো । আর ফোনের কোন ক্ষতি এড়ানোর জন্য ফোনের ব্যাকাআপ নিয়ে তা রিস্টোর করার কোন ব্যবস্থা আছে কি না তা লিখলে ভাল হতো।

Level 3

tnx মুকুট ভাই xda dvlprs a দেখে সাহস হইনি কারন অখানে
বিস্তারিত লিখা নেই তাই দেইনি এখন দেব, কিন্রু location r bisoita ektu bolben.

    @Minhaz: আমি নিজেই বুঝতাসিনা Location কোথায় থাকে।এখানে LOCAL নামে একটা মেনু আছে।

    ধন্যবাদ।

Level 0

Primo rom ar dialer ar screenshot ta dekhte pare. pls

    @murad: চেক করেন।আপডেট করে দেয়া হয়েছে।

Level 3

vai sob e valo laglo but downloading resume supported na hoai khub sad holam

    @Minhaz: সব যায়গা থেকে তোঁ আর রিসিউম সাপোর্ট হবেনা।সেটা তোঁ বিভিন্ন সার্ভারের উপর নির্ভর করে।

Sorry. Ami Asole Bolte cheyechilam Navigation namer menu ase Na. Kintu Apni Je firmware diyechen Seta Install Kore Asche. But Ami Akhon Khub Bipode Asi. ami primo download ar format a tik diye bp download korechi. tar por theke amar primo te sim asche na. tar pore*#06# dial kore dekhi imei null hoye giyeche. Please Helm Me.

https://www.techtunes.io/android/tune-id/181672
এই টিউন টি ফলো করে আবার জিঞ্জারব্রেড এ ফেরত যান।তারপর যদি আবার আইসিএস এ আসতে চান তবে আমার টিউন টী দেখুন।

নেভিগেশন তোঁ আছেই।

    @মুকুট: Primo Flash ‘system’ সেন্ডিং এ যেয়ে Stopped working দেখাচ্ছে। আমি বেসব্যান্ড আপগ্রেড করে ফেলেছি। আমি উইন্ডোজ ৭/৮ এ ট্রাই করে একই ফল পেলাম। কোন সাজেশন থাকলে বলুন আমি কিভাবে Primo ICS Software_AP part ফ্ল্যাশ করব?

      @রহস্যময় অভিযাত্রী: আপনার কি আগে ics দেয়া ছিল?? তাহলে এমন প্রবলেম হতে পারে। এটি জিঞ্জারব্রেড থেকে করলে সফল হবার সম্ভাবনা বেশী।

      @রহস্যময় অভিযাত্রী: আপনি সবার প্রথমে ড্রাইভার আপডেট দিয়েছিলান?যদি সফল ভাবে ড্রাইভার আপডেট দিয়ে থাকেন তবে সমস্যা হবার কথা নয়।আমার একবার সেট ব্রিক হয়ে গিয়েছিল।পরে হিমু ভাইয়ের টিউন ফলো করে জিঞ্জারব্রেড এ ফেরত যেয়ে আবার আইসিএস এ আসলাম।এই টিউনের আইসিএস আপগ্রেড পদ্ধতির ২টা ছবি লক্ষ্য করুন।জদি তেমন না দেখায় তবে কিন্তু আপগ্রেড হবেনা।

খুব সুন্দর টিউন করেছেন মুকুট ভাই। অনেক ধন্যবাদ। তবে আমার টিউনের প্রিমোর ড্রাইভার আর CWM মিডিয়াফায়ার ডিলেট করে দিছে 🙁 আপনি পারলে আপলোড করে দিয়েন। আমি পারছি না কারন পরীক্ষা চলছে। এই এত ফাইল থাকতে এই দুইটা কেন ডিলেট করল বুঝলাম না 🙁

    @হিমু: আমি জানি।আমি এখানে দিয়েছি।ইংরেজি CWM টা দিয়েছি।আর ড্রাইভার ও আছে।আপনাকেও ধন্যবাদ।

Level 0

ভাই cyanogenmod নিয়ে একটি tune করেন

আমি Primo download ফাইল ওপেন করে ফরমাট এ টিক দিয়ে বিপি ডাউনলোড দিয়েছি।যে কারনে আমার মোবইল এর NV Item (IMEI) ফরমাট হয়ে গেছে । এখন No sim লিখা আসছে এবং *#06# dial করলে IMEI null দেখাচ্ছে । আমি GB 2.3.6 –ICS 4.0.4 এবং অন্যান্ন Rom Download করে দেখেছি কিন্তু একই অবস্থা। এখন আমি কি করতে পারি?

