আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। যারা জানেন না তাদের জন্য।

আসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। এটা টিটিতে আমার প্রথম টিউন যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করে ধরিয়ে দিবেন আমি ঠিক করে দিব ইনসাল্লাহ।

যদি টিটিতে এই বিষয়ে পূরবে টিউন করে থাকেন তবে তার কাছে আমি প্রথমেই সেই টিউনার এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

এবার আসল কথায় আসি। আমার অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যে খানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মারট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।

যা যা লাগবে।

1. 1টি এ্যানড্রোয়েড ডিভাইস

2. ডাটা ক্যবল

3. নেটি এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর

4. পিসি [উনডোস সেভেন/এইট চালিত]

[টিউনটি সেভেন দিয়ে পরিক্ষা করা হয়েছে, এইট-এ করা হয়নি, যদি কেউ উইনডোস এইটে সফল হন তবে দয়করে কমেন্টে আমাদের কে কনফার্ম করবেন।]

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।

1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।

Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]

2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন

Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]

3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।

Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।

5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।

[যারা PD-Proxy ব্যবহার করেন তারাও এভাবে পিসি থেকে নেট ব্যবহার করতে পারবেন।]

যদি কোন সমস্যা হয় কমেন্টে যানান। আজ বিদায় নিচ্ছি আপনার সবাই ভাল থকেন।

Level 2

আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

usb driver ki projon ase?

Level 0

vai sesher diker setting ta amar mobile nai.ki korbo bolento?

    @rakibboss: কোন স্টেপ টা সেটা উল্লেখ করেন

    @rakibboss: কোন স্টেপ টা সেটা উল্লেখ করেন ও সেটের নাম মডেল নং এ্যনড্রোয়েড ভার্সন উল্লেখ করেন।

Level 0

kivabe bujbo j net connected hoise? r kivave net disconnect karbo?

    @ataur25: 5নং স্টেপ এর পর যদি Control Panel>network & sharing Center e>LAN/Network connected (Win7-এ) দেখায় তবে বুঝবেন যে connection পেয়ে গেছে অথবা ব্রাউজার ওপেন করেও আপনি চেক করতে পারেন।

    Disconnct করার জন্য নিচের কাজটি করুন।

    Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Un-check) [USB tethering এর ফাকা বক্সের টিক চিহ্নটি মুছে ফেলুন।]

PC Te Free Net Use Korar Tricks…………
Eto Kosto free net er jonno.Pc free net use er tricks nea tune kortam but korce na bash khea jabo bole. jader proyojon call korun ame tricks ta bole debo onek sohoj….01745708536

    @sylhety-pula: ধন্যবাদ ভাই আপনার মন্তেব্যের জন্য। এখন এক্সাম চলতেছে তাই সব মোবাইল অফ, এক্সাম এর পর আপনার সাথে অবশ্যই কথা বলবো।

ধন্যবাদ ভাইয়া শেয়ার কারার জন্য ।

কাজের পোষ্ট! সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ…

Level 0

YOU ARE THE BOSS. THANK YOU

    @SOIKOTXS: U r also the boss. ভাই আমি ননটেকি মানুষ তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।

আমি উপরের ট্রিকসটা Symphony W10 & Windows 7 দিয় করেছি তবে সকল এ্যানড্রোয়েড ই কাজ করবে।

পোষ্টটি আমার উপকারে এসেছে । আমি Samsung SII ব্যবহার করি । Keis Air software ব্যবহার করে ও মডেম হিসেবে সেটটি ব্যবহার করতে পারছিলাম না। এখন আমার এন্ড্রয়েড সেটটি আমি মডেম হিসেবে ইউজ করে পারছি । ধন্যবাদ Reza Ul Islam ভাই। আশা করছি এই রকম আরোও নিত্যনতুন প্রযুক্তির পোষ্ট দিয়ে আমাদের উপকার করবেন।

ধন্যবাদন্তে –
সিফ্‌কাত আহমেদ সিদ্দিকী
CEO at S.A. Network
আহবায়ক (Projuktite Narayanganj)
Narayanganj-1400

    @shifkatahamed522: ধন্যবাদ ভাই আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম সার্থক। ভাল থকবেন।

এখনো কামে লাগে নাই তবে কামে লাগানোর ধান্ধায় আছি…

Level 2

পিসিতে নেট চালাতে পারছি ঠিকই…
কিন্তু সেট তো গরমে আগুন হয়ে যায়
এখন কি করব???

    @hellboy: ভাই আমার সেটও গরম হয়। আমার মডেল উপরে দিয়েছি। আপনার কোন মডেলের সেট যানালে কিছু একটা করতে পারতাম।

vai usb cara sudhu wireless connection use kore net use kora jabe na??????

