এটা আমার প্রথম টিউন। এজন্য ভাবালাম ইস্পিশিয়াল কিছু শেয়ার করি।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার পিয় থেকে প্রিয় একটি গেমস, আমি যে দিন থেকে এন্ড্রয়েড এ হাত দেই ঠিক সেদিন থেকেই আমি এই গেমস টি নিয়মিত খেলি এবং আমার খুব ভাল লাগে এই গেমস টি, আশা করি আমার মত আপনাদের ও ভাল লাগবে এই গেমস টি, এবং মন্তব্য জানাতে ও ভুল করবেন না।
আসুন এবার গেমস টার কিছু দিক নির্দেশনা দেই।
এই গেমসটিতে মোট ১০টি এর মত ধাপ পাবেন, আপনি এই ১০টি ধাপ যদি ফাইনাল খেলে শেষ করতে পারেন তাহলে আরো ১০টি ধাপ আপডেট হয়ে যুক্ত হবে, তবে অতো হেলাফেলা ব্যাপার নয়, ৩/৫/৭ নং ধাপ গুলি আমার কাছে অনেক কঠিন মনে হয় এবং আমি নিয়মিত খেলে এই ৩টি ধাপ পার হতে পারিনি, জানিনা আপনারা পারেন কিনা!!! কেউ পারলে জানাবেন।
এবং প্রতিটি ধাপ ফার হতে আপনাকে ৩বার করে চান্স ও দেওয়া হবে।জদি ১চান্সে পার হয়ে সঠিক ভাবে পারকিং করতে পারেন,আপনার ওই ধাপ টি ভাল স্টার পাবেন সাথে সাথে। এবং ধরুন আপনি( উদাহরন স্বরূপ বলছি) ১ বা ২ ধাপ টি খেলবেন না বা পারছেন না, বা খুব সহজে পার হয়ে গেলেন। তখন আপনি ফোনের প্রিভিয়াস বাটমে প্রেস করলে ডিসপ্লেতে অপশিন পাবেন Next Label” নামে সেটি ক্লিক করলে পরের ধাপ টিতে চলে জেতে পারবেন।
দেখুন ছিত্র গুলি কেমন এই গেমস টি
গেমসটি ডাউনলোড করতে ক্লিক করুন
http://uppit.com/t2j98hzj5b3m/parkingchallenge3D.apk
গেমস এর সাইজ ১১.৮ এমবি । আশা করি এন্ড্রয়েড ১.৫ এর উপর সকল ভার্সন সমর্থন করবে।
আশা করি সবাই মন্তব্য জানাবেন, এটা একমাত্র এন্ড্রয়েড ভিবাগ পোস্ট তাই শুধুমাত্র এন্ড্রয়েড ভক্তদের থেকেই সাড়া পাব বলে বিশ্বাস।
একটু সময় হলেও আমার সাইট থেকে একবার ঘুরে আসুন আশা করি ভাল লাগবে।
আজ আর নয়, সবাই ভাল থাকুন
আমি Cyber_DeloaR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
This game is not free in Google play store….99 cents. .. you are illegally sharing this. .. avoid giving links of Paid games…
(I am not here to fight with you and i hope no one comments on my post… this is just a informative comment)
🙂