বাংলা ফন্ট ইন্সটল করুন এন্ড্রইয়েড ফোনে

বর্তমান সময়ে স্মার্ট ফোন ও ট্যাবলেট পিসি হিসেবে যে প্ল্যাটফর্মের নাম সবার আগে আসে সেটি হচ্ছে এন্ড্রয়েড। নতুন করে এ বিষয়ে বলবার আর কিছুই নাই। কিন্তু এন্ড্রয়েড ডিভাইস কেনার পর বাংলা ফন্ট দেখতে না পাওয়ায় আমরা বেশ হতাস হয়ে পড়ি। বাংলা ফন্ট দেখার একমাত্র উপায় তখন হয়ে দাড়ায় অপেরা মিনি। কিন্তু তাতে ডাটা যেমন খরচ ব্রাউজিং ও স্লো হয়ে যায়।এন্ড্রয়েড এর আসল মজা এর অ্যাপস এ। কিন্তু দুখের বিষয় হচ্ছে জনপ্রিয় বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক,টুইটার,জিমেইল ইত্যাদিতে বাংলা ফন্ট দেখা যায় না। ফন্টের পরিবর্তে বক্স দেখা যায়। যা অনেকটা বিরক্তিকর। তাই আজ তার সমাধান নিয়ে আসলাম। বেশি খুশি হবার দরকার নাই ভাই। এতেও কিছু সমস্যা আছে। যেমন একার আকার অক্ষরের আগে পিছে যায়, যুক্ত অক্ষর সমস্যা। তবে যাই বলেন নাই মামার থেকে কানা মামা ত ভালই। কি বলেন? তবে আর দেরি কেন ? টিউটোরিয়াল শুরু করা যাক।

# আপনার ফোন রুট করতে হবে। সাহায্যের জন্য এখানে যান ।

# ফোন এ রুট ব্রাউজার ইন্সটল দিন । রুট ব্রাউজার ডাউনলোড লিঙ্ক

# সুপার ইউসার পারমিশন চাইলে accept করুন।

# এবার বাংলা ফন্ট টি ডাউনলোড দিন । বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক

# এখন ফোন থেকে রুট এক্সপ্লোরার ওপেন করুন।

# /system ফোল্ডার এ প্রবেশ করুন।

# / fonts ফোল্ডার এ প্রবেশ করুন ।

# ফোল্ডার এ Mount r/w তে ট্যাঁপ করুন।

#DroidSansThai.ttf অথবা DroidSansHebrew.ttf অথবা DroidArabicThai.ttf রিপ্লেস করা যাবে। কারন এই ফন্ট গুলোর তেমন দরকার হয় না। মনে করি আমরা DroidSansThai.ttf নিয়ে কাজ করছি। DroidSansThai.ttf সিলেক্ট করে ফন্ট রিনেম এ ক্লিক করুন। এবার ফন্ট টির নাম কপি করুন। এবং নতুন নাম দিন DroidSansThaiOld.ttf। অন্য গুলোর ক্ষেত্রেও একই। এবার যে বাংলা ফন্টটি ডাউনলোড করেছিলেন সেটি রিনেম করে DroidSansThai.ttf করুন। ফন্ট টি এস ডি কার্ড থেকে system/fonts/ ফোল্ডার এ পেস্ট করুন।

# ফোন রিস্টার্ট দিন। এখন আপনি আপনার ফোনে বাংলা ফন্ট দেখতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতন ফন্ট ইন্সটল করতে পারবেন কিন্তু সেতা ট্রু টাইপ ফন্ট(.ttf) হতে হবে

একটা কথা এটা চেষ্টা করার আগে আপনার রম ব্যাকআপ দিয়ে নিবেন। তাহলে কোন রকম সমস্যা হলে আপনি আবার রম রিষ্টর করতে পারবেন।

আর যাদের কাছে এই পদ্ধতি জটিল মনে হয় তারা এই অ্যাপ টি ট্রাই করতে পারেন।ফন্ট চেঞ্জার

আরও কিছু লিঙ্ক এই বিষয়ে যা আপনার কাজে লাগতে পারে। (নেট থেকে সংগ্রহীত)

ভাল লাগলে শেয়ার করুন। আরও নতুন পোস্ট নিয়ে শীঘ্রই আবার হাজির হবো । ধন্যবাদ পড়বার জন্য।লেখাটি পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে। সময় হলে ঘুরে আসতে পারেন।
আমার ব্লগ

Level 0

আমি sawankumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhai apnar link kaj kore na…………..

আমি কখনই গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারিনা। সবসময় এই লেখাটি আসে – “You don’t have any devices.” কি করব? দয়া করে কেউ কি সাহায্য করবেন? আমি Huawei U8800 use করি।

ভাই এভাবে করেসি কিন্তু লেখা এলোমেলো আসে। তারপর আবার ডিলেট করে ফেলি ডেলেট করতে গিয়ে কয়েক্তি সিস্টেম ফন্ট ডেলেট করে ফিলি। এখন মোবাইল আর চালু হয় না। আমি রম বেকাপ রাখিনি এখন কি করি ভাই বড় বিপদে আছি দয়া করে সাহায্য করুন । samsung galaxy s gt i9000 মডেল আমার ফোন।

Ur Mobile Model Say

ki kore sd card ke usb storage hisabe samsung er android mobile use kora jai. ta jodibolte paren tobe khushi hobo.karon jokhon ami android mobile kini mobile er gaye likha chilo 8gb.pore dekhi usb storage 3.92 gb and sistem 1.97 gb.tai kichu game download koretei dekhi your usb storage is low lekha asche.tai er kono apps er data download korte parchi na.pore ekta 8 gb external sd kini.kintu tateo somoshar somadhan holo na,tai jodi ektu dekhen tahole upokar hobe.thanks

Level 0

ভাই, এই চেষ্টা করেছি আরো আগে। কিছুতেই কিছু হয় না। যুক্ত বর্ণ আর বিভিন্ন “কার”-গুলো ঠিকমত আসেনা। মূল কথা হলঃ এই পদ্ধতিতে ইচ্ছামত বাংলা ফন্ট ইন্সটল করা যায় কিন্তু ফন্ট রেন্ডারিংজনিত সমস্যার সমাধান হয় না। যদি এরকম কিছু দিতে পারতেন তবে বেশ উপকৃত হতাম।
আপনাকে ধন্যবাদ।

এত ঝামেলা করার টাইম নাই