ঝটপট নিয়ে নিন আপনার ওয়াল্টন প্রিমো (Walton Primo) হ্যান্ডসেটের অরিজিনাল ফার্মওয়্যার এবং নিজেই হয়ে যান রীতিমত কাস্টমার কেয়ার!! নিজের সেট সহ বন্ধুদের সেট আগের জিঞ্জারব্রেডে ফেরত আনুন! ওয়াল্টন আপনার ওয়ারেন্টি দিতে বাধ্য!!

হ্যা বন্ধুরা, ঠিকই পড়েছেন! আজ আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি- ওয়াল্টন প্রিমো হ্যান্ডসেটের অরিজিনাল ফার্মওয়্যার!! আপনি দোকান থেকে যে অবস্থায় আপনার সেটটি কিনেছিলেন, এই ফার্মওয়্যার ব্যবহার করে আপনি একদম সেই অবস্থায় সেট নিয়ে যেতে পারবেন! ফলে ওয়াল্টন আপনার সেটের ওয়ারেন্টি দিতে বাধ্য থাকবে। এছাড়া যারা আমার আগের টিউন দেখে প্রিমো আইসক্রীম স্যান্ডউইচে আপগ্রেড করেছেন, তারাও পরিপূর্নভাবে জিঞ্জারব্রেডে ফেরত যেতে পারবেন। তবে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি সোহাগ ভাইকে। যিনি আমাকে এই ফাইলগুলো পেতে সাহায্য করেছেন। তার সাহায্য ছাড়া ফাইলগুলো পাওয়া সম্ভব ছিল না। আমি সহ সকল প্রিমো ব্যবহারকারী উনার কাছে কৃতজ্ঞ।

এবার কাজ শুরু করি-

  • *যারা অলরেডী জিঞ্জারব্রেডে আছেন, তাদের এই টিউন ফলো করার কোন প্রয়োজন নাই। যারা ICS এ আপগ্রেড করেছেন, অথবা কাস্টম রম নিয়ে এক্সপেরিমেন্ট করেন, তাদের জন্যই এই টিউন।
  • *প্রিমোর ফার্মওয়্যার ফ্লাশ দিতে আমাদের কয়েকটি ফাইল এবং দুইটি টুলের দরকার হবে। টুল দুটি হল- FastbootV1.0.2.4 এবং QUALFAST2.0.4. আমার এই টিউনে আমি স্ক্রীনশট সহ কিভাবে এই টুলগুলো ব্যবহার করে আইসক্রীম স্যান্ডউইচে সেট আপগ্রেড করতে হয়, তা বর্ণনা করেছি। সেগুলোই ব্যবহার করে আমাদের এবার জিঞ্জারব্রেডে ফেরত যেতে হবে। তাই এই টিউনে আমি বিস্তারিত বর্ননায় যাব না।টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা আপনার একটু দেখে নিতে পারেন।
  • *জিঞ্জারব্রেডে ফেরত যেতে হলে নিচের ফাইলগুলো ডাউনলোড করে নিন-

* Fastboot_QUALFAST_by_Shuvo.rar (১০ মেগা)
* ১ম বেসব্যান্ড (২৩ মেগা)
* প্রিমোর স্টক বেসব্যান্ড (১৮ মেগা)
* প্রিমোর অরিজিনাল ফার্মওয়্যার ( ১১২ মেগা)

  • *উপরের সবগুলো ফাইল ডাউনলোড করা শেষ হলে সবগুলো ফাইল আলাদা আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিন।
  • *আগের টিউনের মত সেট অফ করে সেটের Vol Down+Power বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান।
  • *এবার ডাটা কেবল দিয়ে সেট পিসির সাথে কানেক্ট করুন এবং FastbootV1.0.2.4 সফটওয়্যারটি ওপেন করুন।
  • *ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে BP Port বক্সে বসান এবং BP Browse বাটনে ক্লিক করে 591316_8376_WCDMA_V3025 ফোল্ডারটি দেখিয়ে দিন।
  • *এবার Download বাটনে ক্লিক করুন। কোন ওয়ার্নিং মেসেজ আসলে Ok দিন। তাহলে বেসব্যান্ড ডাউনগ্রেড হবে।
  • *কাজ শেষ হলে সেটের ব্যাটারী খুলে আবার লাগান এবং আগের মতই সেটের Vol Down+Power বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান এবং ডাটা কেবল দিয়ে সেট পিসির সাথে কানেক্ট করে FastbootV1.0.2.4 সফটওয়্যারটি ওপেন করুন।
  • *আগের মতই ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে BP Port বক্সে বসান এবং BP Browse বাটনে ক্লিক করে 591347_8376_WCDMA_V3070 ফোল্ডারটি দেখিয়ে দিন।

