আস-সালামু-আলাইকুম
অনেক দিন পর টিউন করতে বসলাম।আজ লিখব প্রিমো আইসিএস এ আপগ্রেড করা নিয়ে।এর জন্য সবার আগে টিউনার হিমু (আহমেদ শুভ) ভাইকে ধন্যবাদ।ওনার দেয়া লিঙ্ক থেকেই এত কিছু পেয়েছি এবং ওনার জন্যই সবার আগে রুট করতে পেরেছিলাম।এছারা অনেকের সাহায্য নিয়েই এই টিউন করতে পারলাম।তাই সবাইকে ধন্যবাদ।
যদি কোনো কারনে সেট আইসিএস দেয়ার সময় ব্রিক হয়ে যায় তবে এই লিঙ্ক থেকে অনুগ্রহ করে আগের অবস্থায় ফিরে যাবেন।
হিমু ভাইয়ের দেয়া লিঙ্ক থেকে XDA Forum থেকে ওয়ালটন এর অফিসিয়াল আইসিএস ৪.0.৪ পেলাম।যা ইন্সটল করে এখন অনেক আরামে আছি।কারন এখানে কোনো বাগ (Bug) নাই।।ক্যামেরা সম্পুর্ন ভালো ভাবে কাজ করে।ফোন হ্যাং করেনা।
পুরো প্রক্রিয়ায় যাওয়ার আগে দেখে নিন নতুন আইসিএস কেমন দেখাবে
এবার জেনে নিন কিভাবে কি করতে হবে।তার আগে কিছু জিনিস মনে রাখবেন।
- আপনার পিসি/ল্যাপটপ এ অবশ্যই প্রিমো ড্রাইভার ইন্সটল থাকতেই হবে,নাহলে কিছুতেই কিছু হবেনা।
- পিসি তে ইউপিএস রাখতে হবে অথবা ল্যাপটপ হলেও হবে,কারন বিদ্যুৎ গেলে সব গেলো।
- ঠান্ডা মাথায় কাজ করবেন।
- এতে ওয়ারেন্টি নষ্ট হবে।তাই সাহস না থাকলে এই কাজ করতে যাবেন না।
ড্রাইভার ইন্সটল পদ্ধতিঃWindows 7
- Driver টা মেনুয়লি সেটআপ করতে হবে ।প্রথমে ডাটা ক্যাবল দিয়ে PC তে কানেক্ট করবেন ।
- তারপর my computer –> right click–> manage–>Device manager–>ports(com&lpt)–>Tianyu HSUSB Device–> right click–> install/update driver–>
- তার পর নিচের অপশনটা সিলেক্ট করে আপনার পিসির যেখানে Driver টা Download করে রেখেছেন সেটা চিনিয়ে দিন ।
- এখান থেকে ড্রাইভার ডাউনলোড করুন।(Seven).
- Windows XP এর জন্য এই টিউন টি দেখুন।
আইসিএস(Icecream Sandwich 4.0.4) আপগ্রেড পদ্ধতি
প্রথমে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। সাইয ১৮৯ মেগাবাইট।তার আগে ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করে নিন।
এছাড়া আলাদা আলাদা ডাউনলোড করতে চাইলে করতে পারেন।
- Walton Primo Driver (2.4 MB)
- Primo Download (56KB).
- Primo Flash (4.4 MB)
- Primo ICS Software_BP part. (28.8MB).
- Primo ICS Software_AP part.(152 MB.)
এর পর winrar সফটওয়্যার দিয়ে এক্সট্র্যাক্ট করুন নতুন একটি ফোল্ডার তৈরি করে।এবার AP Part Driver ইন্সটল করতে হবে।কিভাবে করতে হবে সেটা এখানে লক্ষ্য করুন।
সফটওয়্যার ঠিক মত আপডেট না হলে এই পদ্ধতিতে যাওয়ার দরকার নাই।তাহলে সেট ব্রিক হয়ে যাবে।
- মোবাইল বন্ধ করুন।""ভলিউম আপ+পাওয়ার বাটন"" একসাথে চাপুন যতক্ষন পর্যন্ত সব স্ক্রীন না আসে।
- এবার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।My Computer এ রাইট ক্লিক করে Manage থেকে ডিভাইস ম্যানেজার এ যান।
- দেখবেন Android নামে একটা হলুদ আইকন আছে।সেটা তে রাইট ক্লিক করে Update Driver software এ ক্লিক করুন।
- তার পর যেখানে ডাউনলোড করা ফাইল রেখেছেন সেখান থেকে ""Primo ICS Software_AP part"" দেখিয়ে দিন।এবং নিচের প্রসেস টা ফলো করুন।
- ""My computer>Manage>Device manager>Android(Yellow notification)>Update driver software>browse path> select adb folder >Continue anyway>finish.""
ঠিক ভাবে আপডেট দিতে পারলে এমন দেখাবে।FastBoot Interface.
