অ্যান্ড্রয়েড গেমস রিভিউঃ Street Fighter IV HD

কষ্টকরে রিভিউ করি কিন্তু তেমন সাড়া পাইনা। আশাকরি আপনারা রিভিউ পড়বেন এবং ব্লগে মন্তব্য করে আমাকে উৎসাহ দিবেন। আমি লিঙ্ক দেইনা কারন এগুলো কয়েকদিন পরে Delete হয়ে যায় এবং আমার পক্ষে তা Upload করা সম্বব না।

 আপনি যদি গেমার হন তাহলে আপনি নিশ্চয়ই Street Fighter গেমের নাম শুনেছেন। আমি বাল্যকাল থেকে গেম পছন্দ করতাম এবং Fighting গেম আমার বেশি পছন্দের। তখন Fighting গেম খেলার জন্য Arcade/ ভিডিও গেমের দোকানে প্রচুর টাকা খরচ করেছি এমনকি আমি এখন মাঝে মাঝে  ভিডিও গেমের দোকানে যাই। কথায় আছেনা " কয়লা ধুইলে ময়লা যায়না"

আজ আমি আপনাদের সাথে Street Fighter IV HD (Android) এর খেলা অভিজ্ঞতা শেয়ার করবো।

GamePlay

গেমটিতে ৪ ধরনের খেলার অপশন আছে এবং মোট খেলোয়াড়ের সংখ্যা ১৪।
১. টুর্নামেন্ট মোডে আপনি ইচ্ছে মতো যেকোনো প্লেয়ার নিয়ে খেলে গেম জয় করতে পারেন। যদি আপনার কাছে গেম গেম সহজ মনে হয় ত গেম সহজ থেকে কঠিন মোডে পরিবর্তন করতে পারেন।

২. ডোজ (DOJO) মোডে আপনাকে শেখান হবে কি ভাবে গেম খেলতে হয় এবং আর অনেক কিছু।

৩. টেইনিং মোডে আপনি যে কোন খেলোয়াড় নিয়ে খেলতে পারেন এবং খেলায় আরও দক্ষ হতে পারবেন।

৪. ফ্রি স্পেরিং মোডে আপনি যেকোনো খেলোয়াড়ের সাথে খেলতে পারবেন।

 Setting and Extra Option
 সেটিং মেনু থেকে আপনি কন্ট্রোল নিজের মতো সাজাতে পারবেন।
এই গেমটির একটি দারুণ সুবিধা হল আপনি আপনার খেলার ভিদেও/রিপ্লে সেভ করতে পারবেন এবং পরে আবার দেক্তহে পারবেন।
অন্য গেমের মতো আপনি এই গেমে আপনার পয়েন্ট এবং আপনি কত খেলা জিতলেন তা দেখতে পারবেন।

ভালো

  • দারুণ 3D Effect এবং সুন্দর পরিবেশ।
  • আপনি এই গেম ব্লুটুথ এর মাধ্যমে আপনার বন্ধুর সাথে খেলতে পারবেন।
  • কন্ট্রোল খুব ভালো কাজ করে। 
  • আপনি বিভিন্ন মোডে খেলতে পারবেন।
  • প্লায়েরের কণ্ঠ এবং মিউজিক খুব ভালো ভাবে করা হয়েছে।
  • আমর Xperia S এ কোন Lag বা সমস্যা হয়না খেলতে।

 মন্দঃ
  • গেমটি খেলতে শক্তিশালী মোবাইল প্রয়োজন।
  • মাত্র ১৪ জন প্লেয়ার।
  • গেমটি প্রায় ১.১ জিবি এর মতো।
  • গেমটির Graphic এর মান ভালো কিন্তু আরও ভালো হতে পারত।
  • আমার Xperia Neo ে Lag করতএবং shound off করে খেলতে হো।
  • Xperia 2011 ICS তে Crash করে।


আমার Rating:
 

  • Graphic: ৪/৫
  • Design:/৫
  • Gameplay: ৫/৫
  • Fun: ৪.৫/৫
  • Overall: ৪.৫/৫

এমন আরো টিউন পেতে আমার ব্লগে চোখ রাখুন।
অ্যান্ড্রয়েড গেমার X

Level 0

আমি Moyan Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Pura pc quality tao bolen aro valo korte hobe:D

Level New

আমারও খুব প্রিয় গেম।ট্যাব এ ভালোই চলে।

Level 0

ভাই,গেম টার ডাটা ফাইল টা কোথায় রাখব বলতে পারেন?
আমি আলাদা ১.৩ গিগার ডাটা ফাইল কম্পিউটার এ নামাইছি,তারপর মোবাইল আ নিলাম। কিন্তু বলতেছে মেমরি কার্ড আ ১.৩ গিগা স্পেছ লাগবে।আমার মেমরি কার্ড ২ গিগা ।

কবে যে একটি অ্যান্ড্রয়েড কিনব।

Ata ki vabe install korbo amar tablete amar teblet samsung n800 2gb ram 10.1 please janaben

ভাই, এটা তো চাইনিস ভার্সনে আছে এন্ড্রয়ডের জন্য। আপনি ইংরেজী ভার্সন কোত্থেকে পেলেন? :-০

    @ফাইয়াজ বিন সালাম: এই গেমে Language Setting থেকে আপনি ভাষা পরিবর্তন করে নিচে পারবেন। এই গেমে মনেহয় ৫-৬ টি ভাষা আছে।