Level 0

tuner vie plz help koren Primo ICS Software_BP part download hoy na fail dakhy.phone o open hocca na

    @ShOpNoHiN: তাহলে আপনার AP Part Driver & BP Part Driver ঠিক মত ইন্সটল দেয়া হয়নাই।আমারো একি সমস্যা হয়েছিলো।আগে ঠিক মত ছবি তে দেখানো অনুযায়ি ড্রিভার আপডেট করুন।নাহলে আইসিএস দিতে যায়েন না।ধরা খাবেন।

Level 0

ami ki symphony w20 root korte parbo ai system e?

Level 0

ভাইয়া উগলা ঠিক ভাবে সেটআপ হইসে কিন্তু primo flash software টা স্টপ ওয়রকিং দ্যাখায়

আমার walton primo তে যদি আমি 4.0.4 এ আপডেট করি তাহলে আমার ইন্টারনাল মেমোরী কত থাকবে।

    @শাওন: ১৫১ মেগাবাইট।কিন্তু আপনি যদি রুট করেন তাহলে LINK2SD ব্যবহার করে এক্সটার্নাল মেমরি কে পার্টিশন করে ইন্টারনাল মেমরি বাড়িয়ে নিতে পারেন।আমার ১৬ জিবি মেমরি কে পার্টিশন করে ১জিবি ইন্টার্নাল মেমরি বানিয়ে নিয়েছি।

vaia, symphony w5 e kora jabe ? symphony w5 upgrade korar 1ta trick share koron 🙂

    @bandor-pola: সিম্ফনি W5 এ আইসিএস দিলে মোবাইল আর চলবেনা।কারন র‍্যাম কম।

Level 0

My Walton was bricked & send to Walton. They repaired successfully after 1 month & installed ICS 4.0.4. Now how can I root my Walton primo. Root provided in this post is not working. Can any one help please

    @drdmmg: কত টাকা নিলো ঠিক করতে?ওরা আপনাকে প্রিমো তে আইসিএস দিয়ে দিয়েছে?
    রুট কেন হবেনা?কি করেছেন বলুন তো

Level 0

একবার jellybean দিয়া set brick করে mymensingh walton এ দিয়া 2weeks & 200tk দিয়া ফেরত পাইছি। তারপর অনেকদিন ICS use করছি। আজ আবার অফিসিয়াল আইসিএস ৪.0.৪ করতে গিয়া ধরা খাইয়া walton এ দিয়া আসলাম

Level 0

মুকুট & হিমু ভাই cyanogenmod নিয়ে একটি tune করেন

    @abuilla: CM10 এর একটা রম পোর্ট করা হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে পাবেন। আর সেট ব্রিক হলেই ওয়ালটনে দিতে হবে কেন?? সব মশলাপাতি তো হাতের কাছেই আছে!! নিজে নিজেই ঠিক করতে পারতেন একটু ঘাটাঘাটি করলে।

      @হিমু: কোন ফুল ওয়ার্কিং jb রম এই সেটের জন্য আছে বলে জানিনা। একটা আছে যেটা প্রিভিউ ভার্সন কিন্তু সিম সাপোর্টেড না। আর বাকিগুলা সব ics based jb.

Level 0

ai ics rom ta ki himu vai ar dia ics rom?naki new room.ami himu vai ar dia ics chalaitasi.akhon ki mukut vai ar dia rom install korla valo hoba?naki akhn ja ics ta use kortai tatai thakla hoba?

Level 0

ভাই আপনার এই ICS দেয়ার পর আমার ফোন আর চালু হচ্ছিল না। ফাস্টবুট মোডে গিয়ে কয়েক বার AP Upgrade করার চেষ্টা করেছি। System এ এসে সফটওয়্যার বন্ধ হয়ে যায়।

দয়া করে আপনার upload কৃত ফাইলটি নিজে ডাউনলোড করে দেখেন। Highly Compress করার জন্য মনে হয় প্রবলেম হয়েছে।

আর পারলে Fresh AP পার্ট এর লিঙ্ক দেন। ড্রাইভার প্রবলেম এর কথা বলবেন না। এই ড্রাইভার এ কয়েক বার ফ্ল্যাশ দেয়া হয়েছে।

    @itsredwan: ঘটনা বুঝলাম না।আমি নিজে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আইসিএস দিলাম।সবার সমস্যা হচ্ছে।
    এই টিউন টা দেখেন তো
    https://www.techtunes.io/android/tune-id/188832#comment-392504

    @itsredwan: সব গুলো ফাইল আলাদা আলাদা ভাবে আপলোড দেয়া হয়েছে,দেখে নিন।আমি এটা দিয়েই করেছি।আর AP এর জন্য এই লিঙ্ক টা চেক করুন
    http://uploading.com/315fm844/Primo-ICS-Software_AP-part-MukuT-rar

      Level 0

      @মুকুট: Thank you mukut vai.