তাহলেই আপনার সেটে প্রিমোর স্টক বেসব্যান্ড ফ্লাশ দেয়া হয়ে গেল!

এবার আমরা রম ফ্লাশ দিব-

  • *এখানেও আগের টিউনের মতই সেটের Vol UP+Power বাটন চেপে ধরে সবুজ স্ক্রীনে অর্থাৎ ফাস্টবুট মোডে যান।
  • *QUALFAST2.0.4(Factory).exe সফটওয়্যারটি ওপেন করুন।
  • *SEL PATH বাটনে ক্লিক করে 591347_8376_V1012 ফোল্ডারটি দেখিয়ে দিন এবং Ok বাটনে ক্লিক করুন।
  • *কাজ শেষ হলে সবুজ রঙের বক্সে ডাউনলোড সাকসেস লেখা মেসেজ দেখতে পাবেন।

ব্যাস কাজ শেষ!! পেয়ে গেলেন আপনার ওয়ান এন্ড অনলী জিঞ্জারব্রেড দেয়া একদম আনকরা নতুন প্রিমো!!

এবার সেট রুট করতে চাইলে আমার এই টিউন দেখে আগের মতই CWM Recovery ইন্সটল দিয়ে সেট রুট করে ফেলুন। মনে রাখবেন, উপরের প্রোসেস ফলো করলে CWM Recovery নতুন করে ইন্সটল দিতে হবে।
কোন সমস্যায় মনে হলে এখানে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমাকে ফেসবুকে জানাতে পারেন। ভাল থাকবেন।

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai aita kemon site a upload dilen???? mediafire a den plzz

    @xShohagh: মিডিয়াফায়ারের চাইতে এই সাইট কোন অংশেই কম না। ফুল রেজিউম সাপোর্টেড। আপনি মনে হয় ভুল বাটনে প্রেস করছেন। “Watch or Download” বাটনে ক্লিক করুন। তাহলে ডাইরেক্ট লিঙ্ক পাবেন।

Level 0

amader samsung android er jonyo erokom kichu tune korun, khub bhalo hoy

    @Jonty: এই মুহুর্তে সম্ভব বলে মনে হচ্ছে না।

Level 0

আমি ics থেকে back করলে gb এর dual sim problem কি ঠিক হবে???

    @বনি: প্রিমোর স্টক বেসব্যান্ডে সমস্যা আছে। তাই স্টক বেসব্যান্ড ব্যবহার করলে নেটওয়ার্কে প্রবলেম হবে। তবে অন্য বেসব্যান্ড ব্যবহার করলে সমস্যা হবে না।

Level 0

bhaya link ta to kaj korse na

    @Fahim Ch: লিঙ্ক ঠিক আছে। আপনি মনে হয় ভুল বাটনে প্রেস করছেন। “Watch or Download” বাটনে ক্লিক করুন। তাহলে ডাইরেক্ট লিঙ্ক পাবেন।

রমের লিংকে সমস্যা আছে মনে হচ্ছে আশাকরি ঠিক করে দিবেন। আচ্ছা নতুন অবস্থায় যে রমটা দেয়া ছিলো সেই রম আর এখন যেইটা আপনি দিচ্ছেন সেইটার মাঝে কি কোন পার্থক্য আছে ?

