এক্সক্লুসিভ পোস্টঃ ওয়ালটন প্রিমো G1 এর কিছু অজানা তথ্য(রি-ব্রান্ডিং সংক্রান্ত)

প্রিয় টিউনার ও এন্ড্রপ্রেমীগণ, সম্প্রতি ওয়ালটন এন্ড্রয়েড প্রেমীদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করার জন্য গতমাসে ওয়ালটন প্রিমো R1 ও প্রিমো G1 নামে দুটি এন্ড্রয়েড হ্যান্ডসেট বাজারজাত করেছে। ইতিমধ্যে ওয়ালটন প্রিমো R1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত আলোচনা এই পোস্টে করা হয়েছে।আজ কে আপনাদের সাথে শেয়ার করব ওয়ালটন প্রিমো G1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত আলোচনা !!!

যদিও আমরা সকলেই জানি রি-ব্রান্ডেড সেট যেহেতু করা হয়েছে সুতরাং অরিজিন ক্রান্ট্রি অবশ্যই চায়না।একদম ঠিক তাই!!!তো আসুন দেখে নেই ওয়ালটন প্রিমো G1 এর রি-ব্রান্ডিং সংক্রান্ত কিছু তথ্য !!!

মূল প্রস্তুতকারক দেশঃ চায়না
ব্রান্ডের নামঃ Gionee
মডেল নং: GN700W

আর ও ছবি দেখতে এখানে ক্লিক করুন

রি-ব্রান্ডিং করা অন্যান্য দেশ সমূহঃ

দেশঃ বাংলাদেশ
ব্রান্ডের নামঃ WALTON
মডেলঃ PRIMO G1
সাইটের লিংকঃ Walton Primo G1

দেশঃ পাকিস্তান
ব্রান্ডের নামঃ Qmobile
মডেলঃ Noir A8
সাইটের লিংকঃ QMobile NOIR A8

আজ তাহলে এ পর্যন্তই।এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন কিছু পেলে অবশ্যই শেয়ার করব!!!

😀  ধন্যবাদ 😀

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Mobile of 512MB RAM is not good at all for playing modern android games and updated apps.
So try to take 1GB RAM mobile if possible.

    @newboy: আমাকে কি কিছু সাজেস্ট করলেন নাকি 😛

Level 2

ভাই অনেকেই ফোন টা কিনেছে। যদিও খুব ভাল লেগেছে তবুও আপনার পোস্ট পরে সবার নিশ্চয়ই মন খারাপ হয়ে গেছে। সবাই তো ভাই আপনার মত ধনীনা, যে যেইটা কিনে খুশি থাকতে পারে থাকতে দিননা। পোস্ট করার তো আর অনেক বিষই আছে সুধু সুধু কারো মন খারাপ নাই বা করলেন।

    @eng_aual: দেখুন দাদা আমি এখানে পোস্ট শেয়ার করেছি শুধু আমার আপনার মত সকল টিউনারের জন্য।এখানে এটা শুধু মাত্র একটা শেয়ার যেটা দ্বারা আপনি জানতে পারলেন যে আসলে আপনি কোন ব্রান্ডের হ্যান্ডসেট টি ইউজ করছেন।দেখুন আপনি যদি ওয়ালটনের এই সেটের[ওয়ালটনের দেয়া মডেল নং দিয়ে] কোন সমস্যা গুগলে সার্চ করেন তাহলে হয়ত তেমন কোন আশানুরূপ ফলাফল পাবেন না।কিন্তু যদি আপনি চায়নার এই সেটটার মডেল টা দিয়ে সার্চ দেন আশা করি কিছু না কিছুই অবশ্যই পাবেন।আর ধনী গরীব দেখে কোন দিন টেক জগতে চলা যায়।এ জগতে একজন জেনে আরেক জনকে শেয়ার করাতেই মূল সার্থকতা।

    আর আমার এই টিউনের দ্বারা আপনি দুঃখ পেলে আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।আর আমার কাছে কোন এন্ড্রয়েড চালিত স্মার্টফোন ও নেই।আমি নেটে এগুলো ঘেঁটে শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেই যাতে করে আপনি জানতে পারেন যথার্থ পরিমাণ টাকা দিয়ে আপনি আসলে কি কিনছেন???

@eng aual> ভাই, ফোনটা কিন্তু আমিও কিনেছি । কিন্তু মন খারাপ মোটেও হয়নি । কারণ টিউনার মন খারাপ করার মত কিছুই লেখেননি, একটা তথ্য সবার সাথে শেয়ার করলেন মাত্র । আমরা যারা রি-ব্রান্ডিং করা সেট কিনছি, বেশীর ভাগ মানুষ জেনেশুনেই কিনেছি । কারোটা হয়ত খারাপ পড়েছে কারোটা ভালো । যার যার লাকের ব্যাপার …… কিন্তু এই চায়না সেট গুলো থেকেও কিন্তু আমরা Android এর মজা নিয়েছি ঠিকই ……… সুতরাং মন খারাপের প্রশ্নই আসে না ।

    @আরিফুজ্জামান রাব্বি: ধন্যবাদ।আমার আসলে কোন কাউকে দুঃখ দেয়া মূল উদ্দেশ্য ছিল না।মূলত এটা কোন ব্রান্ড থেকে রি-ব্রান্ড করা হয়েছে সেটা সবাইকে জানানোই আমার লক্ষ্য ছিল।

ফোনটা আমি কিনতে চাই,সব কিছু মিলিয়ে ফোনটা কেমন একটু বলবেন।বিশেষ করে ক্যামরার কোয়ালিটি কেমন? ক্যামরায় কি ফ্লাশ আছে?

বাপ্পা ভাই আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।@বাপ্পা

Level 0

বাপ্পা ভাই F1 এর জন্ম বৃত্তান্ত জানান।

Level 0

ওয়ালটন প্রিমো G1 যে কোম্পানী থেকে রি-ব্রান্ডিং করে আনা হয়েছে সেই কোম্পানীটি কতটুকু মানসম্মত পন্য তৈরি করে? আর ওয়ালটন প্রিমো G1 এর ক্যামেরা এর ফ্ল্যাশ কোয়ালিটি কেমন? রাত্রের বেলায় অন্ধকারে ছবি কেমন আসে?

Level New

amar phone tay 2 din por por ek ek ta application bole “unfortunately Application has stoped working” . eta shudhu g1 a noy other bivinno brand eo problem ta hoy like samsung, sony etc. etar solve kivabe kora jay.