      Listen: There are no problem with AP, BP or others but Primo Flash software is not working.

      That’s the fault of your tune. Please Update this post and give another link for QUALFAST. I have used another QUALFAST software to flash AP part, and Successfully Upgraded my Phone to ICS.

      But please note that there are some bug in this ICS. Like:

      1) Bluetooth DUN is not working, Also the name of Bluetooth is not changeable.(please tell me how can I solve this. Cause My modem is not working well)

      2) This ICS do not support Graviry Sensor and Gyroscope Sensor.

      3) Link2SD is not working properly. Specially when auto linking. ( Installed Link2SD successfully but internal memory is full )

      4) Am fetching problems with Bangla Font.

      Whatever, thank for your nice post. I Wish you will try to post bug less ICS next time.

      Sorry for English. My keyboard supports only English. And I don’t have Avro Installed yet in new Windows 8.

Level 2

primo flash হয় না। fail দেখায়. blue screen ashe

Level 0

আমার BP আটকে সেট brick হইছে
আর পারলে Fresh bp পার্ট এর লিঙ্ক দেন। ড্রাইভার প্রবলেম এর কথা বলবেন না। এই ড্রাইভার এ কয়েক বার ফ্ল্যাশ দেয়া হয়েছে।

Level 0

আমার red screen আসে

Level 0

হিমু ভাই CM10 এর link টা দেন please please please

Level 0

Himo,Mokot viyya…
Amar set walton premio 4.0.4 dita gia flash korar somoy close programe asa close hoi.tarpor set r open hoina.onak kon por blue screen aca,akon ami ki korba,kotay gala tik koray ta parba plz viyya post diyen.
amar email: [email protected]

আসলে মুকুট ভাই আপনি বলেছেন {{হিমু ভাইয়ের দেয়া লিঙ্ক থেকে XDA Forum থেকে ওয়ালটন এর অফিসিয়াল আইসিএস ৪.0.৪ পেলাম।যা ইন্সটল করে এখন অনেক আরামে আছি।কারন এখানে কোনো বাগ (Bug) নাই।।ক্যামেরা সম্পুর্ন ভালো ভাবে কাজ করে।ফোন হ্যাং করেনা।}}. কিন্তু আমি জানি যে আপনিই ব্যবহার করেননি! কারন আপনি যদি আপনার লিংক এর BP & AP ব্যবহার করতেন তাহলে আপনার মোবাইল ও সবার মতো brick হতো। সবার জন্য বলি আপনারা Flash করবেন না তাহলে আপনার মোবাইল brick হবে। আর মুকুট ভাই কোন পোষ্ট করার আগে দয়াকরে নিজে check করে নিবেন। আপনার যারা Flash করেছেন তারা বলুন আমি ঠিক বলছি কিনা।

    @Sonjoy Saha: আপনি নিজেকে কি মনে করেন?আমি নিজে যেটা পারিনা সেটা কাউকে করতে বলিনা।আমি নিজে আমার সেট ব্রিক করে ফেলেছিলাম।কারন আমার ড্রাইভার এ সমস্যা ছিলো।কিন্তু পরে আপনাদের জন্য যে ডাউনলোড লিঙ্ক দিলাম সেখান থেকে ডাউনলোড করেই মোবাইল ফ্ল্যাশ দিলাম।তারপর রুট করলাম।এখন ব্যবহার করছি।

    @Sonjoy Saha: আপনি তো দেখি গুরুতর অভিযোগ করলেন!! আমি নিজে এই রম ইউজ করছি এবং মুকুট ভাই যে করছে সেটাও জানি। কারন সেও সেট ব্রিক করে ফেলছিল এবং তারসাথে আমার ফেসবুকে অনেক চ্যাট হইছিল। টেকটিউন্সের প্রতিষ্ঠিত কোন টিউনারের বিরুদ্ধে অভিযোগ করার আগেদশবার চিন্তা করবেন। এখানে টেকনিক্যাল কিছু ব্যপার আছে যেগুলো আপনার মাথায় ঢুকেনাই জন্য আপগ্রেড করতে পারেননাই। পরে সমাধান পাইছেন এই টিউনের কমেন্ট দেখে। সেটা নিয়ে টিউন করে আবার বড়াই করতাছেন!! আমি যে ইউজ করছি, সেটার প্রমাণ হল-
    XDA তে করা আমার পোস্ট- http://forum.xda-developers.com/showpost.php?p=37718318&postcount=2969
    আমার XDA প্রোফাইল- http://forum.xda-developers.com/member.php?u=4960884

    উপরের একটা স্ক্রীনশটে আমার নাম্বার দেয়া আছে। যেইসব স্ক্রীনশট আপনিও নিজের টিউনে ইউজ করেছেন।

Level 0

Sonjoy viyya amar set ta of hoya gaca,flash dayar por akon ki korisodo blue screen asa onak por
akon ki korba plz bolben?

