ওয়ালটন প্রিমো আর-১ এর কিছু আন-রিলিজিড ছবি

এন্ড্রয়েড ওএস সর্মথিত ওয়ালটন প্রিমোর জনপ্রিয়তা লাভের পর ওয়ালটন আরো নতুন দুটি মোবাইল সেট বাজারজাত করতে যাচ্ছে।এগুলো হচ্ছে ওয়ালটন প্রিমো আর-১ ও জি-১।ওয়ালটন প্রিমো ছিল চায়না কে-টাচ মোবাইলের রি-ব্রান্ডেড সেট।এবার ওয়ালটন নতুন প্রিমো আর-১ ক্ষেত্রে তেমনি একটি চায়না সেটের রি-ব্রান্ডিং করে বাজারজাত করতে যাচ্ছে।

ব্রান্ডের নামঃ Gionee
মডেল নং- GN305

 

 

ওয়ালটনের সাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী আগামী বছরের জানুয়ারীর ১৫ তারিখে(সম্ভাব্য) মার্কেটে ছাড়বে।

http://www.waltonbd.com/new/upcoming/walton-primo-r1

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, শেয়ার করার জন্য। শিরোনামে বানানের ভুল আছে ঠিক করুন।

    @মুশফিক: আপনাকেও ধন্যবাদ।কোথায় ভুল হয়েছে বলবেন কি???আমার জানামতে তো ঠিকই আছে।

    @মুশফিক: আপনাকেও ধন্যবাদ।কোথায় ভুল হয়েছে বলবেন কি???আমার জানামতে তো ঠিকই আছে।

দাম যদি ১০,০০০ টাকার মধ্যে হয় তাহলে একটা কিনেই ফেলবো। কত হতে পারে কার কোন ধারনা আছে??? থাকলে জানান।

Level 0

price kato plz

ডলারে এই সেটটির দাম আছে ২৪,৫০৮ টাকা। এখন দেখা যাক কী হয়!!!
@বাপ্পাঃ আপনি Unreleased এর জায়গায় Ulreleased লিখেছেন।

Level 0

৩০০০ টাকা দিয়া kono আন্দ্রিওদ set hoi na.

    @Habib_64: ভাই আমার জানামতে নাই।তবে ভবিষৎতে পাইতে পারেন 😛

Micromax A110 canvas2 eta dekhte paren matha ghure jabe.

    @মুরাদ: দেখেছি।আমি দেশের বাহিরে থেকে আনাতে চেয়েছিলাম।কিন্তু টাচ রেসপন্স নাকি এতটা ভাল না।কয়েকটা ইংলিশ ব্লগ সাইটে এর রিভিউ পড়েছিলাম।আর চ্রম মাত্রায় নাকি ব্যাটারী হাঙ্গার।

prim g1 সম্পর্কে জানা থাকলে কিছু জানালে ভাল হত।

    @রুহুল আমিন: সামনে দেখি জি-১ এর রি ব্রান্ডিং সেট পেয়েছি।এখন আরও কিছু তথ্য সংগ্রহ করছি।

Level 0

ভাইয়া জি ১ এরটা ও যদি পেতাম . . . . . . . . . . . . . . . .

    @ayan27: ভাই একটু ধৈর্য রাখুন।আশা করি শীঘ্রই জি-১ এর টিউন পাবেন।

ওয়ালটন primo R1 এবং primo G1 এর পূরো স্পেসিফিকেশন আর ছবি দেখতে এই পেইজ গুলো ভিজিট করতে পারেন।
http://www.muthofon.com/phonespecification/walton-primo-r1-2667.php
এবং
http://www.muthofon.com/phonespecification/walton-primo-g1-2666.php

    @যুবায়ের: ধন্যবাদ।স্পেক সর্ম্পকে আমি আগেই জানি।সেট গুলো রি-ব্রান্ডেড।আর-১ এর মূল সেট হচ্ছে এটা।

Level 0

আপনি কি সিওউ এইটা r1?

    @Anwar: সিউর কিনা জানি না।তবে ওয়ালটন রি-ব্রান্ডেড সেট আনে।শুধু ওয়ালটন নয় সিম্ফোনী,মাইক্রোম্যাক্স,ম্যাক্সিমাস ইত্যাদি মোবাইল কোম্পানী গুলো চাইনিজ সেট গুলোকে কিছুটা মডিফিকেশন করে বাজারজাত করে।বিশ্বাস না হলে আপনি নিচে সার্চ দিয়ে দেখতে পারেন।শুধু সিপিউর স্পিড বাড়ানো।বাকি সব ফিচারস এক রকম।