এখন BP Part Software আপডেট দিতে হবে।তার জন্য যা করতে হবে।
- মোবাইল অন করুন।পিসি এর সাথে ক্যাবল দিয়ে যুক্ত করুন।
- মাই কম্পিউটার থেকে রাইট ক্লিক করে Manage এ যান।তার পর নিচের প্রসেস টা ফলো করে ""Primo ICS Software_BP part"" ফোল্ডার টা দেখিয়ে দিন।
- My computer>Manage>Device manager>Tiyanyu HS-USB Driver (Yellow notification)>Update driver software>
- browse path> HK11-VB717-27_1.0.56\Win32\x86\free >Continue anyway>finish.
ইন্সটল সফল হলে ডিভাইস ম্যানেজার এ নিচের ছবির মত দেখাবে।
BP Tool Download - মোবাইল BP Mood এ নিয়ে যান।অর্থাত ভলিউম ডাউন কী+ পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। Install QPSC Download এর মত লেখা আসলে বাটন ছেরে দিন
- এবার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন ডাটা ক্যাবল দিয়ে।
- ডাউনলোড কৃত ফোল্ডার থেকে Primo Download ফোল্ডারে যান।সেখান থেকে Primo Download সফটওয়্যারটি চালু করুন।
- SEL PATH এ Primo ICS Software_BP part ফোল্ডার টি দেখিয়ে দিন।নিচের ছবি টা ভালো করে লক্ক্য করুন।
- Check Port এ ক্লিক করে একটা দির্ঘশ্বাস নিন ।Download এ ক্লিক করুন।
- একটু অপেক্ষা করুন।Download Success দেখাবে।
- ডাউনলোড FAILD দেখালে বুঝবেন ড্রাইভার সফটওয়্যার ঠিক মত আপডেট দেয়া হয়নাই।
- ব্যাটারী খুলে আবার লাগান।
AP Tool Download
- প্রথমে মোবাইলের পাওয়ার বাটন + ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরুন।সবুজ পর্দা আসলে বাটন ছেরে দিন।ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে যুক্ত করুন।
- Pirmo Flash ফোল্ডার ওপেন করুন।এখান থেকে Primo FLash সফটওয়্যারটা চালু করুন।
- SEL Path থেকে ব্রাউস করে Primo ICS Software_AP part ফোল্ডারটি দেখিয়ে দিন।তারপর ওকে বাটন চাপুন।
- ডাউনলোড সাকসেস্ফুল দেখাবে।নিচের ছবির মত।
ব্যাস।হয়ে গেলো আপডেট।এবার সেট অন করুন।একটু অপেক্ষা করুন।এবার মজা দেখুন।আপনার প্রিমো এখন অফিসিয়ালি আইসিএস হয়ে গেলো।এবার আর সেট হ্যাং করবেনা।
রুট করার পদ্ধতি
এবার জেনে নিন কিভাবে রুট করতে হবে,সেটা হিমু ভাইয়ের টিউন এ আগেই দেখেছেন।কিন্তু আমি আবার দিলাম।
- প্রথমে CWM Recovery ইন্সটল করে নিতে হবে। এখান থেকে ইংরেজি CWM টা ডাউনলোড করে নতুন একটা ফোল্ডার বানিয়ে সেখানে এক্সট্র্যাক্ট করুন।
- মোবাইল ফাস্টমুড এ নিন।(পাওয়ার বাটন+ভলিউম আপ বাটন চেপে সবুজ স্ক্রীন আসলে ছেরে দিন)।
- মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।
- এখন ডাউনলোডকৃত ফাইল ওপেন করুন।"Click to Flash Recovery.bat" টি রান করুন।
- কয়েক বার এনটার ENTER বাটন চাপুন।মোবাইল রিস্টার্ট নিবে।হয়ে গেলো রিকোভারি ইন্সটল।
- এবার এখান থেকে রুট ফাইল টি ডাউনলোড করুন।(শুভ ভাইয়ের লিঙ্ক)।
- এবার কার্ড রিডারের মাধ্যমে অথবা ডাটা ক্যাবলের মাধ্যমে ডাউনলোড করা ফাইলটি মেমরি কার্ড এ সরাসরি রাখুন,কোনো ফোল্ডারে রাখবেনা না।
- মোবাইলের পাওয়ার বাটোন + ভলিউম আপ বাটন চেপে ধরে রাখুন।সবুজ স্ক্রীন এর পর লাল স্ক্রীন আসলে বাটন ছেরে দিন।
- এবার নিচের ছবির মত করে কাজ করুন।ভলিউম আপ/ডাউন বাটন চেপে সিলেক্ট করুন।এবং পাওয়ার বাটন চেপে ওকে করুন।
- YES Button চাপুন।একটু অপেক্ষা করুন।হয়ে গেলো আপনার রুট করা।
ভালো লাগলে ফেসবুকে লাইক করুন।
আল্লাহ হাফেজ।
Apnake Onek Onek Tnx. ami 5 din age xda theke —–
http://forum.xda-developers.com/showthread.php?t=2143522&page=2 ai rom ti download kore use korchi. but atate loction namer option ti nei. kibhabe anbo bolben?