@refat2013: টেনশন নিয়েন না। ICS 4.0.4 নিয়ে নতুন এক্তা পস্ত হয়েছে। দেখে নিন সব থিক হয়ে যাবে। না হলে কমেন্ট করবেন।

সবাকে আগেই বললাম যে BP Part ডাউনলোড না হলে AP PArt দিয়েন না।সমস্যা হবে।যেমন আমার হয়েছিলো।

সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।কারন যেখা যাচ্ছে সবার সেট ই ব্রিক হয়ে যাচ্ছে।
https://www.techtunes.io/android/tune-id/181672
এই টিউন টি ফলো করে জিঞ্জারব্রেড এ ফেরত জান।আর আমি আপনাদের জন্য সব গুলো ফাইল কম্প্রেস ছাড়াই আপলোড করে দিবো।

আমি বেসকিছুদিন আগেই আপগ্রেড করছি আপনার মতো আমারও সমস্যা হয়েছিলো সমাধানও করছি প্রথমে বেজব্যান্ড 591316_8376_WCDMA_V3025 দিবেন পরে বেজব্যান্ড 591347_8376_WCDMA_V3070 দিবেন এবং Primo Flash টুলসটি দিয়ে অফিসিয়াল ICS দিবের পরে বেজব্যান্ড 591379_8376_WCDMA_V000003 দিবেন আশাকরি কারো কোন সমস্যা হবে না আর মুকুট ভাইয়েদেয়া ভাইল গুলা সব ঠিক আছে কোন সমস্যা নাই

Sonjoy Saha ভাইয়া ভালো না লাগলে কমেন্ট করবেন না কিন্তু কাউকে নিরুৎসাহিত করবেন না দয়া করে।

Level 0

amar phone ta r opn e hoi na ami kamna jinjerbread a farot jaba
sodo blue screen asa
kau akon jon somadan dan plz

Level 0

ভাই আমাকে কি ওয়ালটন প্রিমর ICS 4.0.4(অফিসিয়াল) এর শুধু মাত্র wallpaper er download link টা দেয়া যাবে

Level 0

মুকুট ভাই আমি রমটা প্রায় ১৫ দিন ব্যবহার করছি XDA-Developer forum থেকে ডাউনলোড করে কিন্তু এই রম এর একটা সমস্যা এর ব্যাটারি ব্যাকআপ GB থেকে অনেক কম । কিন্তু karbonn a5 এর একটা ICS রম আমি ব্যবহার করেছি তার ব্যাটারি ব্যাকআপ অনেক ভাল অবশ্য সেটার Baseband version ছিল V000005 । আসলে original rom এ ব্যাটারি ব্যাকআপ কম হওয়ার কারন কি ROM নাকি Baseband । আমি Baseband এর এই version এ original rom দিতে চেষ্টা করেছি কিন্তু নেই নি । এখন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য কি কোন সিস্টেম আছে । থাকলে দয়া করে জানাবেন ।

    @sayeedku: কি জানি।আমার ব্যাটারি মাঝে মাঝে হুদাই কয় যে খালি হয়ে গেছে।কিন্তু রিস্টার্ট দেয়ার পর আবার ফুল চার্জ।প্রিমোর সাথে যে চার্জার আছে সেটা দিয়ে চার্জ দিন অথবা সিম্ফনি চার্জার দিয়ে চার্জ দিন।

      @মুকুট: নতুন রম ফ্লাশ দিলে ব্যাটারি কেলিব্রেশন করতে হয়। না হলে এমনই হবে। এই রমের ব্যাটারি ব্যাকাপ অনেক ভাল। ব্যাটারি স্ট্যাটাস ক্লিয়ার করে কেলিব্রেশন করেন।

have to try

Level 2

Amar to ice e update dea kintu cam aproblem,maje make hang Kore
Ami kivabe Ai ice e update dibo.pls suggess me.

