কেমন আছেন সবাই, আশা করি ভাল। টেকটিউনস থেকে কতটা পেয়েছি সেটা তো সবাই বুঝবেন এবার সময় এলো টেকটিউনসকে কিছু দেয়ার।
এর আগেও টেকটিউনস এ Walton Primo এর রুট নিয়ে টিউন হয়েছে কিন্তু সেসব আসলে পূর্নাংগ নয় কিংবা চায়নিজ ভাষায়। আমার নিজের ফোন রুট করতে গিয়ে আমাকে অনেক ঘাটতে হয়েছে, যাইহোক অবশেষে আমি ইংরেজীতেই করেছি অনেক ভালভাবে। এই টিউন এর পর আশা করি যারা একেবারে নতুন তারাও খুব সহজে রুট করে ফেলতে পারবেন আর পারবেন আনরুট করতেও। আমি নিজের ফোন করার সময় স্ক্রিনশট নিতে পারিনি তাই আপনাদের ভিডিও টিউটোরিয়াল দিলাম, এসব এ একেবারে পানির মত সোজা করে বর্ননা করা আছে। ইউটিউব লিংক দিলাম, সহজেই IDM দিয়ে নামিয়ে নিতে পারেন। Youtube-এর Video-গুলো Play করলেই উপরে ডানদিকের কোণায় "Download This Video" Icon-টি দেখা যাবে, ওটাতে Click করলেই IDM-এর মাধ্যমে Download শুরু হয়ে যাবে যা Resumable...
Walton Primo ফোন টি Karbonn A5, K-Touch w619 এর যমজ ভাই তাই নেট এ এসব মোবাইলের জন্য সব সফটওয়্যার পাবেন যা আপনার Walton Primo তে কম্প্যাটিবল।
প্রথমে আপনার ফোন এর জন্য প্রয়োজনীয় ড্রাইভার সেটআপ দিয়ে নিন পিসিতে, এর টিউটরিয়াল পাবেন এখানে। ড্রাইভার গুলো ডাউনলোড করুন এখান থেকে। টিউটোরিয়াল এ ৩২ বিট এর বর্ননা আছে যেখানে x86 ফোল্ডার ব্যবহার করা হয়েছে, ৬৪ বিট এর জন্য amd64 ফোল্ডার টি ব্যবহার করতে হবে, টিউওরিয়াল দেখলেই ব্যপারগুলো পরিষ্কার হয়ে যাবে।
আপনার ফোন রুট করার আগে ফোন এর একটা স্টক রম ব্যাকাপ নিয়ে নিতে হবে যাতে করে পরে কোন সমস্যা হলে ঠিক করে ফেলতে পারেন। স্টক রম হল আপনার ফোন এর ফ্যাক্টরি সেটিং। এই ব্যাকাপ নেয়ার জন্য আপনাকে Clock Work Mode (CWM) Recovery সেটআপ দিতে হবে, রুট করার জন্যও এটা আপনার প্রয়োজন হবে। এর টিউটরিয়াল পাবেন এখানে। ড্রাইভার গুলো এখানে পাবেন।
এখন আপনার স্টক রম ব্যাকাপ নিন। টিউটোরিয়াল এখানে। এই টিউটোরিয়াল এ ব্যাকাপ এবং রিস্টোর দুটাই দেখানো আছে, রূট করার জন্য শুধু ব্যাকাপ করবেন আর রিস্টোর টা দেখে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। তবে টিউটোরিয়াল এর প্রথমাংশে সব ইউজার ডাটা ওয়াইপ আউট মানে মুছে ফেলা হয়েছে, আপনি চাইলে সেটা নাও করতে পারেন, করলেও অসুবিধা নেই আপনার এসডি কার্ডের ডাটাগুলো মুছবেন না, Message, Contact এসব মুছে যাবে। এটার জন্য আলাদা আর কোন ফাইল দরকার নেই।
এবার আসল কাজ, রুট করা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সহজ। এটার টিউটোরিয়াল আছে এখানে। আর ড্রাইভারগুলো এখানে।
রুট করা হয়ে গেলে আপনার ফোন রিস্টার্ট এর পর সুপারইউজার নামে একটা এপ্লিকেশন পাবেন, তাহলেই বুঝবেন আপনার রূট করা হয়েছে, এছাড়াও Root Check এপ্লিকেশন টি ফোন এ ইন্সটল করেও যাচাই করে দেখতে পারেন।
হয়ে গেলো আমার কাজ, এখন বাকি কাজ আপনার। তবে যাই করবেন অত্যন্ত সাবধানতার সাথে করবেন, কাজ শুরু করার আগে টিউটোরিয়াল গুলো কমপক্ষে ২ বার ভাল ভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আমার ফোন এভাবে আমি গতকাল রুট করেছি, আপনাদের ক্ষেত্রে কোন ভুলের কারনে রুট না হলে আমি দায়ী থাকবনা।
আমি চেষ্টা করেছি সব তথ্য ও লিঙ্ক গুলো আপনাদের সামনে তুলে ধরতে, এধরনের টিউন আমার এই প্রথম, এর আগে কিছু সাহায্য চেয়ে টিউন করেছিলাম। তাই ভুলগুলো ক্ষমা করবেন এবং শুধরে দিবেন। যে কোন সমস্যায় যোগাযোগ করতে পারেন [email protected], Facebook/tasbirfarid, 01717332115।
ধন্যবাদ।
আমি তাসবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
B.Sc In Telecomminication & Electronic Engineering.
phone root kore lav ki vai ektu bolben?? ar notun phone root korar dorkar ki??