হ্যা বন্ধুরা, ঠিকই পড়েছেন! আজ আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি- ওয়াল্টন প্রিমো হ্যান্ডসেটের অরিজিনাল ফার্মওয়্যার!! আপনি দোকান থেকে যে অবস্থায় আপনার সেটটি কিনেছিলেন, এই ফার্মওয়্যার ব্যবহার করে আপনি একদম সেই অবস্থায় সেট নিয়ে যেতে পারবেন! ফলে ওয়াল্টন আপনার সেটের ওয়ারেন্টি দিতে বাধ্য থাকবে। এছাড়া যারা আমার আগের টিউন দেখে প্রিমো আইসক্রীম স্যান্ডউইচে আপগ্রেড করেছেন, তারাও পরিপূর্নভাবে জিঞ্জারব্রেডে ফেরত যেতে পারবেন। তবে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি সোহাগ ভাইকে। যিনি আমাকে এই ফাইলগুলো পেতে সাহায্য করেছেন। তার সাহায্য ছাড়া ফাইলগুলো পাওয়া সম্ভব ছিল না। আমি সহ সকল প্রিমো ব্যবহারকারী উনার কাছে কৃতজ্ঞ।
এবার কাজ শুরু করি-
- *যারা অলরেডী জিঞ্জারব্রেডে আছেন, তাদের এই টিউন ফলো করার কোন প্রয়োজন নাই। যারা ICS এ আপগ্রেড করেছেন, অথবা কাস্টম রম নিয়ে এক্সপেরিমেন্ট করেন, তাদের জন্যই এই টিউন।
- *প্রিমোর ফার্মওয়্যার ফ্লাশ দিতে আমাদের কয়েকটি ফাইল এবং দুইটি টুলের দরকার হবে। টুল দুটি হল- FastbootV1.0.2.4 এবং QUALFAST2.0.4. আমার এই টিউনে আমি স্ক্রীনশট সহ কিভাবে এই টুলগুলো ব্যবহার করে আইসক্রীম স্যান্ডউইচে সেট আপগ্রেড করতে হয়, তা বর্ণনা করেছি। সেগুলোই ব্যবহার করে আমাদের এবার জিঞ্জারব্রেডে ফেরত যেতে হবে। তাই এই টিউনে আমি বিস্তারিত বর্ননায় যাব না।টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা আপনার একটু দেখে নিতে পারেন।
- *জিঞ্জারব্রেডে ফেরত যেতে হলে নিচের ফাইলগুলো ডাউনলোড করে নিন-
* Fastboot_QUALFAST_by_Shuvo.rar (১০ মেগা)
* ১ম বেসব্যান্ড (২৩ মেগা)
* প্রিমোর স্টক বেসব্যান্ড (১৮ মেগা)
* প্রিমোর অরিজিনাল ফার্মওয়্যার ( ১১২ মেগা)
- *উপরের সবগুলো ফাইল ডাউনলোড করা শেষ হলে সবগুলো ফাইল আলাদা আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিন।
- *আগের টিউনের মত সেট অফ করে সেটের Vol Down+Power বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান।
- *এবার ডাটা কেবল দিয়ে সেট পিসির সাথে কানেক্ট করুন এবং FastbootV1.0.2.4 সফটওয়্যারটি ওপেন করুন।
- *ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে BP Port বক্সে বসান এবং BP Browse বাটনে ক্লিক করে 591316_8376_WCDMA_V3025 ফোল্ডারটি দেখিয়ে দিন।
- *এবার Download বাটনে ক্লিক করুন। কোন ওয়ার্নিং মেসেজ আসলে Ok দিন। তাহলে বেসব্যান্ড ডাউনগ্রেড হবে।
- *কাজ শেষ হলে সেটের ব্যাটারী খুলে আবার লাগান এবং আগের মতই সেটের Vol Down+Power বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান এবং ডাটা কেবল দিয়ে সেট পিসির সাথে কানেক্ট করে FastbootV1.0.2.4 সফটওয়্যারটি ওপেন করুন।
- *আগের মতই ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে BP Port বক্সে বসান এবং BP Browse বাটনে ক্লিক করে 591347_8376_WCDMA_V3070 ফোল্ডারটি দেখিয়ে দিন।
তাহলেই আপনার সেটে প্রিমোর স্টক বেসব্যান্ড ফ্লাশ দেয়া হয়ে গেল!
এবার আমরা রম ফ্লাশ দিব-
- *এখানেও আগের টিউনের মতই সেটের Vol UP+Power বাটন চেপে ধরে সবুজ স্ক্রীনে অর্থাৎ ফাস্টবুট মোডে যান।
- *QUALFAST2.0.4(Factory).exe সফটওয়্যারটি ওপেন করুন।
- *SEL PATH বাটনে ক্লিক করে 591347_8376_V1012 ফোল্ডারটি দেখিয়ে দিন এবং Ok বাটনে ক্লিক করুন।
- *কাজ শেষ হলে সবুজ রঙের বক্সে ডাউনলোড সাকসেস লেখা মেসেজ দেখতে পাবেন।
ব্যাস কাজ শেষ!! পেয়ে গেলেন আপনার ওয়ান এন্ড অনলী জিঞ্জারব্রেড দেয়া একদম আনকরা নতুন প্রিমো!!
এবার সেট রুট করতে চাইলে আমার এই টিউন দেখে আগের মতই CWM Recovery ইন্সটল দিয়ে সেট রুট করে ফেলুন। মনে রাখবেন, উপরের প্রোসেস ফলো করলে CWM Recovery নতুন করে ইন্সটল দিতে হবে।
কোন সমস্যায় মনে হলে এখানে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমাকে ফেসবুকে জানাতে পারেন। ভাল থাকবেন।
vai aita kemon site a upload dilen???? mediafire a den plzz