    @motaleb52: ওটা মনে হয় আগের টা।এই টা দিলে কোনো সমস্যা হবেনা।আজ ওয়ালটন থেকে কথা বলে আসলাম।ওদের কাছে দিয়ে আসলে ওরা নিজেই আপনাকে এই আইসিএস দিয়ে দিবে।ওয়ারেন্টি থাকলে টাকা লাগিবেনা

Level 0

mokot vi ami ice 4.0.4 dita gia flash dayar por close application asa. then close hoya jy.akon r open hoi na,onak kon por blue screen asa.
akon ami walton care gala ki tik kora diba plz janaben…
plz vol hoila koma korben plz

    @refat2013: সফটওয়্যার গুলো আলাদা আলাদা ভাবে আপলোড করে দিয়েছি,আবার ডাউনলোড দিয়ে দেখতে পারেন।

Level 3

vaai apnara set break korlen kamne eitai to bujlam na,,,koto sundor kore mukut vai,,sohoj vasai
bujhaiya dise,,,ami success many many thanks mukut vai,,,,,,,,,,,,,ics chalaitesi.

    @Minhaz: খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে।এই টিউন করার পর খুবই মর্মাহত হয়ে ছিলাম।কারন কেউ দিতে পারছিলোনা।সবার সমস্যা হয়েছে,

Level 3

mukut vai background sreen ta ki change kora jabe?

    @Minhaz: ওয়ালপেপার এর মাঝখানে লং প্রেস করুন।এর পর ওয়ালপেপার অথবা লাইভ ওয়াল পেপার আপনার পছন্দ অনুযায়ি দিন।

Level 0

@মুকুট ভাই আমাকে কি ওয়ালটন প্রিমর ICS 4.0.4(অফিসিয়াল) এর শুধু মাত্র wallpaper এর মানে আপনার ইস্কিন শর্ট এ যেটা দেয়া আছে download link টা দেয়া যাবে

Level 0

হিমু ভাই G1 or G2 কোনটা ভাল । এদের CWM এর link টা দেন please

Level 0

মুকুট ভাই…Primo এর রম বাড়াবার উপায়টা কি দয়া করে জানাবেন????
Process টা কি????ঢাকায় কোন Care এ যেতে হবে???
মানে Details ta……PLz……………………….

Level 0

Hi. My primo says nill baseband. no card showing(no network). what should i do. My email [email protected]

Level 0

ভাই আমার প্রিমো সেট টা কাল থেকে কোনা নেটওয়ার্ক পাচ্ছা না problem টা কি বুঝতেছি না । ভাই solution থাকলে অবশ্যই জানাবেন ।

Level 0

romটা কি বাংলা সাপোর্ট করে আসল GB এর মতো? এটা কি আসলেই walton থেকে রিলিজ করছে? দয়া করে কেউ একটু জানাবেন?

Level 0

vai amar g1(4.0.4) root kora dorkar. Apnara help koren. Plz plz plz plz plz….

Level 0

মুকুত ভাই আপনার Primo ICS Software_AP part.(152 MB.) লিঙ্ক টা কাজ করতেসে না। ভাই প্লিজ এই রম টার লিঙ্ক টা আপডেট দেন ভাই। বড় বিপদে আসি।আপনার লিঙ্ক টা কাজ করতেসিলনা তাই ভরসা করে একটা লিঙ্ক থেকে Official ICS ROM ডাউনলোড দিসিলাম। BP upgrade Complete, যখন AP আপডেট দিতে নিসি তখন আর আপডেট নেয় না। আমার ডাউনলোড করা ROM টা তে সমস্যা। এখন semi brick set নিয়া আপনার পোস্ট এর দিকে তাকায় আসি। আপনি ROM টার একটা Resume able একটা লিঙ্ক আপডেট করেন ভাইয়া। নাইলে আমি মাঠে মারা পরবো। PLEASE ভাইয়া RESUME able একটা লিঙ্ক আপডেট করেন

    Level 0

    @tonoy.bd: ভাই এই লিংক থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেন ‍আর AP টা এর ভেতরে পাবেন… উনারা ব্যস্ত হয়ত

    লিংক http://www.sendspace.com/file/yicr0a

যাদের ঝামেলা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, নিজের কোথাও ভুল আছে কিনা ভালভাবে চেক করেন। আমি এই টিউনটার ward by ward ফলো করেছি। তাতে যা হয়েছে, “আমার হাতে এখন আমার Walton Primo ICS এবং Full Smoothly Working”। আর মুকুট ভাই আর হিমু ভাইকে অসংখ্য ধন্যবাদ!

ভাই কেও Primo C1 Update করার জন্য একটু help করুন। অনেক খুজলাম পাতাছিনা। কারও জানা থাকলে Help করেন বা কোন ফরামের link টা দেন।