এক্সক্লুসিভ পোস্টঃ মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর কিছু অজানা তথ্য(রি-ব্রান্ডিং সংক্রান্ত)

প্রিয় টিউনারগণ ও সেই সাথে এন্ডুপ্রেমী গণ কেমন আছেন সবাই???আজ আপনাদের সাথে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এর রি-ব্রান্ডিং সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি।তো রেডি আছেন তো!!!

মাইক্রোম্যাক্সকে আমরা সকলেই ইন্ডিয়ান কোম্পানী হিসেবে জানি।সম্প্রতি স্মার্টফোনের স্মার্ট ওয়ার্ল্ডে মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ এনে এন্ড্রয়েড প্রেমীদের পথটা আরেকটু সুগম করেছে আর কি!!!কিন্তু মাইক্রোম্যাক্সের A110 ক্যানভাস ২ হচ্ছে চায়নিজ একটি মোবাইলের রি-ব্রান্ডিং।অনেকেই হয়ত ব্যাপারটা জানেন।কিন্তু বলবেন এ আবার নতুন কি???

কথাটা ঠিক।তবে কোন ব্রান্ডের রি-ব্রান্ডিং করেছে সেটা তো জানেন না তাই না!!!এটাই তো আজকের মূল টপিক!!!

যাক আসল কথায় আসি!!! মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ সেটটি মূলত ১ টি দেশ অর্থাৎ চায়না বানালেও ভারত ছাড়া এটিকে আরও কয়েকটি দেশ ও রি-ব্রান্ডিং করেছে।

মূল প্রস্তুতকারক দেশঃ চায়না
ব্রান্ডের নামঃ Beidou
মডেল নং: K-ONE
দামঃ Beidou Chi K is just 799 yuan or approximately $128

আরও ছবি দেখতে চাইলে ক্লিক করুনঃ  এখানে

অন্যান্য রি-ব্রান্ডিং করা দেশ সমূহঃ

১. দেশঃ ফিলিপাইন
ব্রান্ডের নামঃ MyPhone
মডেল নং: A919 Duo
সাইটের লিংকঃ MyPhone A919 Duo

২. দেশঃ থাইল্যান্ড
ব্রান্ডের নামঃ i-mobile
মডেল নং: IQ 5A
সাইটের লিংকঃ i-mobile IQ 5A

৩. দেশঃ ভারত
ব্রান্ডের নামঃ Micromax
মডেল নং: A110
সাইটের লিংকঃ Micromax A110 Canvas 2

৪. দেশঃ পাকিস্তান
ব্রান্ডের নামঃ Qmobile
মডেল নং: Noir A10
সাইটের লিংকঃ QMobile NOIR A10

অনেকে হয়ত বা এই ডিভাইস টি কিনেছেন বা কিনবেন।তা কেনার আগে যাচাই করে নিন টাকা দিয়ে কি কিনছেন 😆 ।তো আজ এই পর্যন্তই।এন্ড্রয়েড প্রেমীদের জন্য আবার হয়ত বা কোন নতুন কিছু পেলে অবশ্যই শেয়ার করব!!!

😆 ধন্যবাদ 😆

ওয়ালটন প্রিমো আর-১ এর কিছু আন-রিলিজিড ছবি

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।

কিনার ইচ্ছা আর নাই…..

Level 0

micromax, walton, symphone sobar akoi obasta tholay kontar kanar poramosso dan aktu share koren……….tholay amara upkorito hobo…..thanks

    @Samiul: ভাইরে কেনার পরামর্শটা আসলে নির্ভর করছে আপনার বাজেটের উপর!!!আমি বরাবরই সাজেস্ট করব ব্রান্ডের কোন প্রোডাক্ট কেনার।তবে কম দামে যদি এন্ড্রয়েডের স্বাদ নিতে হলে রি-ব্রান্ড মোবাইল ছাড়া কোন উপায় নাই।

    আর নয়ত বা ব্রান্ডের গুলোর দাম কমার অপেক্ষায় থাকতে হবে!!!

Level 0

তারচেয়ে Sony Xperia অনেক ভালো।

    @BotMaster: সনি নিঃসন্দেহে ভাল।তবে আমার কাছে এখনো স্যামসাংই ভাল লাগে!!!যদিও পছন্দ টা যার যার নিজস্ব ব্যাপার।

      Level 0

      @বাপ্পা: হুম, স্যামসাংও ভালো। তবে ওদের ফোনের তুলনায় দাম বেশি। আর, Xperia এর দাম হাতের নাগালেই থাকে!!