    @শরীফ: লিঙ্ক ঠিক আছে। আপনি মনে হয় ভুল বাটনে প্রেস করছেন। “Watch or Download” বাটনে ক্লিক করুন। তাহলে ডাইরেক্ট লিঙ্ক পাবেন।
    নতুন অবস্থায় যে রম ছিল, এটা সেই রমই। কোন পার্থক্য নাই।

Level 0

হিমু ভাই, মুকুট ভাইয়ের টিউনে দেখলাম Walton এর কাস্টমার কেয়ারে মোবাইল সেট নিয়ে গেলে ফোনের রম মেমরী বাড়িয়ে দেবার কি যেন ব্যবস্থা রয়েছে। এই ব্যপারে আপনি যদি একটি টিউন করতেন, তাহলে ঢাকার বাইরে যারা প্রিমো ব্যবহার করে তাঁরা উপকৃত হতাম। কেননা, Walton Primo এর রম মেমরী খুবই কম। সবশেষে আপনার টিউনগুলোর জন্য ধন্যবাদ জানাচ্ছি।

    @SamuraixBD: Walton customer care e jeye set er software update korun.Rom bere jabe.

      @মুকুট: ওয়াল্টনের সার্ভিস সেন্টারে গেলে ওরা মনে হয় নতুন বেসব্যান্ড ফ্লাশ করে দিচ্ছে। আপনি কি সার্ভিস সেন্টারে গিয়ে রম আপডেট করেছেন?? যদি করে থাকেন, তাহলে আপনার বর্তমান বেসব্যান্ড ভার্সনটা কত?? দুইটা আলাদা হলে আবার নতুন বেসব্যান্ড খুজতে হবে 🙂

    @SamuraixBD: এটা নিয়ে নতুন কিছু লেখার নাই। মুকুট ভাই নিচে বলে দিয়েছেন। আর দিহান ভাই মনে হয় সেই রমের ন্যান্ড্রয়েড ব্যাকাপ শেয়ার করেছেন। রিস্টোর করে দেখতে পারেন।

Thanks Bhai, Sob golo Download korsi.

Level 0

mediafire a den plzz

    @faruk807: মিডিয়াফায়ারের চাইতে এই সাইট কোন অংশেই কম না। ফুল রেজিউম সাপোর্টেড। আপনি মনে হয় ভুল বাটনে প্রেস করছেন। “Watch or Download” বাটনে ক্লিক করুন। তাহলে ডাইরেক্ট লিঙ্ক পাবেন।

Level 2

you are zenious.shuvo vai

    @motaleb52: না ভাই, এখানে আমার কোন কৃতিত্ব নাই।

vhi primo ta network provlam
net calale sim a call doke na
kiso ki kora jai?

Vhi ami gb ta ase
Amr kotatake soro korte hobe
Ami sodo set a cwm instal korse bdcodder ar
Ami ki korle warentty back pabo

Level 3

himu vai je base band ti apni diyesen etate ki network prblm ase r? and primor je firmware ta dilen etate rom koto mb?

Level 0

হিমু ভাই আমি রমটা প্রায় ১৫ দিন ব্যবহার করছি XDA-Developer forum থেকে ডাউনলোড করে কিন্তু এই রম এর একটা সমস্যা এর ব্যাটারি ব্যাকআপ GB থেকে অনেক কম । কিন্তু karbonn a5 এর একটা ICS রম আমি ব্যবহার করেছি তার ব্যাটারি ব্যাকআপ অনেক ভাল অবশ্য সেটার Baseband version ছিল V000005 । আসলে original rom এ ব্যাটারি ব্যাকআপ কম হওয়ার কারন কি ROM নাকি Baseband । আমি Baseband এর এই version এ original rom দিতে চেষ্টা করেছি কিন্তু নেই নি । এখন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য কি কোন সিস্টেম আছে । থাকলে দয়া করে জানাবেন ।

Level 0

ভাই G1 or G2 কোনটা ভাল । এদের CWM এর link টা দেন please

Level 0

Hi. My primo says nill baseband. no card showing(no network). what should i do. My email [email protected]

Level 0

I have formated NV items. so, any solution to restore nv items.

ভাই, w25 এর জিবি বেসব্যান্ড লাগবে। জানা থাকলে একটু হেল্প করুন।