    @Snow Tushar: যাবে ব্লুটুথ দিয়া এক্সাম চলতেছে তাই এক্সাম শেষ হবে হই বিষয়ে টিউন করার ইচ্ছা আছে। ভাল থাকবেন।

asole bolte chaicilam wifi diya kivabe korbo?

    @Snow Tushar: যদি আপনি কোন Wi-Fi Zone থাকেন তবে পারবেন।

Level 0

hoise vai. thank u.

Level 0

vai symphony w5 e mms er systemta ektu bolben pls

    @LR: একটু ওয়েট করুন পেয়ে যাবেন।

Level 0

Via amarvto hossena. Net connect hoi na .ar mobile data chara wifi die ki kora jabe ?

    @Diptta: আপনার কি কোন নেট প্যাকেজ একটিভ করা আছে। সকল ধাপ সঠিক ভাবে আবার করুন আশা করি হয়ে যাবে। যদি না হয় তবে আপনার সেটের মডেল নং দিবেন। Yes, Wi-Fi দিয়া নেট চালানো যাবে।

ভাই, আমি symphoneW10 ব্যবহার করি। প্রক্সছি দিয়ে। এখন আমি আপনার নিয়ম অনুযায়ী কাজ করলে কি পিসি তে কানেকশন করে নেট ইউস করতে পারব। যেমন- qubee modem দিয়ে পিসি তে ব্যবহার করি। উওর এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

রেজা ভাই, আমি চেস্টা করতেছি কিন্তু আমার usb drive সাপরট করছে না। আমি আপনার নিয়ম অনুযায়ী করেছি হচ্ছে না। আমি win Xp ব্যবহার করি।

    @সপ্নীল সাগর: অবশ্যই হবে। আমি এই টিউনটি নিজে আগে ট্রাই করেছি তার পরে টিউন করেছি। নিজে সফল না হয়ে আমি টিউন করি না। আমার সেট ও হচ্ছে W10. সাগর ভাই আমি সেভেন দিয়া দিয়া করেছি যা উপরে বলেছি। এক্সপিতে মনে হয় হবে না। আপনি সেভেন দিয়া ট্রাই করে দেখতে পারেন। এক্সপিতে ড্রাইভার লাগবে কিন্তু এই সকল কম দামী সেটের সাথে তো কোন ড্রাইভার দেয় না। তাই আমি এই টিউনটি করেছি যাতে সকলে ড্রাইভার ছাড়াও সেটকে মডেম বানিয়ে নেট ইউস করেতে পারে।

    @সপ্নীল সাগর: ভাই আমার নাম রিয়াজ। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য

দুঃখিত রিয়াজ ভাই, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
রিয়াজ ভাই, এইভাবে ব্যবহার করলে কি মোবাইলের কোন ক্ষতি হবে নাকি? আর বেশি পরিমান গরম হলে কি পিসি তে চালনো ঠিক হবে কিনা জানতে চাচ্ছি।

    @সপ্নীল সাগর: ভাই আামর সেটও গরম হয়। আমার আরও একটা সেট আছে Nokia 5130c-2 Xpress Music. আমি ওটা দিয়াই গত 1 বছর চালাচ্ছি ওটাও কিন্তু গরম হয়, আামার কোন সমস্যা হচ্ছে না। তবে W10 এর কথা ভিন্ন এগুলা তো চায়না মেইড তাই এইগুলাতে সমস্যা হতেও পারে। আপনাকে বুঝিয়ে বলি। নকিয়া আর চায়না ব্রান্ডের হার্ডওয়ার কি এক। তার পর আমি নকিয়ার সেই সেটটা কিনছিলাই নেট চালাবো বলে কিন্তু W10 কিনছি নরমাল ইউস করার জন্য তাই এটাকো হার্ডকোর নেট ইউস করি না।

    মনে করেন আপনার এখন নেটে যাওয়া খুব প্রয়োজন কোন মেইল চেক করবেন বা ফেবুতে ষ্টাটাস আপডেট করবেন কিন্তু আপনার কাছে কোন মডেম নাই তখন আপনি কি করবেন?

