চিরতরে মুক্তি পান Android Apps এর বিজ্ঞাপন থেকে!
শুভ সন্ধ্যা! আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি!
আজ আপনার কাছে নিয়ে এলাম অতি প্রয়োজনীয় একটি বিষয়। পৃথিবীতে সবাই ফ্রি জিনিস পছন্দ করে! একবার শুনেছিলাম ফ্রি পেলে নাকি আলকাতরাও ভাল!!! যাইহোক অনেক দিন ধরেই নেট ব্যবহার করি কিন্তু জীবনে একটা Software ও কিনে ব্যবহার করি নি! বাঙ্গালী! বুঝতে হবে!
কিন্তু অনেক দিন ধরেই খুজছিলাম কিভাবে Android Apps এর বিজ্ঞাপন থেকে রেহাই পাওয়া যায়।
জেনে খুশি হবেন যে খুব সহজেই কাজটি করা যায়!
প্রথমেই আপনার Android রুট থাকা লাগবে! বেশির ভাগ সেটই নিম্নোক্ত পদ্ধতিতে রুট করা যায়!
রুট করা শেষে বা যাদের রুট করা আছে তাদের পরবর্তী ধাপে এই App টি ডাউনলোড করতে হবে.
তারপর AdAway রান করুন এবং প্রয়োজনীয় ডেটা ডাউনলোড করে Ad block করুন!
বাস কাজ খতম!!!
আরও ভাল ভাল Apps পেতে প্রতিদিন visit করুন
আপনার Android বিষয়ক যে কোন সমস্যার সমাধান পেতে visit করুন
আর অবশ্যই এই Facebook page টি লাইক দিয়ে রাখতে পারেন!!
আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it
অনেক ভালো লাগলো,প্রিয় তে রাখলাম,!!