মাইক্রোম্যাক্স, ওয়াল্টন, সিম্ফোনী – এরা সবাই একই পথের পথিক – সকলেই চায়নার কম দামের জিনিশ রি-ব্রান্ডিং করে অনেক বেশী দামে বিক্রি করতেছে।

    @ধূপছায়া: কিছুই করার নেই ভ্রাতা, কম দামে যদি এন্ড্রয়েডের স্বাদ নিতে হলে রি-ব্রান্ড মোবাইল ছাড়া কোন উপায় নাই।

আর মাইক্রোম্যাক্সতো বরাবরই একটা ফেলনা জিনিষ।

    @ধূপছায়া: এটা অবশ্য ঠিক।আমি মাইক্রোম্যাক্স এক্স ১আই এক্সট্রা কিনে বুঝতে পারছি, পেইনফুল মোবাইল(কী প্যাড গুলো)!!!

Level 0

ভাই কেনার খুবই ইচ্ছা ছিল। কিন্তু এখন আর ইচ্ছা নাই। এত সুন্দর Tune করার জন্য ধন্যবাদ।

    @Roy: আপনাকেও ধন্যবাদ।না কিনলেও যাই কিনবেন কেন দাদা একটু যাচাই করে কেনাই ভাল।কারণ বিক্রেতা বিক্রির পর চোখে টিনের চশমা লাগিয়ে রাখে!!!

Level 2

ভাই, Walton এর Premo G1 কিনতে চাচ্ছি । কেমন হবে একটু বলবেন প্লিজ।

    Level 0

    @eng_aual: Walton Primo G1 খুবই ভাল লাগল specifications দেখে। কিন্ত একটা জিনিস দেখে কিনেন যে এটা 3.5G সাপোর্ট করে কিনা। নাহলে নেট স্পীড খুবই স্লো পাবেন।

      Level 2

      @mandroid: @mandroid: কিভাবে বুজব যে এটা 3.5G সাপোর্ট করেকিনা,,,,,,,,???????

      Level 2

      @eng_aual: @mandroid: @mandroid: আমি একটা সাইট আ দেখলাম দেওয়া আছে HSPA 900 / 2100 এটা দিয়ে কি বুঝা যাই,,,,,???
      http://www.smartphone-info.com/walton-primo-g1.html

        Level 0

        @eng_aual: 3.5G(HSPDA) হলে আপনি যদি টেলিটক 3G sim use করেন তাহলে নেটওয়ার্ক এ ‘H’ লেখা আসবে আর স্পীড খুব ভাল পাবেন। আর যদি শুধু ৩জি হয় তাহলে নেটওয়ার্ক এর জাগায় ‘3G’, ‘G’ or ‘W’ দেখাতে পারে। আর যদি ৩জি হয় তাহলে বার বার নেটওয়ার্ক ২জি টে চলে যাবে মানে বার বার ৩জি নেটওয়ার্ক কেটে যাবে।

        Level 0

        @eng_aual: আপনি যে সাইট টা দিসেন অখানে hsdpa band দেওয়া আসে কিন্তু hsdpa er কোন স্পীড উল্লেখ করা নাই। Normally hsdpa 7.2 MBPS থেকে সুরু হয় কমদামি স্মার্টফোন গুলার ক্ষেত্রে।

        আপনি এই সাইট এ একটা example দেখতে পারেন
        http://www.gsmarena.com/samsung_galaxy_music_s6010-5026.php

Level 0

এই সেট কি 3.5G সাপোর্ট করে নাকি শুধু 3G সাপোর্ট করে? 3.5G (HSDPA) নেটওয়ার্ক, 3G(WCDMA) এর চেয়ে অনেক ভাল স্পীড পাওয়া যায়।

vai ami grameenphone and symphony er new offer Symphony W20 nite chachi kemon hobe 5150 tk er modhe janaber plz…

ভাই ওখানে band এর জাইগাই লেখা Band: GSM 850/900/1800/1900, WCDMA 2100MHZ
আর Network এর জাইগাই দেওয়া Network speed: GPRS / EDGE / HSDPA এখন আমি কি বুজব

ধন্যবাদ ভাই। যদি রিব্যান্ড না কিনে চায়নাটাই কিনতে চাই কিভাবে কেনা যায়? ওয়ালটন প্রিমো জি১ এটি কোন ব্যান্ড কে রিব্র্যান্ড করল জানাবেন।

Level 0

FALRU SET KINE DHORA KHAISI

Level 0

ওয়ালটন প্রিমো G1 যে কোম্পানী থেকে রি-ব্রান্ডিং করে আনা হয়েছে সেই কোম্পানীটি কতটুকু মানসম্মত পন্য তৈরি করে? আর ওয়ালটন প্রিমো G1 এর ক্যামেরা এর ফ্ল্যাশ কোয়ালিটি কেমন? রাত্রের বেলায় অন্ধকারে ছবি কেমন আসে?

Level 0

মাইক্রোম্যাক্স A110 ক্যানভাস ২ যে কোম্পানী থেকে রি-ব্রান্ডিং করে আনা হয়েছে সেই কোম্পানীটি কতটুকু মানসম্মত পন্য তৈরি করে? আর এর ক্যামেরা এর ফ্ল্যাশ কোয়ালিটি কেমন? রাত্রের বেলায় অন্ধকারে ছবি কেমন আসে?