প্রিয় টিউনারগণ ও সেই সাথে এন্ডুপ্রেমী গণ কেমন আছেন সবাই???আজ আপনাদের সাথে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর রি-ব্রান্ডিং সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি।তো রেডি আছেন তো!!!
মাইক্রোম্যাক্সকে আমরা সকলেই ইন্ডিয়ান কোম্পানী হিসেবে জানি।সম্প্রতি স্মার্টফোনের স্মার্ট ওয়ার্ল্ডে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এনে এন্ড্রয়েড প্রেমীদের পথটা আরেকটু সুগম করেছে আর কি!!!কিন্তু মাইক্রোম্যাক্সের A110 ক্যানভাস ২ হচ্ছে চায়নিজ একটি মোবাইলের রি-ব্রান্ডিং।অনেকেই হয়ত ব্যাপারটা জানেন।কিন্তু বলবেন এ আবার নতুন কি???
কথাটা ঠিক।তবে কোন ব্রান্ডের রি-ব্রান্ডিং করেছে সেটা তো জানেন না তাই না!!!এটাই তো আজকের মূল টপিক!!!
যাক আসল কথায় আসি!!! মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ সেটটি মূলত ১ টি দেশ অর্থাৎ চায়না বানালেও ভারত ছাড়া এটিকে আরও কয়েকটি দেশ ও রি-ব্রান্ডিং করেছে।
মূল প্রস্তুতকারক দেশঃ চায়না
ব্রান্ডের নামঃ Beidou
মডেল নং: K-ONE
দামঃ Beidou Chi K is just 799 yuan or approximately $128
আরও ছবি দেখতে চাইলে ক্লিক করুনঃ এখানে
১. দেশঃ ফিলিপাইন
ব্রান্ডের নামঃ MyPhone
মডেল নং: A919 Duo
সাইটের লিংকঃ MyPhone A919 Duo
২. দেশঃ থাইল্যান্ড
ব্রান্ডের নামঃ i-mobile
মডেল নং: IQ 5A
সাইটের লিংকঃ i-mobile IQ 5A
৩. দেশঃ ভারত
ব্রান্ডের নামঃ Micromax
মডেল নং: A110
সাইটের লিংকঃ Micromax A110 Canvas 2
৪. দেশঃ পাকিস্তান
ব্রান্ডের নামঃ Qmobile
মডেল নং: Noir A10
সাইটের লিংকঃ QMobile NOIR A10
অনেকে হয়ত বা এই ডিভাইস টি কিনেছেন বা কিনবেন।তা কেনার আগে যাচাই করে নিন টাকা দিয়ে কি কিনছেন 😆 ।তো আজ এই পর্যন্তই।এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন কিছু পেলে অবশ্যই শেয়ার করব!!!
😆 ধন্যবাদ 😆
আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।