    অল্প কাজ, অল্প সময় তাই কখন আপনি আপনার সেট কে মডেম বানিয়ে নেটে ঢুকতে পারেন কিন্তু সবসময়ই শুধু সেটকেই মডেম বানিয়ে নেট ইউস না করাই ভাল তার জন্য তো মডেম আছেই। এটা হচ্ছে বিপদের বন্ধু। কিন্তু তার পরও যদি সেট কিনে থাকেন শুধু নেট ইউস করার জন্যে তখন ভিন্ন কথা যেমন আমি Nokia 5130c-2 Xpress Music কিনেছ শুধুই নেট ইউস করার জন্যে।

    আর আপনার তো 1 বছর ওয়ারেন্টি আছেই কোন সমস্যা হলে ওরাই ঠিক করে দিবে যদি আপনার সেট এক বছরের মধ্যে টিকে যায় তবে ওই সেটে আর কোন সমস্যা হবে বলে আমি মনে করি না। কেনার পর পরই আমার সেটের ডিসপ্লেতে সমস্যা হয়েছিল একটা Horizontal রেখা আসত ওরা 7 দিন (আমাদের এখানে সিমফোনীর কোন কাস্টোমার কেয়ার নেই তাই অন্য যায়গা দিয়া করিয়ে আনতে হয়েছে এই কারনে সময় বেশি লাগছে।) সময় নিয়ে ডিসপ্লে পরিবর্তন করে দিছে। আমার মনে হয় বাংলাদেশের ব্রান্ড হিসেবে সিমফোনীর কাষ্টোমার সর্ভিস নকিয়ার চেয়েও ভাল।

    ভাল থাকবেন, আরও কোন সাহায্য লাগলে যোগাযোগ করবেন। [email protected]

ভাইয়া আমি সেটিং আপনে যেভাবে বলছেন সেই ভাবে করলাম। বুঝলাম না হচ্ছে না কেন? আমি win7 সেটাপ দিলাম। ভাই, আমি যে জিপি প্রক্সি দিয়ে ব্যবহার করি। এখন কি আবার Desktop win এর জন্য প্রক্সি সফট্যোওয়ার লাগবে নাকি?

    @সপ্নীল সাগর: 7 কি জেনুয়িন মানে যদি জেনুয়িন না হয় তবে কি ক্রাক করে জেনুয়িন করছেন। আর 7 এর কোন ভার্সন সেটাপ দিছেন? আলটিমেট ভার্সনে আমি ট্রাই করেছি। আর আপনি জিপি কোন প্রক্সি দিয়া চালান? পিডি না সি।

রিয়াজ ভাই, আমি win7 ultimate x64 ব্যবহার করছি। আর না ভাই জেনুইন করি নাই। আমি প্রক্সি ব্যবহার করি . internet.grameenphone.com এইটা দিয়ে ব্যবহার করি। রিয়াজ ভাই, আপনাকে ধন্যবাদ আমার প্রশ্নগুলোর উওর দেওয়ার জন্য।

    @সপ্নীল সাগর: আমি তো ভাই 32 বিট ব্যবহার করি অর্থাৎ x86। তাতেও তো হবার কথা অনেকেরিই তো হচ্ছে আর প্রক্সিটার কথা বলতে পারবো না যদি পিডি বা সি প্রক্সি হয় তবে হবে। আর internet.grameenphone.com দিয়া প্রক্সি ব্যবহার করলে কিকি সুবিধা পাওয়া যায় যদি আমার মেইলে একটু পাঠান তবে আমি এটা সম্পেকে জানতে পারবো। [email protected]

রিয়াজ ভাই, আপনে আপনার আগের টিউনটি দেখলে বুঝবেন। যেখানে এক ভাই, ফ্রী ইন্টারনেট ব্যবহার করার নিয়ম দিছে । যদি না বুঝজে তা হলে আমাকে জানাবে।
এখন কি আমি পিসিতে ব্যবহার করতে পারব। বুঝতে পারছি নাতো?

    @সপ্নীল সাগর: ভাই বুঝতে পারছি না। আমাকে একটু মেইল করে দেন না ভাই পুরা নিয়মটা। মেইল আইডি তো আগেই দিয়েছি অনেক খুশি হব।

Level 2

হুম ! ড্রাইভার আপনার পিসিতেই ছিল তাই ড্রাইভার ইন্সটল দিতে হয় নাই। ড্রাইভার ছাড়া কোন হার্ডওয়্যার একটা আরেকটার সাথে আন্তঃযোগাযোগ করতে পারেনা ।

    @omi97: ভাই আপনার কমেন্টা আমি বুঝতে পারলাম না।

আচ্ছা ভাই দিতাছি। আপনে অপেক্ষায় থাকেন।

রিয়াজ ভাই, আপনে নাজমুল ভাই দেখেন।একটা পস্টো দিছে। যেখানে দেওয়া আছে জাবা, এন্ডোয়েড এবং পিসিতে ফ্রী ইন্টারনেট ব্যবহার এর নিয়ম পিডি এফ দিয়া দিছে অইটা নামান। অইখানে সব নিয়ম দেওয়া আছে। যদি অইখানের নিয়ম অনুযায়ী না বুঝেন তাহলে আমি আপনাকে মেইলে আমার মোবঃ নাম্বার দিয়ে দিব। আমার সাথে কথা হলে ফোনে বলে দিব। আগে অই ফাইল্টা নামান। ধন্যবাদ আপনাকে

Level 0

Reaz vi ami symphony w20 diye win 7 a net chalaite partesi but driver-er ovabe xp te partesina.symphony w20 er driver google -a search koreo pelamna.tahole ki bujhe nibo symphony drriver-e toyyar korena.

