Walton primo: এবার সব পারবেন- ড্রাইভার সেটাপ, CWM Recovery, Backup and Restore এবং রুট করা।

কেমন আছেন সবাই, আশা করি ভাল। টেকটিউনস থেকে কতটা পেয়েছি সেটা তো সবাই বুঝবেন এবার সময় এলো টেকটিউনসকে কিছু দেয়ার।

এর আগেও টেকটিউনস এ Walton Primo এর রুট নিয়ে টিউন হয়েছে কিন্তু সেসব আসলে পূর্নাংগ নয় কিংবা চায়নিজ ভাষায়। আমার নিজের ফোন রুট করতে গিয়ে আমাকে অনেক ঘাটতে হয়েছে, যাইহোক অবশেষে আমি ইংরেজীতেই করেছি অনেক ভালভাবে। এই টিউন এর পর আশা করি যারা একেবারে নতুন তারাও খুব সহজে রুট করে ফেলতে পারবেন আর পারবেন আনরুট করতেও। আমি নিজের ফোন করার সময় স্ক্রিনশট নিতে পারিনি তাই আপনাদের ভিডিও টিউটোরিয়াল দিলাম, এসব এ একেবারে পানির মত সোজা করে বর্ননা করা আছে। ইউটিউব লিংক দিলাম, সহজেই IDM দিয়ে নামিয়ে নিতে পারেন। Youtube-এর Video-গুলো Play করলেই উপরে ডানদিকের কোণায় "Download This Video" Icon-টি দেখা যাবে, ওটাতে Click করলেই IDM-এর মাধ্যমে Download শুরু হয়ে যাবে যা Resumable...

Walton Primo ফোন টি Karbonn A5, K-Touch w619 এর যমজ ভাই তাই নেট এ এসব মোবাইলের জন্য সব সফটওয়্যার পাবেন যা আপনার Walton Primo তে কম্প্যাটিবল।

প্রথমে আপনার ফোন এর জন্য প্রয়োজনীয় ড্রাইভার সেটআপ দিয়ে নিন পিসিতে, এর টিউটরিয়াল পাবেন এখানে। ড্রাইভার গুলো ডাউনলোড করুন এখান থেকে। টিউটোরিয়াল এ ৩২ বিট এর বর্ননা আছে যেখানে x86 ফোল্ডার ব্যবহার করা হয়েছে, ৬৪ বিট এর জন্য amd64 ফোল্ডার টি ব্যবহার করতে হবে, টিউওরিয়াল দেখলেই ব্যপারগুলো পরিষ্কার হয়ে যাবে।

আপনার ফোন রুট করার আগে ফোন এর একটা স্টক রম ব্যাকাপ নিয়ে নিতে হবে যাতে করে পরে কোন সমস্যা হলে ঠিক করে ফেলতে পারেন। স্টক রম হল আপনার ফোন এর ফ্যাক্টরি সেটিং। এই ব্যাকাপ নেয়ার জন্য আপনাকে Clock Work Mode (CWM) Recovery সেটআপ দিতে হবে, রুট করার জন্যও এটা আপনার প্রয়োজন হবে। এর টিউটরিয়াল পাবেন এখানে। ড্রাইভার গুলো এখানে পাবেন।

এখন আপনার স্টক রম ব্যাকাপ নিন। টিউটোরিয়াল এখানে। এই টিউটোরিয়াল এ ব্যাকাপ এবং রিস্টোর দুটাই দেখানো আছে, রূট করার জন্য শুধু ব্যাকাপ করবেন আর রিস্টোর টা দেখে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। তবে  টিউটোরিয়াল এর প্রথমাংশে সব ইউজার ডাটা ওয়াইপ আউট মানে মুছে ফেলা হয়েছে, আপনি চাইলে সেটা নাও করতে পারেন, করলেও অসুবিধা নেই আপনার এসডি কার্ডের ডাটাগুলো মুছবেন না, Message, Contact এসব মুছে যাবে। এটার জন্য আলাদা আর কোন ফাইল দরকার নেই।

এবার আসল কাজ, রুট করা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সহজ। এটার টিউটোরিয়াল আছে এখানে। আর ড্রাইভারগুলো এখানে

রুট করা হয়ে গেলে আপনার ফোন রিস্টার্ট এর পর সুপারইউজার নামে একটা এপ্লিকেশন পাবেন, তাহলেই বুঝবেন আপনার রূট করা হয়েছে, এছাড়াও Root Check এপ্লিকেশন টি ফোন এ ইন্সটল করেও যাচাই করে দেখতে পারেন।

হয়ে গেলো আমার কাজ, এখন বাকি কাজ আপনার। তবে যাই করবেন অত্যন্ত সাবধানতার সাথে করবেন, কাজ শুরু করার আগে টিউটোরিয়াল গুলো কমপক্ষে ২ বার ভাল ভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আমার ফোন এভাবে আমি গতকাল রুট করেছি, আপনাদের ক্ষেত্রে কোন ভুলের কারনে রুট না হলে আমি দায়ী থাকবনা।

আমি চেষ্টা করেছি সব তথ্য  ও লিঙ্ক গুলো আপনাদের সামনে তুলে ধরতে, এধরনের টিউন আমার এই প্রথম, এর আগে কিছু সাহায্য চেয়ে টিউন করেছিলাম। তাই ভুলগুলো ক্ষমা করবেন এবং শুধরে দিবেন। যে কোন সমস্যায় যোগাযোগ করতে পারেন [email protected], Facebook/tasbirfarid, 01717332115।

ধন্যবাদ।

Level 0

আমি তাসবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

B.Sc In Telecomminication & Electronic Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

phone root kore lav ki vai ektu bolben?? ar notun phone root korar dorkar ki??

প্রিমোর রুটিং টিউটোরিয়াল লিখেছিলাম প্রায় ২/৩ মাস আগে। শত শত লোক এটা দেখে রুট করে ফেলল এমনকি পরে ICS এ আপগ্রেড করে ফেলল আর আপনি এতদিনেও শুধু রুট করতে পারলেন না!! ভুলটা কার বুঝলাম না!! আর পূর্নাংগ বলে কি বুঝাতে চাচ্ছেন সেটাও ক্লিয়ার হল না। এখানে কোন জিনিসটা পুর্নাংগ হয় নাই একটু বলবেন কি??- https://www.techtunes.io/android/tune-id/165373
এখন পর্যন্ত আপনি বাদে আর কেউ এই অভিযোগ তুলেনাই!! শুধু উপরেরটা না, আমার প্রিমো নিয়ে করা টিউনের যেকোন একটার কোথায় পুর্নাংগ হয়নি সেটাও বলবেন আশা করি।
আপনি টিউনে বলতে পারেন যে রুট করার ভিডিও টিউটোরিয়াল নিয়ে নতুন টিউন করলেন। কিন্তু প্রতিষ্ঠিত কোন টিউনের বিপক্ষে বলতে পারেন না যে সেটি পূর্নাংগ নয়। এতে টিউনারকে অপমান করা হয়। অন্যকে শ্রদ্ধা করলে সেও আপনাকে শ্রদ্ধা করবে।
যাই হোক, আপনার “”পূর্নাংগ”” টিউন করার জন্য ধন্যবাদ 😉

ভিডিও টিউটোরিয়ালের যে লিঙ্ক দিলেন সেগুলোও তো আপনার না। আরেকজনের বানানো! আমার রুটিং টিউটোরিয়ালেও এই ভিডীও টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। নতুন কি কি দিলেন যা নিয়ে আপনার টিউন পূর্নাংগ হল??

পাবলিকদের এইভাবে হয়রানি করার কেন মানে হয় ? ভালো কিছু পারলে করেন ফাজলামি কইরেন না প্রিমো নিয়ে এর আগে যে টিউন গুলো হয়ছে কোনটা তো কারো কাছে অসম্পূর্ন মনে হয় নাই আপনার কেন মনে হলো সাবাই কি পাগল নাকি আপনি একা……..

lol

আরেকজন ফাঁকে দিয়া আইয়া এড মারে… হায়রে লুল !

পারলে G1 এর রুট করার পদ্ধতি পাইলে দেন … পুরান জিনিস দিয়া ইতরামি করেন কেন মিয়া ?

এখানে সেখানে………কিন্তু কোনখানে?

Level 0

হিমুভাই ICS ত অনেক use করলাম । এবার Jely Bean & cyanogenmod নিয়া একটা tune করেন । for this look here
http://forum.xda-developers.com/showthread.php?t=1788936

    @abuilla: এই থ্রেডে আমার ৫টি পোস্টের লিঙ্ক 1st পেজে স্টিকি করা আছে। এখানে কোন ওয়ার্কিং জেলীবিন রম কেউ দিতে পেরেছে বলে আমার জানা নাই। তবে একটি CM10 খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে।

ভাইয়া রা আশা করি ভাল আছেন, আমাকে একটু পরামর্শ দেন ।আমি একটি স্মার্টফোন কিনব ভাবতাছি, প্রথমে টার্গেট ওয়ালটনের ,টার্গেট যাই হোক কোন সেট কেমন তা ত আর জানি না , তাই আপনারা সাজেস্ট করেন ,আর সাজেস্ট করার জন্য আমার কিছু কাজ বলি যা আমি স্মার্টফোন দিয়ে করব ,তা হল
১.নেট ব্রাউজিং(অবশ্যই বাংলা সাপোর্ট করতে হবে যাকে বলে যকযকে তকতকে পরিস্কার বাংলা ভাষা যেটা পিসিতে দেখা য়ায)
আর বাংলা টাইপ যেন করা যায়।
২.বই পড়া সেটা .DOC বা .PDF ফাইল যেটা ই হোক ।
৩.ম্যাপিং সেই সাথে জিপিএস ।
আর কি? অ ব্যাটারী মোটামোটি মানের হলে চলবে, তবে যেন চার্যার পকেটে নিয়ে ঘুরতে না হয় ।

কোনটায়? primo naki G1 এ?

Symphony Play W17 এর জন্য CWM(clockworkmod) Recovery Img আছে লাগলে নিচের লিংক থেকে নিতে পারেন।
LINK:
https://www.techtunes.io/android/tune-id/252089

Sorry উপরের লিংক টা ভূল তাই নতুন লিংক দিলাম নিচে
Symphony Play W17 এর জন্য CWM(clockworkmod) Recovery Img আছে লাগলে নিচের লিংক থেকে নিতে পারেন।
LINK:
https://www.techtunes.io/android/tune-id/362667