    @ataur25: না ভাই তৈরি করে জাবা এনবল্ড সেটের জন্য ওদের ড্রাইভার আছে কিন্তু এ্যানড্রোয়েডের জন্য মনে হয় তৈরি করে না। ওদের সাইটেও কোন কিছু পেলাম না।

Level 2

@Reaz Ul Islam
প্রত্যেক ডিভাইসকে অপারেটিং সিস্টেমের সাথে কাজ করার জন্য ড্রাইভার(.SYS) লাগে । আপনার পিসির অপারেটিং সিস্টেমের সাথে বহু সংখ্যক ডিভাইসের ড্রাইভার দেয়া থাকে। আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসটি পিসির সাথে সংযুক্ত করতে পেরেছেন কারণ ঐটার ড্রাইভার আপনার পিসিতে আগে থেকেই অপারেটিং সিস্টেম WIN7 এ দেয়া ছিল। ড্রাইভার ছাড়া অপারেটিং সিস্টেমের সাথে ডিভাইসের যোগাযোগ অসম্ভব

    @omi97: জ্বী ভাই এখন বুঝতে পারছি। এটার ড্রাইভার সেভেনের সাথে বিল্টইন ভাবে দেয়া আছে মনে হয়।

Level 0

vai amar problem dekhaitase “The DNS Server isn’t responding” ami win7 use kori…

    @Zahid: আপনার কত নং স্টেপে সমস্যা সেটা বলুন।

রিয়াজ ভাই, এই লিঙ্কটা দেখেন- http://www.techtunes.io/internet/tune-id/189286
এইটার কথা বলছিলাম আমি।

    @সপ্নীল সাগর: ভাই পিসির ট্রিকস এর পিডিএফ ফাইলটা ওপেন হয় না। আপনি যদি একটু মেইল করে দেন তবে উপকার হয়। ভাই জাভা, স্যামবিয়ান, এ্যাড্রোযেডের বই গুলাও দিয়েন।

Level 0

vi winxp te ki a vabe net chalano jai ? Jodi jai tahole kivabe aktu janaben plese …………..

    @jony2441: আমি সিউর না তবে মনে হয় যাবে না।

আমি সবার কাছে জানিতে চাচ্ছি যে , এখানে কি কেউ পিসি তে কানেট করতে পারছে কিনা?

জি ভাই আমিই তো পারছি। না পারলে কি টিউন করতাম।

Vai amr shobi thik ase but pc bole driver install not successful…HTC sensation 4g,android ver- Ifs….Jodi paren help koren…

ভাই, দারুন টিপস দিয়েছেন। অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। এতদিন পিডিএ নেট ইউস করে নেট চালাতাম। কিন্তু এটা ফ্রি ভার্সন বিধায় ভালো কাজ করছিলনা। অবশেষে আপনার টিউন পড়ে দারুন সমাধান পেলাম।

ধন্যবাদ আপনাকে।

    @Binary Romel: আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন যাতে ভাল ভাল টিউন করতে পারি।

ভাই, দারুন টিপস দিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

ভাই আমার Symphony Xplorer W10 হয় না No Network Access দেখায় কোন সমাধান থাকলে জানান

    @সৈকত: apni puro tube ta abar pore try korun. asha kori hobe.

    @সৈকত: না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 01671778248

    আপনার যদি ডাটা প্যাকেজ এ্যাকটিভ থাকে তবে না হওয়ার কোন কারন নেই। আমিও W10 দিয়াই ট্রাই কিরেই টিউনটা করেছি।

Level 0

ভাই অসাধারণ পোস্ট। আমি PDAnet পর্যন্ত try করছি net connect করার জন্য। পারতাছিলাম না। আপনার টিউন দেইখা এক মিনিটের মধ্যে connect কইরা ফেলছি আমার primo F1 সেট থেইকা। ধন্যবাদ । 🙂

    @aasif: আপনাকেও অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য।

ভাইয়া আগে এইভাবে হইত but এখন হয়ে না data cable connect dile bole device stopped plse help me,amar device samsung galaxy S2 I9100

KI VY KOI??

01713955676 নম্বরে আমার সাথে যোগাযোগ করুন।

Level 0

ami win7 e sofol hoyechhi.
thanks

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি টিউন করার জন্য যা আমাকে জটিল একটা সমস্যা থেকে উদ্ধার করেছে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই জুবায়ের আহমদ শাকিলভাই কে যিনি আমাকে এই লিঙ্কটির খোঁজ দেন।